বাংলাদেশের সেরা অনলাইন ইনকাম সাইট সম্পর্কে বিস্তারিত জেনে নিন

প্রিয় পাঠক আপনি কি বাংলাদেশের সেরা অনলাইন ইনকাম সাইট সম্পর্কে জানতে চাচ্ছেন বা খোঁজাখুঁজি করছেন? তাহলে আজকের এই আর্টিকেলটি আপনার জন্য। আপনি আজকের এই আর্টিকেলের মাধ্যমে জানতে পারবেন বাংলাদেশের সেরা অনলাইন ইনকাম সাইট সম্পর্কে যাবতীয় সকল তথ্য।
বাংলাদেশের সেরা অনলাইন ইনকাম সাইট
তাই আজকের এই আর্টিকেলে বাংলাদেশের সেরা অনলাইন ইনকাম সাইট নিয়ে বিশদভাবে আলোচনা করব। তাই এই  আর্টিকেলটি সম্পূর্ণ মনোযোগ সহকারে পড়ার অনুরোধ রইল।

বাংলাদেশের সেরা অনলাইন ইনকাম সাইট

বাংলাদেশের সেরা অনলাইন ইনকাম সাইট লেখাটি আপনাকে একটি নির্ভরযোগ্য উত্তর দিতে পারবে বলে আসা করি। এখন ধীরে ধীরে সারা বিশ্ব তথ্য প্রযুক্তি নির্ভর হচ্ছে। তাই আপনি যদি এখনি এই সেক্টরে কাজ করা শুরু করেন তাহলে ২-৩ বছর একটা ভালো অবস্থানে থাকবেন। তো চলুন এক এক করে যেনে নিই  বাংলাদেশের সেরা অনলাইন ইনকাম সাইট সম্পর্কে--

Google Adsense-- 
এটি গুগলেরই একটি অঙ্গপ্রতিষ্ঠান। এটির মাধ্যমে আপনি টাকা ইনকাম করতে পারবেন। সাধারনত গুগল এডসেন্স এর মাধ্যমে এড দেখিয়ে টাকা ইনকাম করা যায়। ধরুন আপনার একটি ইউটিউব চ্যানেল আছে মনিটাইজ করা। তাহলে আপনি আপনার ইউটিউব চ্যানেল এ এড দেখিয়ে টাকা পাবেন।তাছাড়া আপনার ওয়েবসাইট এর ক্ষেত্রেও একই রকম ভাবে আপনি গুগল এডসেন্সের শর্ত মেনে


সেখানে এড দেখিয়ে টাকা ইনকাম করতে পারবেন। গুগল এডসেন্স দুই রকমের হয়। হোস্টেড একাউন্ট ও নন হোস্টেড একাউন্ট। নন হোস্টেড একাউন্ট সম্পূর্ণ নিজের তত্তাবধানে। গুগল এডসেন্স এ ১০$ হয়ে গেলে গুগল থেকে পিন ভেরিফিকেশন এর মেসেজ আসে। এরপর আপনি আপনার ব্যাংক একাউন্ট এড করে টাকা ট্রান্সফার করতে পারবেন।

YouTube.com--
বাংলাদেশের সেরা অনলাইন ইনকাম সাইট আরও একটি সাইট হচ্ছে YouTube। YouTube হলো একটি অনলাইন ভিডিও পোর্টাল ওয়েবসাইট যেটাকে গুগল দ্বারা পরিচালনা করা হয়। জেকেও, নিজের একটি ইউটিউব চ্যানেল তৈরি করে নিজের বানানো ভিডিও কনটেন্ট গুলো আপলোড করতে পারবেন। এবং, এই ওয়েবসাইটে ভিডিও আপলোড করার বিপরীতে

আপনারা লক্ষ লক্ষ টাকা ইনকাম করার সুযোগ পেতে পারবেন। YouTube চ্যানেলে নিয়মিত ভিডিও আপলোড করার পর যদি আপনার চ্যানেলে ভালো পরিমানে subscribers এবং views থাকে, তাহলে বিভিন্ন মাধ্যম যেমন, advertisements, affiliate marketing, paid promotion ইত্যাদির মাধ্যমে টাকা ইনকাম করা সম্ভব।

