Privacy & Policy

গোপনীয়তার নীতি মালা ও কপিরাইট নীতি মালা

ummehaneyonline.com প্রযুক্তি বিষয়ক ভিন্ন ভিন্ন তথ্য প্রকাশ করে থাকে। ummehaneyonline.com ওয়েবসাইটটি সকল ক্যাটাগরির তথ্য প্রকাশ করে থাকে। যা পাঠকদের বিভিন্ন বিষয়ে তথ্য জানতে সাহায্য করে। তাই প্রতিদিন বিভিন্ন বিষয়ে তথ্য জানতে ummehaneyonline.com এ চোখ রাখুন ।

গোপনীয়তা নীতি মালা

ummehaneyonline.com বিভিন্ন বিষয়ে কনটেন্ট লিখে পাবলিশ করে থাকে। ummehaneyonline.com যে সকল বিষয়ে কনটেন্ট লিখে পাবলিশ করে থাকে সেগুলো হলো –রোগের চিকিৎসা, স্বাস্থ্য টিপস, হেয়ার কেয়ার টিপস, রূপচর্চা, টিপস এন্ড ট্রিকস, ইসলামিক পোস্ট সহ আরো অন্যান্য ক্যাটাগরি ইত্যাদি। ummehaneyonline.com এ প্রকাশিত সকল কন্টেন্টের স্বত্বাধিকারী কেবলমাত্র ummehaneyonline.com। দয়া করে এই বিজ্ঞপ্তিটি মনোযোগ সহকারে পড়ুন এবং কোন প্রশ্ন থাকলে আমাদের সাথে যোগাযোগ করুন। আমাদের বিজ্ঞপ্তি বিষয়ে আরও জানতে নীচের অংশগুলো পড়ুন।
  • ummehaneyonline.com ওয়েবসাইট সবার অধিকারকে সম্মান করে তাদের গোপনীয়তা বজায় রাখে।
  • যেকোনো উদ্দেশ্যে ummehaneyonline.com প্রকাশিত যেকোনো পোস্ট বা পেজের কনটেন্ট সম্পন্ন কপি করে অন্যত্র প্রকাশ করা সম্পূর্ণ নিষিদ্ধ।
  • তবে পোস্ট বা পেইজে কোন কনটেন্টের অংশ বিশেষ কপি করে অন্যত্র প্রকাশ করা যাবে সেক্ষেত্রে ummehaneyonline.com ওয়েবসাইটের Do Follow লিংক যুক্ত করে ক্রেডিট করতে হবে।
  • ummehaneyonline.com ওয়েবসাইটে আপনার প্রবেশ করানো যেকোনো তথ্য যেমন নাম, ইমেইল, মোবাইল নাম্বার, ওয়েবসাইট লিংক ও ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখা হয় কিন্তু তার ১০০% সুরক্ষার নিশ্চয়তা ummehaneyonline.com দেয় না।

