মেয়ে পটানো দুষ্টু মিষ্টি প্রেমের ছন্দ জেনে নিন
আপনি কি সুন্দর সুন্দর মেয়ে পটানো দুষ্টু মিষ্টি প্রেমের ছন্দ খুজতেছেন? তাহলে
আজকের এই আর্টিকেলটি আপনার জন্যই। এখানে আমরা সুন্দরভাবে আপনাদের জন্য
মেয়ে পটানো দুষ্টু মিষ্টি প্রেমের ছন্দ গুলো নিয়ে এসেছি। তাহলে চলুন শুর কর যাক।
আজকের এই আর্টিকেলে আপনি মেয়ে পটানো দুষ্টু মিষ্টি প্রেমের ছন্দ, মিষ্টি
রোমান্টিক প্রেমের ছন্দ, নতুন প্রেমের ছন্দ, গভীর ভালোবাসার
ছন্দ, ভালোবাসার মজার ছন্দ, ভালোবাসার কষ্টের ছন্দ বিস্তারিত জানতে
পারবেন
মেয়ে পটানো দুষ্টু মিষ্টি প্রেমের ছন্দ
তুমি হাঁসলে আনন্দ আমার আকাশ ছোয়া ,
তুমি কষ্ট পেলে পানি আমার চোখে আসে ৷
তুমি অনুভব করে তো দেখ ,
ভালোবাসা এভাবেই প্রবেশ করে রিদয়ে ৷
I LOVE YOU MY JAAN
তুমি আশা তুমি প্রেম
তুমি আমার ভালোবাসা।
হৃদয় জুড়ে তুমি আছো
তুমি আমায় ভালোবাস।
আমার আত্মায় বসিয়েছি তোমাকে
আমার সকল স্বপ্নে ডেকেছি তোমাকে ,
কারণ ঐ খোদা তো তোমাকে বানিয়েছে আমার জন্যে ৷
ভালোবাসি তোমার চোখের কাজল ,
ঠোটের হাঁসিতে মরি ৷
হয়তো কখনো বলতে পারিনি ,
তুমিও কি বুঝনি , কতোটা ভালোবাসি ৷
আমার সৃতিতে তুমি , নাকি আমার মধ্যে তুমি ৷
আমার কল্পনাতে তুমি , নাকি আমার কল্পনাই তুমি ৷
আমার হৃৎপিন্ড স্পন্দন করে বলে বার বার ,
আমার জানে তুমি নাকি আমার জানই তুমি
তুমি আমার স্বপ্নের রাণী,
তোমার জন্য আমি পাগল।
তোমার ভালোবাসায় মুখরিত,
আমার জীবন।
শুধু তুমি আছো তাই,
আমি কথা খুঁজে পাই,
দূর হতে আমি তাই,
তোমায় দেখে যাই
তুমি একটু হাসো তাই,
আমি চাঁদের মিষ্টি আলো পাই
ভালোবাসি তোমার চোখের কাজল ,
ঠোটের হাঁসিতে মরি ৷
হয়তো কখনো বলতে পারিনি ,
তুমিও কি বুঝনি , কতোটা ভালোবাসি
আমি হলাম সাগর
তুমি হলে ঢেউ,
চুপি চুপি প্রেম করবো
জানবে নাতো কেউ।
তোমার প্রেমে পড়েছি খুব বেশি পড়েছি
তোমার চোখে চোখ রেখে আমি তোমাকে ভালোবেসেছি
তোমার ভালোবাসার নেশায় আমি পাগল হয়ে গেছি
তুমি আমার জীবনের সবকিছু তুমি আমার একমাত্র প্রেম
আমি তোমাকে ছাড়া একদিনও বাঁচতে পারব না
তুমি আমার সবকিছু তুমি আমার প্রাণ।
পৃথিবীর যত সুখ যত ভালোবাসা
সবই তোমায় দেবো শুধু একটাই আশা
তুমি ভুলে যেও না আমায়
আমি অনেক ভালোবাসি তোমায়।
তোমাকে দেখে আমার মনে হলো,
পৃথিবীতে এমন কিছু মানুষ থাকে যারা
এক ঝলকেই মনকে জয় করে নেয়।
তুমি যদি হও পাখি
আমি হবো ডানা,
অচিন দেশে পাড়ি দেবো
শুনব নাকো মানা,
মনি-মুক্তা নিয়ে আসবো
আমার ডানায় করে।
তা দিয়ে সাজাবো তোমায় আমার