Fiverr.com--
Fiverr.com হলো আরো একটি অনেক জনপ্রিয় ফ্রিল্যান্সিং সাইট যেখানে আপনারা প্রচুর ফ্রিল্যান্সিং এর কাজ পাবেন। এখানে, একটি একাউন্ট তৈরি করে আপনারা নিজের skills এবং knowledge এর সাথে জড়িত কাজ গুলো খুজুন।

এবং, সঠিক ভাবে কাজ গুলো করে দেওয়ার বিপরীতে আপনি অবশই টাকা আয় করে নিতে পারবেন। Logo design, Web designing, Video editing, SEO, Content writing, Digital marketing, Programming ইত্যাদি বিভিন্ন বিষয়ের সাথে জড়িত কাজ এখানে পাবেন।

Upwork-- 
Upwork এ ফ্রিল্যান্সিং মাইক্রো চাকরি খুঁজুন। ফ্রিল্যান্সিং সম্পর্কিত কাজ থেকে অর্থ উপার্জনের জন্য আপওয়ার্ক হল সেরা ওয়েবসাইট। এই সাইটটিতে 5 মিলিয়নেরও বেশি ব্যবসা আছে যারা তাদের জন্য কাজ করার জন্য লোক নিয়োগ করে। আপনি যদি একজন দক্ষ ব্যক্তি হন যারা ফ্রিল্যান্সিং প্রকল্প খুঁজছেন, 

এই সাইটটি আপনার জন্য একটি নিখুঁত জায়গা হবে। আপনি আপনার ক্লায়েন্টদের অফার করার জন্য অন ডিমান্ড দক্ষতা খুঁজে পেতে এই পৃষ্ঠায় যেতে পারেন। আপনার যদি এই সিরিজের কোন দক্ষতা থাকে, তাহলে আপনি এই সাইটটি সারা বিশ্বের ফ্রিল্যান্সিং ক্লায়েন্টদের সাথে কাজ করার জন্য খুঁজে পেতে পারেন।

10 Minute School--
টেন মিনিট স্কুল সম্পর্কে সবাই জানলেও অনেকে জানে না যে এখান থেকে একটি ভালো মানের আনিং জেনারেট করাও সম্ভব। টেন মিনিট স্কুল থেকে আয় করতে হলেও আপনাকে অ্যাফিলিয়েট প্রোগ্রামে যুক্ত হবে হবে। তাদের অ্যাফিলিয়েট প্রোগ্রামে যুক্ত হওয়া একদম পানির মতো সহজ । যাষ্ট আপনার একটি অ্যাকটিভ ফোন নাম্বার, আপনার যেকোনো একটি সোশ্যাল মিডিয়ার লিংক


এবং আপানার পরিচয় দিয়ে সাথে সাথে আপনি কাজ শুরু করতে পারবেন। অ্যাফিলিয়েট প্রোগ্রামে যুক্ত হওয়ার পর তাদের অনলাইন কোর্স সেল করে আয় করতে পারবেন। টেন মিনিট স্কুল সর্বোচ্চ ২২% পর্যন্ত কমিশন দিয়ে থাকে। এখানে পেমেন্ট নিয়ে কোনো প্রকার ঝামেলাই নায়। প্রতি মাসে একটি নির্দিষ্ট সময় আপানার ড্যাস বোর্ডে যত কম বা বেশি টাকাই থাকুক না কেন তা আপনি মোবাইল ব্যাংকিং (বিকাশ,নগদ,রকেট) এ চলে আসবে ।

