আপনার মোবাইল ফোন দিয়ে সহজেই অনলাইন ইনকাম শুরু করুন

আপনি কি অনলাইন ইনকাম মোবাইল দিয়ে করতে আগ্রহী। বিশেষ করে আপনি যদি অনলাইনে ইনকাম মোবাইল দিয়ে করতে চান? তাহলে আজকের এই আর্টিকেলটি শুধুমাত্র আপনার জন্য। আমরা আপনাকে এমন কিছু অনলাইন ভিত্তিক কাজের বিষয়ে জানাবো। সেগুলোতে নিয়মিতভাবে কাজ করতে পারলে, বেশ ভালো পরিমাণে ইনকাম করার সুযোগ থাকবে।
অনলাইন ইনকাম মোবাইল দিয়ে
মোবাইল দিয়ে টাকা আয় করার সম্ভাব্য সকল উপায়ে আমরা এই পোস্টে উল্লেখ করেছি। তাই চলুন মোবাইল দিয়ে টাকা ইনকাম করার সেই সেরা মাধ্যম গুলো সম্পর্কে জেনে নেই।

অনলাইন ইনকাম মোবাইল দিয়ে

বর্তমানে আপনার হাতের এন্ড্রোয়েড ফোনটি হতে পারে আয়ের একটি মাধ্যম। আপনার অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করে অর্থ উপার্জনের বিভিন্ন উপায় রয়েছে। অনলাইন ইনকাম মোবাইল দিয়ে করার কিছু উপায় এখানে বলা হলো যেমন-

ব্লগিংঃ
মোবাইল দিয়ে ইনকাম করার সব থেকে জনপ্রিয় এবং লাভজনক উপায় হলো ব্লগিং (Blogging). বর্তমানে ব্লগিং করে লক্ষ লক্ষ মানুষরা লক্ষ লক্ষ টাকা আয় করছে প্রতিমাসে। আমি নিজে একজন ব্লগিং করছি। আপনি যদি ইন্টানেটে ব্লগিং সম্পর্কে সার্চ করেন তাহালে বুঝতে পারবেন ব্লগিং কতটা জনপ্রিয়। এখন আপনি যদি মোবাইলে ব্লগিং করতে চান তাহালে প্রথমে একটি ব্লগ সাইট তৈরি করতে হবে। এক্ষেএে আপনি নিজে মোবাইল থেকে সম্পূর্ণ ফ্রিতে


একটি ব্লগিং ব্লগ তৈরি করতে পারবেন। ব্লগ তৈরি করার পরে আপনি সেখানে নিজের দক্ষতা হিসাবে বিভিন্ন বিষয়ে আর্টিকেল লিখে পাবলিশ করতে হবে। এভাবে নিয়মিত ভাবে ব্লগে আর্টিকেল পাবলিশ করতে থাকলে ধীরে ধীরে ব্লগে প্রচুর ভিজিটর্স বা ট্রাফিক আসতে থাকবে। আর যখন থেকে আপনার ব্লগে ভিজিটর্স বা ট্রাফিক আসবে তখন থেকে আপনি বিভিন্ন মাধ্যমে টাকা আয় করতে পারবেন। যেমন
  • গুগল এডসেন্স
  • অ্যাফিলিয়েট মার্কেটিং
  • পেইড রিভিউ
আপনারা যদি সঠিক ভাবে ব্লগিং করতে পারেন তাহালে প্রতি মাসে ১০,০০০ থেকে ৩০,০০০ টাকার বেশি আয় করতে পারবেন। তবে, হা এর জন্য প্রথমে আপনাকে কয়েক মাস ধৈর্য ধরে কাজ করতে হবে