মনের মতো করে।
পৃথিবীর যত সুখ যত ভালোবাসা
সবই তোমায় দেবো শুধু একটাই আশা
তুমি ভুলে যেও না আমায়
আমি অনেক ভালোবাসি তোমায়।
ইচ্ছের সাত রঙে রাঙিয়ে দেবো তোমায়,
সবটুকু উজার করে কাছে টেনো আমায়।
ভালবাসার যত কথা হৃদয় দিয়ে বলতে চাই,
তুমি শুধু আমার হবে এ কথাটি শুনতে চাই।
চাঁদ কে ভালবাসি
রাত পর্যন্ত
ফুল কে ভালবাসি
সুবাস পর্যন্ত
কিন্তু। তোমাকে
ভালবাসি ভালবাসবো
শেষ নিশ্বাস পর্যন্ত।
দিন ফুরাবে রাত ফুরাবে,
ফুরাবে ফুলের প্রান,
সমায় ফুরাবে, জীবন ফুরাবে,
ফুরিয়ে যাবে জান,
But তোমার জন্য ফুরাবে না,
আমার ভালোবাসার টান।
I LOVE YOU
মিষ্টি রোমান্টিক প্রেমের ছন্দ
যদি জোনাকি হতাম
তোমার কাছে উড়ে যেতাম
মিটি মিটি করে জ্বলতাম তোমার চারপাশে
নীরবে বসতাম তোমার কাছে
আলতো করে তোমায় ছুঁয়ে দিতাম
রাঙিয়ে দিতাম তোমার মন
আর কানে কানে বলতাম
ভীষণ ভালবাসি তোমায়।
মন ছুঁটে যায় মনের টানে,
ভালোবাসা তারই যে মানে,
তুমি এসো না আমার প্রানে,
ভালোবাসি বলবো গানে গানে।
তোমাকে ছাড়া আমার পৃথিবী সাজে না,
তোমাকে পাবোনা একথা মন মানে না।
সহজে তোমাকে পাওয়া সাজেনা,
হৃদয় দিয়ে তোমাকে পেতে চাই,
না হলে ভালোবাসা পাওয়া যাবে না।
গোলাপ তোমার ঠোঁটগুলো,
নয়ন তোমার সাগর।
এমন সুন্দর রূপখানি দেখিনি আর কারোর।
আকাশে ভরা নীল পাখি,
তুমি আমাকে কখনো দিওনা ফাকি,
আমি এখন সারাদিন বসে বসে তোমার ছবি আকি।
মিষ্টি তোমার মুখখানি,
সুন্দর তোমার রূপ।
এই দেখে আমার মন দিয়েছে প্রেমে ডুব।
ভুলিনি তো তোমার সেই মুখের মিষ্টি হাসি
ভুলিনি তোমার সেই ভালবাসি বলাটা
এসো আমার সাথে আমার হাতটা ধরো।
তোমাকে যতটা ভালোবেসেছি
তার থেকে তোমার কাছে বেশি ভালোবাসা পেয়েছি
কি জানি তোমার কাছে কি আছে
তোমার মধ্যে না জানি কি আছে
কেন জানি এই মন তোমার কাছে
আরো বেশি বেশি ভালোবাসা পেতে চায়।
তুমি আমার সেই কবিতা
যা আমি প্রতিদিন লিখি
তুমি আমার সেই ছবি
যা বসন্তের রঙিন হাওয়া
তুমি আমার সেই ছবি
যা কল্পনাতে আকি
তুমি আমার সেই ভালোবাসা
যা প্রতিদিন যায় কিন্তু তা কখনোই পাই না।
তুমি যদি এই হাতে
একবার রাখো হাত
মিটবে না কখনো
তোমাকে পাওয়ার স্বাদ।
তুমি যদি একবার
এই বুকে লেখ নাম
চিরদিন একসাথে মিশে রবে দুটি প্রাণ।
টুকটুক টুকটুকে লাল দুটি গাল
জ্বালিয়ে রূপের মশাল
করেছ আমায় বেতাল।
ভালবাসা বুকের ভিতর হয়েছে নিঃশ্বাস,
তোমার প্রেমে বেঁচে আছি এই তো বিশ্বাস ।
জান, আমার জান,
তুমি আমার প্রাণের মাঝে প্রাণ ।
যদি বলো আমায় মনে পরে কতবার?