জে আইটি--
জে আইটি হলো একটি বাংলাদেশি আইটি রিলেটেড ব্লগ ওয়েবসাইট। বিশেষ করে অনলাইন আর্নিং বিষয়ে তারা বিভিন্ন ধরণের টিপস এন্ড ট্রিক্স নিয়মিত পাবলিশ করতে থাকে। আপনি যদি অনলাইন আয় কিভাবে করতে হয়? কিভাবে কাজ করতে হয়? কিভাবে পেমেন্ট তুলতে হয়? ইত্যাদি জানতে চান তাহলে তাদের ব্লগ সাইটটি ভিজিট করতে পারেন। তাদের ওয়েবসাইটে অনলাইন বিষয়ক টিপস এন্ড টিক্স পাবেন শুধু তাই নয়, আপনি চাইলে এই ওয়েবাসাইট থেকে আয় করতে পারেন।

Daraz Online Shopping--
বাংলাদেশে আছেন কিন্তু দারাজ এর নাম শুনেন নাই এমন কেউ থাকেলে কমন্টে করে জানিয়ে দিয়েন।কেননা বর্তমানে দারাজ হলো বাংলাদেশের সবথেকে জনপ্রিয় ই-কমার্স মার্কেটপ্লেসে। এখন প্রশ্ন হচ্ছে সেটা তো বুঝলাম কিন্তু দারাজ থেকে ইনকাম করবো কেমন করে? চলুন এবার সেটি যানা যাক- দরাজ থেকে ইনকাম করার উপায় হলো অ্যাফিলিয়েট মার্কেটিং।

দারাজে থাকা সব ধরনের প্রোডাক্ট নিয়ে অ্যাফিলিয়েট মার্কেটিং করে সুযোগ থাকার কারণে নিজের পছন্দমত প্রোডাক্ট নিয়ে মার্কেটিং করতে পারবেন। আপনি চাইলে একটি ফেসবুক পেজ, গ্রুপ, ওয়েবসাইট বা ইউটিউব চ্যানেল খুলে দারাজের বিভিন্ন প্রোডাক্ট প্রোমোট করে একটি নিদিষ্ট পরিমান কমিশন আয় করতে পারবেন।

দারাজ সর্বোচ্চ ৮ থেকে ১৮% পর্যন্ত কমিশন দিয়ে থাকে । অর্থাৎ আপনি যদি দারজের একটি ১০,০০০ টাকার পন্য সেল করতে পারেন তাহলে আপনি ১০,০০০ x ৮% =৮০০ টাকা পাবেন। নিজের ফেসবুক পেজ, গ্রুপ, ওয়েবসাইট বা ইউটিউব চ্যানেলের পাশাপাশি আপনার পরিচিত কেউ প্রোডাক্ট ক্রয় করতে চাইলে সেখানে অ্যাফিলিয়েট লিংক শেয়ার করেও বেশ আয় করতে পাবেন। আর আপনার আয় করা টাকা বিভিন্ন মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে ক্যাশ করতে পারবেন ।

Grathor ( গ্রাথোর )--
GRATHOR (গ্রাথোর) হচ্ছে একটি উন্মুক্ত বাংলাদেশী ব্লগ। এখানে খবর, বিজ্ঞান ও প্রযুক্তি, জানা-অজানা, ইন্টারনেট, আউটসোসিং, ফ্রিল্যান্সিং, টেক ইত্যাদি বিষয়ে নিয়মিত আর্টিকেল প্রকাশ করা হয়। আপনার প্রয়োজন এমন কোন বিষয় এখানে যেখন শিখতে পারবেন তেমন আপনি জানেন এমন কোনো বিষয় অন্যকে শেখাতে পারবেন। সবচে মজার ব্যাপার হলো এই শেখানোর মধ্য দিয়ে আপনি এখান থেকে ভালো পরিমানে আর্নিংও করতে পারেন।

Freelancer.com--
ফ্রিলান্সার.কম হলো বিশ্বব্যাপী সমাদৃত মুক্তপেশাজীবীদের জন্য একটি জনপ্রিয় অনলাইন মার্কেটপ্লেস। ২০০৯ সালে অস্ট্রেলিয়ার সিডনিতে এটি প্রতিষ্ঠিত হয়। অনলাইনে কাজ করে টাকা ইনকাম করার ওয়েবসাইট হিসেবে ফ্রিলান্সার.কম এর খ্যাতি বিশ্বময়। ফ্রিল্যান্সার.কম মার্কেটপ্লেস এর সাহায্যে আপনি পৃথিবীর অনেক বড় বড় কোম্পানির সাথে ঘরেই কাজ করতে পারবেন। 