YouTube চ্যানেল থেকে ইনকামঃ
ব্লগিংয়ের ক্ষেত্রে যেমন শুধু লেখালেখি করে গুগল এডসেন্সের মাধ্যমে উপার্জন হয়। ঠিক তেমনি, আপনি যে বিষয়ে দক্ষ সে বিষয়ের উপর ভিডিও বানিয়ে ইউটিউবে আপলোড করতে হবে। তারপর এই গুগল এডসেন্সের মাধ্যমে টাকা উপার্জন করতে পারবেন। বর্তমানে এমন অনেক ইউটিউবার রয়েছে যারা বছরে মিলিয়ন মিলিয়ন ডলার উপার্জন করেন। 

ফটোগ্রাফি থেকে মোবাইল আয়ঃ
ফটোগ্রাফির কথা শুনে অনেকেই মনে করতে পারেন যে ফটোগ্রাফির জন্য ডিএসএলআর ক্যামেরা লাগে। এটা দেখতে কিন্তু আপনি মোবাইল ফটোগ্রাফি থেকে আয় করতে পারেন। আপনি ফটোগ্রাফিতে দক্ষ হলে বিভিন্ন জিনিসের ছবি তুলুন এবং আন্তর্জাতিক ফোরামে বিক্রি করুন। বেশ কিছু সাইট ফটোগ্রাফি বিক্রি ও ক্রয় করে। প্রতিবার আপনার ছবি বিক্রি হলে, আপনি যে মূল্য দিয়েছেন তা আপনাকে পরিশোধ করা হবে।

এফিলিয়েট মার্কেটিং ও Amazon Bounty Programmeঃ
এফিলিয়েট মার্কেটিং অনলাইন থেকে ইনকামের এক বিস্তর উপায়। বিশ্বে বহু এফিলিয়েট/ ই-কমার্স সাইট রয়েছে। তবে বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় ই-কমার্স সাইট হচ্ছে Amazon. এই Amazon এর কথা আমরা সকলেই কম বেশি শুনেছি। প্রায় সকল ধরনের প্রোডাক্ট ও সেবার ব্যবস্থা রয়েছে এই Amazon এ।

Amazon এ প্রতি মাসে প্রায় ২৫০ মিলিয়ন ভিজিটর আসে। Amazon এর প্রতি ঘন্টায় সেল হয় প্রায় ১৭ মিলিয়ন ডলার, যা সেকেন্ডের সেল ৪৭২২ ডলার। প্রতিবছর এর আয়ের পরিমান ৪৭ বিলিয়ন ডলার বৃদ্ধি পায় পূর্বের বছর থেকে।

বর্তমানে প্রায় ৩,৭০,০০০ মানুষ এর এফিলিয়েট পার্টনার হয়ে ঘরে বসে ইনকাম করছে লক্ষ টাকা। মোবাইল দিয়ে টাকা ইনকাম করার উপায়ে সেরা হতে পারে এই এফিলিয়েট মার্কেটিং। বিভিন্ন সাইটে অথবা ফেসবুক মার্কেটিং করে প্রডাক্ট সেল করে ইনকাম করা যায় এখানে।

তবে একজন প্রফেশনাল এফিলিয়েট মার্কেটার হতে হলে প্রয়োজন একটি ব্লগ সাইট অথবা একটি ফেইসবুক পেজ, ইন্সটাগ্রাম ফলোয়ার, ইউটিউব চ্যানেল। এখান থেকে যাই হোক না কেনো আপনার মূল লক্ষ হিউজ পরিমান ট্রাফিক/জনবল। যত বেশি ট্রাফিক তত বেশি সেল ও তত বেশি ইনকাম।

বিগত কয়েক বছর ধরে Amazon Bounty Programme চালু করেছে। এখানে মূলত অফার প্রমোট করে নির্দিষ্ট ইনকাম করা যায়। প্রডাক্ট সেল হোক বা না হোক কাস্টমার আপনার ট্রাকিং লিংক থেকে এখানে প্রডাক্ট ক্রয়ের উদ্দেশ্যে একাউন্ট খুলে প্রডাক্ট ভিজিট করলেই আপনি পেয়ে যাবেন আপনার ইনকাম।