বলবো, আমার চোখের পাপড়ি নড়ে যতবার!
যদি বলো আমায় ভালবাসো কত?
আমি বলবো, ওই আকাশে তাাঁরা আছে যত!
নতুন প্রেমের ছন্দ
বলতে মনে বাধে
যদি আমি কৃষ্ণ হই
তুমি কি হবে রাধে।
ডালটি হলো সবুজ,
ফুলটি হলো লাল,
তোমার আমার ভালোবাসা
থাকবে চিরকাল।
স্কুল লাইফে তোমায় দেখি
কলেজ লাইফে প্রেম,
হাতের মাঝে উল্কি এঁকে
লিখেছি তোমার Name.
এই পারে যদিও মোদের,
নাই বা হয় দেখা!
ঐ পারে সঙ্গী হবো,
ভেবো না তুমি একা!
ভালবেসে তোমায় আমি,
জীবন ও দিতে পারি!
তোমায় পেলে সুখের সাথেও
দেবো আমি আড়ি!
মনটা আমার নেচে ওঠে
তোমাকে দেখে
ভালোবাসি আমি তোমায়
ছোট বেলা থেকে।
তোমার প্রেমে পাগল আমি
তা কি তুমি বোঝো না
তবে কেন থাকো দূরে,
আমার কাছে এসো না।
মনটা দিলাম তোমার হাতে,
যতন করে রেখো।
হৃদয় মাঝে ছোট্ট করে,
আমার ছবি এঁকো।
স্বপ্ন গুলো দিলাম তাতে,
আরও দিলাম আশা।
মনের মতো সাজিয়ে নিও,
আমার ভালোবাসা।
তুমি আমার স্বপ্ন আসা
তুমি আমার ভালোবাসা
তোমার নিয়ে বাঁধবো আমি
ছোট সুখের বাসা।
এই মন আমার, কিন্তু মালিক হলে তুমি,
আমার মনের নাটাই ধরে উড়াও তুমি ঘুড়ি।
ভালবাসা নামের ঘুড়ি যখন উড়ে মনের আকাশে,
দুজন মিলে ভাসী তখন প্রেম রাজ্যের বাতাসে।
চোখ বুজলেই তোমায় দেখি
তুমিও কি দেখ?
আমার জন্য তোমার বুকে
একটু জায়গা রেখো।
প্রেমের সাগরে ঝাঁপ দিয়েছি
মুক্ত পাবো বলে,
সারা জীবন কাটবো সাঁতার
তুমি রাজি হলে।
গভীর ভালোবাসার ছন্দ
এক জীবনে এত ভালোবাসা কোথাও পাবে না তুমি,
যতটা গভীর ভাবে তোমায় ভালোবাসি আমি।
তুমি মোর ভালোবাসা হয়ে আছো আমার প্রেমের ছবি,
যত্ন করে আদর করে তোমায় এই বুকের মাঝে রাখি।
তুম আছো আমার হৃদয় জুড়ে,
তুমি আছো আমার স্বপ্নের মাঝে
তুমি আছো আমার কাজে কর্মে,
তুমি আছো মনে, তুমি আছো যে মোর কাব্যগ্রন্থে!
ভালোবাসি ভালোবাসি,
সবাই বলতে পারে।
সত্যি কারের ভালোবাসা,
কজন দিতে পারে।
যেখানে তুমি থাকো
আনবো তোমার নিয়ে
যে যাই বলুক না কেন
করবো তোমায় বিয়ে।
আমার জীবনে তুমি ছাড়া নেই আর কেউ,
আমার জীবনে সপ্ন নেই তুমি ছাড়া,
আমার দুচোখ কিছুই দেখেনা,
আমার মন কিছু ভাবতে পারেনা শুধু তুমি ছাড়া,
আমি কিছু লিখতে চাইনা তুমি ছাড়া,
আমি কিছু বুঝতে জানতে তুমি ছাড়া।
যদি বলো আমায় মনে পরে কখন?