এই সাইটটি তাদের কর্মী বা ফ্রিল্যান্সারদের কে নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে কাজ দিয়ে থাকে। ফ্রিলান্সার.কম বিশ্বের বিভিন্ন কোম্পানি থেকে শীর্ষ তিন ধরণের কাজ পেয়ে থাকে। তারমধ্যে ৩৪ শতাংশ আইটি ও সফটওয়্যার, ৩১ শতাংশ ডিজাইন, মিডিয়া ও স্থাপত্য এবং ১৩ শতাংশ লেখা ও কন্টেন্ট তৈরির কাজ।

বাংলাদেশ থেকে টাকা ইনকাম করার ওয়েবসাইট হিসেবে সবার জন্যই ফ্রিলান্সার.কম অনেক সুযোগ-সুবিধা দেয়। ফ্রিলান্সার.কম এর মাধ্যমে প্রায় সব ধরণের কাজ পাওয়া যায়। প্রোগ্রামিং এবং ডিজাইন রিলেটেড কাজের অনেক চাহিদা রয়েছে।

ফ্রি অনলাইন ইনকাম সাইট

কোনরকম টাকা ছাড়া একদম ফ্রিতে ইনকাম করতে চাইলে নিজেকে শ্রম দিতে হবে। যেমন ইউটিউবে ও ফেসবুকে ভিডিও বানিয়ে টাকা উপার্জন করতে পারেন। আবার ফাইবার, Upwork, ও ফ্রিল্যান্সার ডটকমের মত বিভিন্ন ওয়েবসাইটে গ্রাফিক ডিজাইন, ওয়েব ডেভলপার সহ লেখালেখি কাজ করে টাকা উপার্জন করতে পারেন।
ফ্রি অনলাইন ইনকাম সাইট
এছাড়াও কয়েকটি সাইটের মাধ্যমে ফ্রিতে উপার্জন করতে পারবেন। এবং প্রতিদিনের বিকাশ পেমেন্ট নিতে পারবেন। যেমনঃ
  • বিভিন্ন ওয়েবসাইটে ফ্রী লটারি দিয়ে।
  • Swagbucks এ বিজ্ঞাপন ,খবর দেখে
  • Slicethepie app গান শুনে।
  • অডিও প্রতিলিপি করে
  • Tiktok এ ভিডিও তৈরী করে।

দিনে ৫০০ টাকা ইনকাম apps 2024

বাংলাদেশে বসে থেকে যারা দিনে ৫০০ টাকা খুব সহজে উপার্জন করতে চাচ্ছেন। তাদের জন্য বাংলাদেশী কয়েকটি অ্যাপ নিচে উল্লেখ করা হলো। একটু মেধা খাটিয়ে এবং পরিশ্রম করলে আপনি খুব সহজেই বাংলাদেশের এই অ্যাপ গুলো থেকে টাকা উপার্জন করতে পারবেন। তাই আপনাদের সুবিধার্থে নিচে কয়েকটি ইনকাম করার অ্যাপস উল্লেখ করা হলো।
  • গেমথন মোবাইল অ্যাপ
  • ফুডপান্ডা মোবাইল অ্যাপ
  • Cointiply মোবাইল অ্যাপ
  • কায়দা মোবাইল অ্যাপ
  • ফিউশনক্যাশ মোবাইল অ্যাপ
  • Swagbucks মোবাইল অ্যাপ
  • উবার ড্রাইভার মোবাইল অ্যাপ
  • ফ্যান ফাইট মোবাইল অ্যাপ
  • AdMob মোবাইল অ্যাপ
  • Kormo Job মোবাইল অ্যাপ
  • কৃষক (বিনিয়োগ অ্যাপ)
  • খেলপ্লে রামি মোবাইল অ্যাপ
  • পকেট লিগ মোবাইল অ্যাপ
  • লুডো সার্কেল মোবাইল অ্যাপ
  • নগদ আয় মোবাইল অ্যাপ
  • মোবাইল অ্যাপ পাঠাও
  • কর্ক মোবাইল অ্যাপ