মোবাইল দিয়ে টাকা ইনকাম করার উপায় হিসেবে এটি খুবই সহজ। তবে মজার ব্যাপার হলো কাস্টমারের কোন প্রডাক্ট কিনার বাধ্যকতা নেই এবং কোন খরচ ও করতে হবে না।

অনলাইনে পড়ানোঃ
বর্তমানে অনলাইনে কোচিং বা অন্যান্য যে কোন জায়গায় পড়িয়ে প্রচুর টাকা ইনকাম করা যায়। এক্ষেত্রে বিভিন্ন সংস্থার সঙ্গে আপনি যোগাযোগ করে পড়ানোর ব্যবস্থা করতে পারেন এবং আপনার পড়ানো যদি তাদের ভালো লাগে তাহলে আপনাকে মাসে মাসে প্রচুর টাকা বেতন দিয়ে চাকরি দিয়ে দিবে।

এখানে কাজ করতে হলে শুধুমাত্র একটি মোবাইল ফোন ও ইন্টারনেট সংযোগ থাকতে হবে । যারা বাইরে গায়ে খেতে পরিশ্রম করে টাকা উপার্জন করে তাদের তুলনায় আপনারা এই কাজ করে কয়েকগুণ বেশি টাকা উপার্জন করতে পারবেন। 

অনলাইনে বর্তমানে প্রচুর ইনকামের সুযোগ রয়েছে এবং আপনারা সার্চ করে এই সমস্ত আরো অনেক তথ্য খোঁজখবর নিয়ে দেখতে পারেন। বর্তমানে ফ্রিল্যান্সিং এর মাধ্যমে প্রচুর টাকা ইনকাম করছে অনেকেই এবং অনেকেই এটাকে পেশা হিসেবে বেছে নিয়েছে এবং এখান থেকেই লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে।

OLX এবং QUIKR এ পুরোনো জিনিস sell করুনঃ
যদি আপনি মোবাইল থেকে extra income করার উপায় খুঁজছেন, তাহলে OLX এবং Quikr এর মতো ওয়েবসাইট আপনার সাহায্য করতে পারবে। OLX বা Quikr আসলে এমন ওয়েবসাইট যেখানে পুরাণ যেকোনো জিনিস বা পণ্য বিক্রি করা যায়। সেটা যেকোনো জিনিস হতে পারে যেমন, bike, মোবাইল, টিভি, Car, computer, ল্যাপটপ বা যেকোনো জিনিস।

আপনি এই দুটি ওয়েবসাইটে গিয়ে পুরোনো জিনিস বিক্রি করে টাকা আয় করতে পারবেন। আপনার ঘরে যদি বিক্রি করার মতো পুরোনো জিনিস আছে তবে সেটা আপনি অবশই বিক্রি করতে পারবেন। এছাড়া, যদি কোনো পুরোনো bike বা car বিক্ৰী করার দোকানের মালিকের সাথে আপনার চেনা পরিচিত থেকে থাকে,

তাহলে আপনি কম দামে তার থেকে জিনিস কিনে আবার বেশি দামে এই ওয়েবসাইটের মাধ্যমে বিক্রি করে টাকা ইনকাম করতে পারেন। আর, এই সম্পূর্ণ কাজ আপনি নিজের মোবাইল থেকেই করতে পারবেন। আপনি যা বিক্রি করতে চান, সেটার ফটো উঠিয়ে OLX বা QUIKR ওয়েবসাইট আপলোড করে জিনিস বা যা বিক্রি করতে চান তার বিষয়ে

কিছুটা লিখে দাম সহ পোস্ট করে দিন। বাস, তারপর কিছু সময়ের মধ্যে জিনিস টি কেনার উদ্দেশ্যে বিভিন্ন কাস্টোমাররা আপনার সাথে যোগাযোগ করতে শুরু করবেন। এভাবেই মোবাইল থেকে পুরোনো জিনিস SELL করে আপনি পয়সা আয় করতে পারবেন।