বলবো, আমার চোখের পাপড়ি নড়ে যতবার ততবার
যদি বলো তোমায় ভালবাসো কত?
আমি বলবো, আকাশে তাাঁরা আছে যত তত!
যত দূরে যাও না তুমি,
থাকবো তোমার ঐ পাশে।
যেমন করে সেই শিশিরবিন্দু,
জড়িয়ে তোমার থাকে।
সকল দুঃখ মুছে দেবো,
আনবো ঐ মুখে হাসি।
মন থেকে বলছি তোমায়,
অনেক বেশি ভালোবাসি।
ভালোবাসে আমার মন,
তোমাকে চায় সারাটাক্ষন.!
তুমি আছো মনের মাঝে, পাশে থেকো সকাল সাঁঝে,
কিভাবে ভুলব তোমাকে, তুমি যে আমার জীবন।
যদি তুমি আমায় ভালোবাসো
তবে তোমার বুকটা চিরে
টেনে নিও মোরে চিরতরে।
ভালোবেসে বুঝেছি আমি
এ জীবনে ভরবে না ভালোবাসার সাধ
জীবনটা কেন এত ছোট আমি জানিনা।
ভালোবাসা বড় অদ্ভুত জিনিস
মনে করিয়ে দেয় শয়নে স্বপনে
ক্ষণে ক্ষণে দিবানিশি
না দেয় ভালো থাকতে
না দেয় ভুলে থাকতে।
হৃদয়ে তোমার আমি বসতি করেছি
মন চায় সব সময় থাকতে
বুকটা খোদাই করে লিখেছি তোমার নাম রক্ত দিয়ে।
দুটি মন যখন এক হয়
দুটি বুকে যখন এক জ্বালাপোড়া হয়
এরই নাম প্রেম হয়।
ওগো প্রিয় তুমি আমায় দুনিয়া থেকে নিয়ে
তোমার বুকের মাঝে রেখো যদি
কেউ না জানতে আমি কোথায় আছি
এমন আপন করে নাও মোরে।
তুমি দূরে গেলে ঝরে যাব ফুলের মত
চিরদিনের তরে বন্ধু আমায়
বেঁধে রেখো আমায় তোমার বাহু ডরে।
তুমি কি জানো তুমি আমার কাছে কি?
তুমি আমার হৃদয়ে থাকা এক সুখের প্রদীপ শিখা।
যেখানে সুখের অপূর্ণ ইচ্ছা থেকে
বারবার খুব কাছ থেকে উপলব্ধিত করতে পারি।
তুমি আমার দুটি চোখের মনি হয়ে।
দুটি চোখের মাঝে থাকো
এই জীবনে তুমি ছাড়া
আমি কিছুই দেখতে চাই না তো।
আমার মনের ছোট্ট ঘরে
ওগো প্রিয় তুমি বাঁধো
তোমার নীড় বাসা যুগে যুগে
তোমার সাথে ঘর বাধার বড় আশা।
তুমি ছাড়া দুনিয়াতে কিছু বুঝিনা।
এমন একটা খন নাই ।
এমন একটা দিন নাই যে
তোমায় নিয়ে ভাবি নাই।
তুমি ছাড়া নাই যে আপনজন।
ওগো প্রিয় তুমি আমার
সেই আপনজন যাকে
হাজার লোকের মাঝে খুঁজে নিয়েছি
চিরতরের মাঝে এই মন তোমায় দিয়েছি।
ও জান তুমি আর আমি
এমন এক পৃথিবীতে শুধুই থাকবো মোরা।
মিলনের সুখে ভরে যাবে বুকে।
এ জীবন করেছ
কত যে মধুর
হৃদয় করেছো সুর আর সুর
তোমারই ভালোবাসা দিয়ে।
তুমি আমার স্বপ্নের রাজকন্যা,
তুমি আমার ভালোবাসার বন্যা।
তুমি আমার মিষ্টি সুরের বাঁশি,
তাইতো শুধু তোমায় ভালোবাসি।
নিশ্বাস আমার বন্ধ হয়, তুমি না পাশে থাকলে।