এড দেখে টাকা ইনকাম বিকাশে পেমেন্ট ২০২৪

এখনকার সময়ে টাকা আয় করার জন্য খুব বেশি পরিশ্রম করতে হয় না শুধুমাত্র মেধা ও বুদ্ধি থাকলে অনলাইন থেকে খুব সহজে আয় করা যায়। বাংলাদেশে এমন অনেক অ্যাপ বা ওয়েবসাইট রয়েছে যেখানে মানুষ খুব সহজেই টাকা আয় করা যায়। এখন বাংলাদেশে বিভিন্ন ধরনের অ্যাপ বের হয়েছে সেগুলো থেকে আমরা খুব সহজেই টাকা ইনকাম করতে পারি। এ সকল ওয়েবসাইট ব্যবহার করে আপনি এড দেখে টাকা ইনকাম করে সহজে বিকাশে টাকা পেমেন্ট নিতে পারেন। 

ভিডিও দেখে অনলাইন ইনকাম

দেশের মধ্যে ভিডিও দেখে টাকা ইনকাম অ্যাপ অনেক রয়েছে যে অ্যাপগুলো বিশ্বস্ততার সাথে টাকা পেমেন্ট করে আসছে। আপনি যদি সঠিকভাবে সে অ্যাপ গুলোতে কাজ করেন তাহলে ১০০% ভিডিও দেখে টাকা ইনকাম করতে পারবেন। নিচে সেই অ্যাপগুলো পয়েন্ট আকারে দেওয়া হলো-
  • Cash Earning App Givvy Videos
  • Taka Income Pro(টাকা ইনকাম)
  • GetPoint: Watch, Play&Earn
  • Make Real Money Short Videos
  • 100% Online Money Earning Ways
  • Paidwork: অর্থ উপার্জন করুন
  • Daily Watch Video& Earn
  • Earn Money Ways 2024
  • Cash Moja-Earn Money BD
  • Watch Video & Earn Money Daily
উপরে দেখানো দশটি অ্যাপ গুলো ভিডিও দেখে টাকা ইনকাম app। এই অ্যাপ গুলো সবগুলোই গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন এবং প্রত্যেকটা অ্যাপ বিশ্বাসতো সাইট তাই এগুলো গুগল প্লে স্টোরে রয়েছে। আপনি গুগলে প্লে স্টোরে সার্চ করে অ্যাপ গুলো ডাউনলোড করে একাউন্ট ক্রিয়েটের মাধ্যমে এখান থেকে ভিডিও দেখে টাকা ইনকাম real পেমেন্ট বিকাশে নিতে পারবেন।

অনলাইন ইনকাম সাইট বিকাশ পেমেন্ট

অনলাইন ইনকামের অনেক মাধ্যম রয়েছে যা বিকাশের মাধ্যমে পেমেন্ট সাপোর্ট করে। তবে, যেকোনো সাইট বা প্ল্যাটফর্ম ব্যবহারের আগে তার বিশ্বাসযোগ্যতা যাচাই করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিছু বিশ্বস্ত এবং জনপ্রিয় অনলাইন ইনকাম সাইট যা বিকাশের মাধ্যমে পেমেন্ট প্রদান করতে পারে, সেগুলোর মধ্যে নিম্নলিখিত পদ্ধতিগুলো উল্লেখযোগ্য--
অনলাইন ইনকাম সাইট বিকাশ পেমেন্ট
ফ্রিল্যান্সিং সাইট:
Fiverr, Upwork, Freelancer: এই প্ল্যাটফর্মগুলোতে ফ্রিল্যান্সার হিসেবে কাজ করে আয় করা যায়। পেমেন্ট সাধারণত Payoneer বা Skrill এর মাধ্যমে তোলা হয়, যা বিকাশ অ্যাকাউন্টে স্থানান্তর করা যায়।