প্রোগ্রামিং এবং সফ্টওয়্যার ডেভেলপমেন্ট কাজ করে টাকা ইনকামঃ
আপনি যদি প্রোগ্রামিং বা সফটওয়্যার ডেভেলপমেন্ট এর কাজ জেনে থাকেন তাহলে আপনার জন্য এখানে প্রচুর কাজ রয়েছে। অনেকেই এখানে নতুন করে কাজ শিখে তারপরে এই সমস্ত কাজ করে থাকে এবং লক্ষ লক্ষ টাকা অর্জন করে।

বিভিন্ন ধরনের প্রোগ্রামিং কাজকর্ম জানা থাকলে বিভিন্ন বিদেশি ক্লায়েন্টরা এখানে যোগাযোগ করে এবং যারা এই কাজের দক্ষ তাদের প্রচুর পরিমাণে টাকা দিয়ে তাদের কোম্পানিতে এবং বিভিন্ন প্রোগ্রামিং ও সফটওয়্যার ডেভেলপমেন্টের কাজের মাধ্যমে প্রচুর বেতন দিয়ে থাকে।

ই-বুক লেখাঃ
যদি আপনার লেখার দক্ষতা থাকে তাহলে আপনি ই-বুক লেখা করে অনলাইনে বিক্রি করতে পারেন। ই-বুক আপনাকে নতুন লেখক হিসেবে পরিচিত করতে সাহায্য করতে পারে এবং আপনি স্বাধীনভাবে আপনার লেখা প্রকাশ করতে পারেন। এছাড়া, আপনি বিভিন্ন সেলফ-পাবলিশিং প্লাটফর্ম ব্যবহার করে ই-বুক প্রকাশ করতে পারেন।

ইনস্টাগ্রাম মার্কেটিং এর মাধ্যমে আয়ঃ
বর্তমান সময়ে এসে আপনি যদি ফ্রিল্যান্সিং এর পাশাপাশি মোবাইল দিয়েই Active + প্যাসিভ ইনকাম ও করতে চান তাহলে আপনার জন্য বেস্ট অপশন হচ্ছে ইনস্টাগ্রাম মার্কেটিং। এই ইনস্টাগ্রাম মার্কেটিং কাজটি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত সকল কিছু আপনি আপনার মোবাইল দিয়েই করতে পারবেন।

আপনি যদি ইনস্টাগ্রাম ইতিপূর্বে ব্যবহার করে থাকেন তবে খেয়াল করলে দেখবেন এটি তৈরি করা হয়েছে মোবাইলে ব্যবহার করার জন্যই। যার ফলে এর প্রায় সকল ফিচার শুধুমাত্র মোবাইল দিয়ে সুন্দর ভাবে ব্যবহার করা যয়। তাই আপনি যদি ইনস্টাগ্রাম মার্কেটিং এর কাজ করতে চান তবে আপনাকে মোবাইল দিয়েই করতে হবে।

ফেসবুক বুস্টিং করে মোবাইল দিয়ে টাকা ইনকামঃ
ফেসবুক বুস্টিং বা ফেসবুক প্রচার এমন কিছু যা আজকাল অনেক লোক করছে। আপনি যখন Facebook ব্যবহার করেন, তখন আপনি এমন পোস্ট বা বিজ্ঞাপন দেখতে পারেন যেগুলির জন্য ব্যবসার অর্থ প্রদান করা হয়। এই ব্যবসাগুলি ফেসবুক বুস্টিং বা প্রচার ব্যবহার করে যাতে তাদের পোস্টগুলি আরও বেশি লোকে পৌঁছাতে সহায়তা করে।


তারা তাদের জন্য এটি করার জন্য কাউকে নিয়োগ দিতে পারে, তবে আপনি চাইলে নিজেও এটি করতে পারেন। আমাদের একটি ওয়েবসাইট আছে যেখানে আপনি কীভাবে Facebook বুস্টিং করবেন তা শিখতে পারেন এবং এটি সত্যিই সহজ। এমনকি আপনি আপনার ফোনে এটি করতে পারেন। এটি কিভাবে করতে হয় তা শিখতে প্রায় 30 মিনিট সময় লাগে।