চোখে শুধু ঝাপসা দেখি, তোমায় না দেখলে।
চাইছি শুধু এইটুকু আমি,ভালো আমায় বাসো।
ভালোবেসে আমার ঘরে, আলো হয়ে আসো।
তোমাকে পেয়ে জীবন আমার ধন্য,
আজ থেকে এ জীবন তোমার জন্য।
বোঝেনা অবুঝ মন, শুধু করে বায়না।
কিছুতেই একা আর, থাকতে সে চায়না।
মনে মনে সারাদিন, চায় সে তোমাকে।
হৃদয়ে প্রেমের ছবি, যায় শুধু এঁকে।
ভালোবাসার মজার ছন্দ
আসলে ভালোবাসা হচ্ছে এমন একটি বিষয় যা কখনো বলে বোঝানো যায় না। কিন্তু অনেকেই
ছন্দ লিখতে পছন্দ করে। সেই সকল ছন্দ লিখতে সহযোগিতার জন্যই আমাদের নিচে ছন্দ লেখা
হলো। কিছু মজার ভালোবাসার ছন্দ নিচে দেওয়া হলোঃ
কেটে গেল দিন
এসে গেল রাত
বসে বসে ভাবছি আমি
খাবো কখন ভাত।
আবার যখন দেখা হবে
বলবো অনেক কথা
তোমরা সবাই ভালো থেকো
রেখোনা মনে ব্যথা।
তুমি যদি ফুল হও
আমি হব ভ্রমর
তোমার আমার ভালোবাসা
হয়ে যাবে অমর।
তোমাকে এতটা ভালবাসি যে
তুমি চাইলে হয়তো পৃথিবীটা
তোমার কাছে এনে দিতে পারব না,
কিন্তু আমার ভালোবাসা দিয়ে
পুরো পৃথিবীটাকে ভুলিয়ে দিতে পারব।
গাছে ছিল দুটি পাখি রঙ তাদের সাদা
আমি আর তুমি এক অদৃশ্য মায়ায় বাধা
রাতের আকাশে দেখতে পাই হাজার তারার মেলা
তারই মাঝে থাকে যে তোমার চোখের খেলা
তুমি আমার রঙিন স্বপ্ন আমার চাঁদের আলো,
তাইতো তোমায় বেসেছি এতটাই ভালো।
তুমি আমার নদীর মাঝে একটি মাত্র কুল,
তুমি আমার ভালোবাসার শিউলি বকুল ফুল।
ছাদের উপর দাঁড়িয়ে তুমি
মিষ্টি মিষ্টি হাসো
সত্যি করে বলো তুমি
কাকে ভালোবাসো।
চিনির মতো মিষ্টি তুমি
মধুর মতো হাসি,
তাইতো তোমার আমি
ভীষণ ভালোবাসি।
মন দিয়ে নয় হৃদয় দিয়ে
ভালোবাসি বলতে চাই,
আবার জন্ম হলে যেন
তোমাকে আমি পাই।
ভালোবাসার কষ্টের ছন্দ
কিছু কিছু কথা আছে বলতে পারিনা
এমন কিছু কষ্ট আছে সইতে পারিনা
এমন কিছু ফুল আছে তুলতে পারি না
আর এমন একটা মনের মানুষ আছে ভুলতে পারিনা।
এই পৃথিবীতে কখনাে কাউকে
নিজের ভেবে জোর খাটানাে
উচিত নয়.!
কারণ যাকে তুমি সবচেয়ে নিজের
ভাববে, সময় আসলে সেই বুঝিয়ে
দেবে, তুমি তার কাছে কতটা পর.!
কোন মানুষই কাউকে মন থেকে ভুলে যেতে চায় না,
কিন্তু সময় তাকে বাধ্য করে ভুলে যাওয়ার জন্য।
তেমনি মানুষ কাউকে ইচ্ছা করে হারাতেও চায়না,
ভাগ্য তাকে হারিয়ে যেতে বাধ্য করে। এটাই নিয়তির খেলা।
আমি জানি তুমি ফিরবেনা আর ধরবেনা এ হাত!!