মাইক্রোটাস্ক সাইট:
Picoworkers: ছোট ছোট কাজ সম্পাদনের মাধ্যমে আয় করা যায়। পেমেন্ট PayPal বা Skrill-এর মাধ্যমে বিকাশে নিতে পারবেন।

অ্যাফিলিয়েট মার্কেটিং:
Amazon, ClickBank, ShareASale: অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের মাধ্যমে আয় করা যায়। সাধারণত পেমেন্ট ব্যাংক ট্রান্সফার, Payoneer, Skrill ইত্যাদির মাধ্যমে পাওয়া যায়, যা বিকাশে তোলা সম্ভব।

কনটেন্ট ক্রিয়েশন প্ল্যাটফর্ম:
YouTube, Facebook: ভিডিও কনটেন্ট তৈরি করে আয় করা যায়। এই প্ল্যাটফর্মগুলো থেকে AdSense-এর মাধ্যমে আয় করা হয়, যা Payoneer বা ব্যাংকের মাধ্যমে স্থানান্তর করে বিকাশে পাওয়া যেতে পারে।

অনলাইন সার্ভে সাইট:
TimeBucks, Ysense: বিভিন্ন সার্ভে পূরণ করে টাকা আয় করা যায়। পেমেন্ট PayPal বা Payoneer এর মাধ্যমে তোলা যায় এবং বিকাশে স্থানান্তর করা সম্ভব।

যেকোনো ইনকাম সাইট ব্যবহারের আগে তার যাচাই-বাছাই করা খুবই গুরুত্বপূর্ণ। বিশেষত অনিরাপদ বা সন্দেহজনক সাইট থেকে দূরে থাকুন।

টিকটক ভিডিও দেখে টাকা ইনকাম

টিকটকে টাকা ইনকাম করার উপায় সম্পর্কে অনেকেই জিজ্ঞাসা করেন। আপনার একটি টিকটক একাউন্ট থাকলেই সেখান থেকে আপনি টাকা ইনকাম করতে পারবেন। অনেক টিকটক ইউজার রয়েছে শুধুমাত্র তারা নিজের বিনোদনের জন্য টিকটক ব্যবহার করেন। কিন্তু বিনোদনের পাশাপাশি আপনি ইনকাম করতে পারবেন সহজ কিছু উপায় অবলম্বন করলে। টিকটকে কিভাবে টাকা ইনকাম করা যায় নিচে তার ১০টি উপায় দেওয়া হলোঃ
  • টিকটক Gifts এর মাধ্যমে
  • টিকটক মনিটাইজেশন এর মাধ্যমে
  • টিকটকে অ্যাফিলিয়েট মার্কেটিং এর মাধ্যমে
  • টিকটকে প্রোডাক্ট সেল এর মাধ্যমে
  • টিকটকে নিজের বিজ্ঞাপন দেখিয়ে
  • টিকটক থেকে অন্যান্য প্ল্যাটফর্মে ট্রাফিক ট্রান্সফার করে
  • টিকটক সেলিব্রেটি হিসাবে
  • টিকটকে ফান্ড সংগ্রহ করে
  • প্রোডাক্ট রিভিউ এর মাধ্যমে
  • ব্র্যান্ড পার্টনারশিপ এর মাধ্যমে

শেষ কথাঃ বাংলাদেশের সেরা অনলাইন ইনকাম সাইট 

প্রিয় পাঠক আশা করি বাংলাদেশের সেরা অনলাইন ইনকাম সাইট সম্পর্কে আজকের আর্টিকেলে আপনারা ভালোভাবে জানতে পেরেছেন। আজকের আর্টিকেলটি আপনার কাছে কেমন লাগলো আপনার মূল্যবান মতামতটি জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে। আজকের আর্টিকেলটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে শেয়ার করে ছড়িয়ে দিন সবার কাছে। আজকে আর্টিকেলটি পড়ার জন্য আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

Umme Haney'র নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url