Facebook-এ আপনার পোস্টগুলিকে বুস্ট করতে, আপনার একটি বিশেষ কার্ডের প্রয়োজন যাকে বলা হয় একটি মাস্টারকার্ড৷ আপনি যেকোনো ব্যাঙ্ক থেকে এই কার্ড পেতে পারেন। একবার আপনার কাছে কার্ড হয়ে গেলে,

আপনি আপনার ব্যবসার বৃদ্ধিতে সহায়তা করতে Facebook-এ আপনার পোস্টগুলি বুস্ট করা শুরু করতে পারেন। Facebook-এ অনেক লোকের তাদের পোস্টগুলি বুস্ট করার জন্য সাহায্যের প্রয়োজন কারণ তারা প্রায়শই এটি সঠিকভাবে করে না। এটি তাদের পোস্ট বুস্ট করার জন্য ব্যয় করা অর্থ ফেরত দেওয়া তাদের পক্ষে কঠিন করে তুলতে পারে।

মোবাইল দিয়ে টাকা আয় বিকাশে পেমেন্ট app

মোবাইল দিয়ে টাকা ইনকাম করার অনেক অ্যাপ রয়েছে। কিন্তু সব অ্যাপ থেকেই আপনি টাকা আয় করতে পারবেন না। তাহলে আপনি কোন অ্যাপ দিয়ে মোবাইল দিয়ে টাকা ইনকাম করে বিকাশ করে নিতে পারবেন? যেহেতু বর্তমান সময়ে অনলাইনে অনেক অ্যাপ রয়েছে।
মোবাইল দিয়ে টাকা আয় বিকাশে পেমেন্ট app
এজন্য অনেকেই হয়তো জানেন না সঠিক অ্যাপ কোনটি টাকা আয় করা। তাহলে চলুন জেনে নেওয়া যায় মোবাইল দিয়ে টাকা আয় করার অ্যাপ গুলোর নাম এবং কিভাবে আপনারা টাকা আয় করে বিকাশে উত্তোলন করতে পারবেন। মোবাইল অ্যাপস দিয়ে বিকাশ পেমেন্ট পাওয়া যায় এরকম কয়েকটি নিম্নলিখিত উল্লেখ করা হলো। যথাঃ
  • Dream 11 Apps
  • Web Pay Apps
  • Winzo Games
  • Mobail Premier League (Mpl)
Dream 11 App:
Dream 11 Apps হলো ভারতের জনপ্রিয় একটি মোবাইল অ্যাপস এবং বাংলাদেশেও এই অ্যাপসটি খুবই জনপ্রিয়। কেননা এই অ্যাপসের বিভিন্ন ধরনের টুর্নামেন্ট হয়ে থাকে। এবং সেখান থেকেই ভারত ও বাংলাদেশ অধিকাংশ মানুষেরাই এই অ্যাপসে থেকে ইনকাম করে বিকাশ পেমেন্ট পেয়ে থাকে। এই অ্যাপসে লাইভ ম্যাচ প্রচার করে থাকে। 

যেমনঃ ক্রিকেট, ফুটবল, হকি এবং বাস্কেটবল ইত্যাদি ধরনের লাইভ ম্যাচ প্রচার করে থাকে। এই অ্যাপস থেকে ইনকাম করতে চাইলে সর্বপ্রথম আপনাকে এই অ্যাপসে যে সকল লাইভ ম্যাচ দেখাবে তার ওপর ভিত্তি করে আপনাকে একটি দল পছন্দ করে নিতে হবে। এবং আপনার পছন্দের খেলোয়ার বাছাই করে নিতে হবে।

এবং আপনি দল বা খেলোয়ার কেমন পারফর্মেন্স করছে তার ওপর ভিত্তি করে আপনি পয়েন্ট পাবেন। এটি একটি বেটিং সাইটের মতই। এবং আপনি যে রুপি আয় করবেন সেই রুপিকে বাংলা টাকায় কনভার্ট করে নিতে হবে। এবং সেটি বিকাশে পেমেন্ট নিতে পারবেন।