তবু অপেক্ষায় থাকি, থাকতে ভাল লাগে।।
তুমি হয়তো জানো না,
কিছু পাবো না জেনেও অপেক্ষা করার মাঝে
অনেক আনন্দ আছে, আছে একটা স্বস্তি !!
কারন, অন্তত আর হারানোর ভয় থাকে না
সেই অপেক্ষার চিন্তার মাঝে !!
এই জীবনে সব পেয়েছি পাইনি কারো মন,
জানিনা যে এই জীবনে কি হবে আমার আপনজন?
মনের মত চাই তারে চাই তার মন,
হবে কি তুমি আমার ভালোবাসার এমনই একজন।
পৃথিবীর সব কষ্টে
যেমন কাঁদা যায় না।।
তেমনি সব সুখে
হাঁসাও যায় না।।।
কিন্তু ভালোবাসার কষ্টে
এমন একটি কষ্ট
যে কষ্ট আগুন জ্বলে না,
কিন্তু হৃদয় পুড়ে ছাই
হয়ে যাই!!!.
হারানো প্রিয় মানুষদের
কথা মনে পড়লে কিছু
হোক বা না হোক,
চোখের কোনে এক ফোঁটা
জল এসে পড়বেই।
চাঁদ তুমি যেমন রাতকে ভালোবাসো
আমিও ঠিক তেমনি করে একজনকে
ভালোবাসি । তোমার ভালোবাসা যেমন
করে কেউ বুঝে না ঠিক তেমনই করে
সে আমার ভালোবাসা বুঝে না ।
কিছু কথা ভাবতে ভাবতে চোখে এল জল
জলকে বলিলাম তুই হটাৎ কেন বাইরে এলি বল ?
জল বলল চোখটি তোমার সুখের নীড়
কি করে সইবো বল এত দুঃখের ভীড় ।
চোখের জল অনায়াসে সকলের নজরে পড়ে,
কিন্তু অন্তরের ভেতরের কষ্টটা কেউ বোঝে না।
কোন কিছু পাওয়ার আনন্দ সাময়িক সময় থাকলেও
কোন কিছু হারানোর কষ্টটা থেকে যায় সারা জীবন।
ভালোবাসা কখনো বদলায় না
বদলে যায় শুধু ভালোবাসার অভিনয় করা মানুষগুলো।
ভালোবাসার স্মৃতিগুলো হারায় না,
হারায় শুধু তার সাথে কাটানো সময় গুলো।
ছেড়ে গিয়েও স্মৃতির মাঝে ডুবিয়ে রাখে যে।
অভিশাপ দিলাম, স্মৃতি ছাড়াই ভালো থাকুক সে।
মন ভাঙ্গলে চোখের কোনে
আছড়ে পড়ে ঢেউ,
বুকে কতটা কান্না চাপা থাকে,
জানতে পারেনা কেউ।
সেই সময়টা খুব কঠিন,
যে সময়ে চোখের পানি ফেলতে হয়।
কিন্তু ওই সময়টা তার চেয়েও অনেক বেশি কঠিন,
যে সময় চোখের পানি লুকিয়ে হাসতে হয়।
যদি কখনও কাউকে
হারিয়ে ফেল এবং
তার জন্য কস্ট পাও
তখন মনে করবে
তুমি পৃথিবীতে একাই এসেছিলে।
আজ নিজে নিজে নীরবে কাঁদছি,
যে কান্না হয়তো মরণ হলে শেষ হবে ।
তবে সত্য বলতে কি জানো আমি
তোমাকে আজও ঠিক আগের মতই ভালোবাসি।
লেখকের মন্তব্য
আশ করি আজকের আর্টিকেল পড়ে আপনারা
মেয়ে পটানো দুষ্টু মিষ্টি প্রেমের ছন্দ গুলো সবার ভালো লেগেছে।
আর্টিকেলটি আপনার কাছে কেমন লেগেছে সেই সম্পর্কে আপনার মতামত জানাতে কমেন্ট করুন।
অনেক সুন্দর সুন্দর কথা আর্টিকেলটি আছে। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত থেকে
আর্টিকেলটি পড়ার জন্য।
Umme Haney'র নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url