কপিরাইট নীতি মালা

  • এই ওয়েবসাইটে প্রকাশিত সকল কন্টেন্টের স্বত্বাধিকারী কেবলমাত্র ummehaneyonline.com। যে কোন উদ্দেশ্যে এই সাইটে প্রকাশিত কোন পোস্ট বা পেজের কনটেন্ট সম্পন্ন কপি করে অন্যত্র প্রকাশ করা সম্পূর্ণ নিষিদ্ধ। তবে পোস্ট বা পেজের কোন কন্টেন্টের অংশবিশেষ কপি অন্যত্র প্রকাশ করা যাবে সে ক্ষেত্রে ummehaneyonline.com ওয়েবসাইটের Do Follow লিংক যুক্ত করে ক্রেডিট উল্লেখ করতে হবে।
  • প্রকাশিত ব্লগ পোস্টগুলো অধিকাংশ ক্ষেত্রে বিভিন্ন বাংলা/ ইংরেজি সোর্স থেকে মূলত ভাবানুবাদ বাদ করে লেখা হয়। সেক্ষেত্রে কোন কোন পোস্ট কখনো কাকতালীয়ভাবে মানুষের চিন্তা ভাবনার সাথে সরাসরি মিলে যেতে পারে (অনুবাদ)। মূল কন্টেন্টটি যদি আপনার হয়ে থাকে এবং এটি অন্য কোথাও/ ভাষাতে প্রকাশিত হোক এটা যদি না চেয়ে থাকেন তবে ওয়েবসাইটের এডমিনকে অবহিত করুন।
  • তাছাড়া যদি কোন আর্টিকেল রাইটার অন্য কোন মাধ্যমে আপনার প্রকাশিত আর্টিকেল সরাসরি কপি করে ummehaneyonline.com প্রকাশ করে থাকে এবং যদি উপযুক্ত ক্রেডিট উল্লেখ না করে তাহলে আপনি যদি চান উক্ত আর্টিকেলের অংশ বিশেষ অন্য কোথাও ব্যবহার নিষিদ্ধ তাহলে ওয়েবসাইট এডমিনকে অবহিত করুন।
  • ওয়েবসাইটের অন্যান্য নির্দিষ্ট অবস্থানের সনাক্তকরণ যেখানে এমন উপাদান রয়েছে যা আপনি আপনার কপিরাইট লঙঘন করেছেন বলে দাবি করেন।
  • কথিত লঙঘনকারীকে সনাক্ত করতে আমাদেরকে সক্ষম করার জন্য আপনাকে অবশ্যই যুক্তিসঙ্গত ভাবে পর্যাপ্ত তথ্য সরবরাহ করতে হবে। যাতে আমরা সেগুলিতে এক্সেস অপসারণ বা স্বীকার করার জন্য আপনার অনুরোধ মেনে চলতে পারি।
  • কপিরাইটের মালিক বা মালিকের পক্ষে কাজ করার জন্য অনুমোদিত ব্যক্তির সঠিক প্রমাণ দিতে হবে।
  • আপনাকে এটাও প্রমাণ করাতে হবে যে আপনি মিথ্যা প্রমাণের শাস্তির অধীনে শপথ করেন যে আপনার বিজ্ঞপ্তিতে থাকা তথ্য সঠিক এবং আপনি কপিরাইট এর মালিক বা আপনি মালিকের পক্ষে কাজ করার জন্য অনুমোদিত।
  • আপনি যদি বিশ্বাস করেন যে আপনার ওয়েবসাইট থেকে আপনার নিজের কপিরাইট যুক্ত সামগ্রী গুলো নেওয়া হয়েছে। তাহলে ummehaneyonline.com এর কাছে ইমেইলের মাধ্যমে লিখিত চিঠি জমা দিতে হবে। আপনার লিখিত জবাব ummehaneyonline.com কতৃপক্ষের অনুমতি ক্রমে এর সঠিক জবাব প্রদান করা হবে। আমাদের সাথে যোগাযোগের জন্য ইমেইলটি হল – haneyumme99@gmail.com
  • আপনি আপনার বিষয় সম্পর্কে আমাদের কাছে সঠিক তথ্য তুলে ধরতে না পারলে তাহলে। আপনার যুক্তিটি অবৈধ হিসেবে গণ্য হবে। আপনার যুক্তিটি বৈধতা না থাকলে তার জন্য আদালতের খরচ এবং অ্যাটনিদের ফিসহ ক্ষতির জন্য দায়ী হতে পারেন।

সম্মতি

এই ওয়েবসাইটের সকল কনটেন্ট সবার জন্য উন্মুক্ত নয় সে ক্ষেত্রে বিশেষ বিভিন্ন কনটেন্ট দেখার জন্য উপযুক্ত অথেনটিক একাউন্ট/ কোড ব্যবহার করতে হবে। আমরা যে আইনি ভিত্তিতে আপনার ব্যক্তিগত সংগ্রহ তথ্য ব্যবহার করি সে বিষয়ে আপনার যদি কোন প্রশ্ন থাকে তাহলে আমাদের প্রয়োজন হয়।

তাহলে নিচের আমাদের সাথে যোগাযোগ করুন নিচের ইমেইলে লিখিত বা স্ক্রিনশট নেওয়া কোন তথ্য পাঠিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। যোগাযোগের ঠিকানা এই haneyumme99@gmail.com ঠিকানায় যোগাযোগ করার জন্য অনুরোধ জানাচ্ছি এই সাইটের কতৃপক্ষের অনুমতি ক্রমে সকল উত্তর প্রদান করা হবে।

কমেন্ট নীতিমালা

প্রিয় পাঠক আমাদের ওয়েবসাইটে প্রকাশিত যে কোন পোস্ট এর নিচে কমেন্ট করার আগে অবশ্যই আপনাকে নিশ্চিত হতে হবে। আপনি যে বিষয় নিয়ে কমেন্ট করতে যাচ্ছেন সে বিষয়টি পোস্টে আলোচনা করা হয়েছে কিনা। শুধুমাত্র আপনি কোন পোস্ট পড়ে যদি বুঝতে না পারেন সে ক্ষেত্রে কমেন্ট করে জানিয়ে দিতে পারবেন।

আমাদের ওয়েবসাইটে পাবলিশকৃত কোন পোস্ট নিয়ে যদি আপনার মন্তব্য থেকে থাকে তাহলে অবশ্যই যোগাযোগ অপশনে গিয়ে যোগাযোগ করতে পারেন। আমরা যত দ্রুত সম্ভব আপনার সমস্যাটি সমাধান করার চেষ্টা করব। দয়া করে অপ্রাসঙ্গিক কোন কিছু কমেন্ট করবেন না। কমেন্ট করার পূর্বে অবশ্যই google কমেন্ট নীতিমালা অনুসরণ করবেন। ধন্যবাদ 💗
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

Umme Haney'র নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url