Web Pay App:
Web Pay একটি অনলাইন অ্যাপ যেখান থেকে মোবাইল দিয়ে খুব সহজে টাকা আয় করে বিকাশে পেমেন্ট নিতে পারবেন। কিভাবে এই অ্যাপ থেকে টাকা আয় করবেন নিচে নিয়ম উল্লেখ করা হলো।প্রবেশ করার পর আপনার সামনে অনেকগুলো অপশন সামনে চলে আসবে আপনাকে তার মধ্যে Start Work এই অপশনটিতে ক্লিক করতে হবে।

 ক্লিক করার পর আপনি সেখানে পাঁচ রকম কাজ করতে পারবেন যেমন, 1.Web Task, 2. Link Task, 3. Video Task, 4. Admob Task, 5. Video Search। এই অপশনগুলোতে আপনি অনেক কাজ করতে পারবেন এবং কাজ করে বিকাশে খুব সহজেই পেমেন্ট নিতে পারবেন। বলে রাখা ভালো এই অ্যাপটিতে প্রতি মাসে আপনি অনেক কাজ করে প্রতি মাসেই টাকা করতে পারবেন।

Winzo Game App:
উইঞ্জো অ্যাপটি মূলত একটি গেমিং অ্যাপ। এই অ্যাপটিতে আপনি বিভিন্ন রকমের গেম খেলে আয় করতে পারেন। এই অ্যাপটিতে থাকা লুডু, কেরাম, ক্রিকেট, ফুটবল সহ আরো নানা ধরনের গেম রয়েছে। যেগুলো খেলে আপনি প্রতিদিন ২০০ থেকে ৩০০ টাকা মোবাইল দিয়ে আয় করতে পারেন। এই অ্যাপটিতে কিভাবে কাজ করবেন

বলতে গেলে প্রথমে গুগল প্লে স্টোর থেকে বা ক্রোম ব্রাউজার থেকে উইঞ্জো গেম অ্যাপ লিখে সার্চ করুন এবং তারপর ইন্সটল করে নিন। এরপর এখানে আপনার ফোন নাম্বার এবং মেইল দিয়ে একটি অ্যাকাউন্ট তৈরি করুন। একাউন্ট করার পর আপনি উইঞ্জো অ্যাপ এ ৫০০ টাকা বোনাস পাবেন এবং সে বোনাসের টাকা দিয়ে বিভিন্ন ধরনের গেম খেলে আপনি দিনে 200 থেকে 300 টাকা আয় করতে পারেন।

তবে Winzo গেম অ্যাপ মূলত একটি গেমিং অ্যাপ তাই গেমগুলো খেলার ব্যাপারে অবশ্যই সতর্ক থাকা উচিত। কারণ আপনি আপনার সাধ্যের মধ্যে এই অ্যাপগুলোতে বিভিন্ন ধরনের গেম খেলে আয় করবেন।

Mobail Premier League (Mpl):
ভারতের সবচেয়ে জনপ্রিয় গেমিং অ্যাপের তালিকায় প্রথমেই রয়েছে MPL, যার ব্যবহারকারীর সংখ্যা কোটিরও বেশি। এই অ্যাপটিতেও আপনি বিভিন্ন রকম গেম খেলে টাকা আয় করতে পারবেন। এখানে আপনি অনলাইনে অন্যদের সাথে বিভিন্ন ধরনের গেম খেলতে পারবেন।

তার মধ্যে রয়েছে Ludo, Kabaddi, Basketball, Bubble Matching ইত্যাদি। এই অ্যাপে যত টাকা জিতবেন তা Paypal, Paytm, Bank Account, UPI এর মাধ্যমে উঠাতে পারবেন। বাংলাদেশে এই অ্যাপ থেকে আপনি টাকা আয় করলে বিকাশের মাধ্যমে খুব সহজেই টাকা উইথড্র করতে পারবেন।

ভিডিও দেখে অনলাইন ইনকাম

দেশের মধ্যে ভিডিও দেখে টাকা ইনকাম অ্যাপ অনেক রয়েছে যে অ্যাপগুলো বিশ্বস্ততার সাথে টাকা পেমেন্ট করে আসছে। আপনি যদি সঠিকভাবে সে অ্যাপ গুলোতে কাজ করেন তাহলে ১০০% ভিডিও দেখে টাকা ইনকাম করতে পারবেন। নিচে সেই অ্যাপগুলো পয়েন্ট আকারে দেওয়া হলো-
ভিডিও দেখে অনলাইন ইনকাম
  • Cash Earning App Givvy Videos
  • Taka Income Pro(টাকা ইনকাম)
  • GetPoint: Watch, Play&Earn
  • Make Real Money Short Videos
  • 100% Online Money Earning Ways
  • Paidwork: অর্থ উপার্জন করুন
  • Daily Watch Video& Earn
  • Earn Money Ways 2024
  • Cash Moja-Earn Money BD
  • Watch Video & Earn Money Daily
উপরে দেখানো দশটি অ্যাপ গুলো ভিডিও দেখে টাকা ইনকাম app। এই অ্যাপ গুলো সবগুলোই গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন এবং প্রত্যেকটা অ্যাপ বিশ্বাসতো সাইট তাই এগুলো গুগল প্লে স্টোরে অবস্থান রয়েছে। আপনি গুগলে প্লে স্টোরে সার্চ করে অ্যাপ গুলো ডাউনলোড করে একাউন্ট ক্রিয়েটের মাধ্যমে এখান থেকে ভিডিও দেখে টাকা ইনকাম real পেমেন্ট বিকাশে নিতে পারবেন।

টিকটক ভিডিও দেখে টাকা ইনকাম

টিকটকে টাকা ইনকাম করার উপায় সম্পর্কে অনেকেই জিজ্ঞাসা করেন। টিকটক থেকে বিভিন্ন উপায় টাকা ইনকাম করা যায়। আপনি ফ্রিতে একটি টিকটক একাউন্ট খুলে খুব সহজেই টিকটক থেকে ইনকাম করতে পারবেন। টিকটক থেকে ইনকাম করার জন্য কোন ইনভেস্ট করতে হয় না। টিকটক এমন একটা প্লাটফর্ম যেখানে ফ্রিতে একাউন্ট খুলে টাকা ইনকাম করা যায়।

টিকটক থেকে ইনকাম করার বিভিন্ন উপায় রয়েছে। টিকটক থেকে টাকা ইনকাম সবচাইতে সেরা কিছু উপায় এর তালিকা দেওয়া হলঃ
  • টিকটক Gifts এর মাধ্যমে
  • টিকটক মনিটাইজেশন করে
  • টিকটকে অ্যাফিলিয়েট মার্কেটিং করে
  • টিকটকে প্রোডাক্ট সেল করে
  • টিকটকে নিজের বিজ্ঞাপন দেখিয়ে
  • টিকটক থেকে অন্যান্য প্ল্যাটফর্মে ট্রাফিক ট্রান্সফার করে
  • টিকটক সেলিব্রেটি হিসেবে
  • টিকটকে ফান্ড সংগ্রহ করে
  • প্রোডাক্ট রিভিউ করে
  • ব্র্যান্ড পার্টনারশিপ এর মাধ্যমে

লেখকের মন্তব্য:অনলাইন ইনকাম মোবাইল দিয়ে

প্রিয় বন্ধুরা, উপরে উল্লেখিত আলোচনায় আপনি ইতিমধ্যে অনলাইন ইনকাম মোবাইল দিয়ে কিভাবে করতে হয় সেই সম্পর্কে বিস্তারিতভাবে জানতে পেরেছেন। আমার এই পোস্টি যদি আপনার উপকারে আসে এবং ভালো লেগে থাকে তাহলে আপনি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। এমন প্রয়োজনীয় টিপস পেতে আমাদের পেজটি ফলো করুন।💗💗

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

Umme Haney'র নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url