ম্যাক্সপ্রো ২০ মি.গ্রা. কিসের ঔষধ - ম্যাক্সপ্রো ২০ মি.গ্রা. ট্যাবলেট এর কাজ
প্রিয় পাঠক আজকের এই আর্টিকেলে মাধ্যমে জানিয়ে দিব ম্যাক্সপ্রো ২০ মি.গ্রা.
কিসের ঔষধ, ম্যাক্সপ্রো ২০ মি.গ্রা. ট্যাবলেট এর কাজ, ম্যাক্সপ্রো ২০ ট্যাবলেট এর
দাম কত, ম্যাক্সপ্রো ২০ ট্যাবলেট খাওয়ার নিয়ম। তাহলে চলুন ম্যাক্সপ্রো ওষুধ
সম্পর্কে বিস্তারিত জেনে আসি।
আপনারা যদি এই পোস্টটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়তে পারেন তাহলে
আরো গুরুত্বপূর্ণ পয়েন্ট সম্পর্কে জানতে পারবেন। তাহলে চলুন শুরু করি।
ম্যাক্সপ্রো ২০ মি.গ্রা. কিসের ঔষধ
গ্যাস্ট্রিকের যন্ত্রনা ভোগ করেননি এমন মানুষ খুব কমই আছে। গ্যাস্ট্রিকের সমস্যা
থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা সাধারনত বিভিন্ন ঔষধ খেয়ে থাকি। আমরা কম বেশি
প্রায় সবাই জানি যে ম্যাক্সপ্রো ২০ মি.গ্রা.ক্যাপসুল কিসের ঔষধ এটি একটি
গ্যাস্ট্রিক এর ওষুধ যা আপনার পাকস্থলীতে উৎপন্ন অ্যাসিডের পরিমাণ কমিয়ে দেয়।
ম্যাক্সপ্রো ২০ মি.গ্রা. ট্যাবলেট গ্যাস্ট্রিক আলসার ও ডিওডেনাল আলসারের
চিকিৎসায় দেওয়া হয়।
ম্যাক্সপ্রো ২০ মি.গ্রা. ট্যাবলেট এর কাজ
ম্যাক্সপ্রো ২০ মিঃ গ্রাঃ ট্যাবলেট হলো প্রোটন পাম্প ইনহিবিটর যা অপেক্ষাকৃত
অধিকতর এসিড নিয়ন্ত্রণ করে থাকে। এটি গ্যাষ্ট্রিক প্যারাইটাল কোষে অবস্থিত H+/K+
ATPase এনজাইম সিস্টেমের সাথে কোভালেন্ট বন্ধনের মাধ্যমে যুক্ত এসিড নিঃসরণের
প্রধান ধাপকে বাধাগ্রস্থ করে। এটি মূলত ট্যাবলেট, ক্যাপসুল, ইনজেকশন এবং পাউডার
আকারে পাওয়া যায়। ম্যাক্সপ্রো ২০ ট্যাবলেট একটি প্রোটন পাম্প ইনহিবিটর (PPI) যা
নিম্নলিখিত কাজ করে:
- গ্যাস্ট্রোইসোফাগিয়াল রিফ্লাক্স রোগ (GERD) চিকিৎসা করে।
- ইরোসিভ ইসোফাগাইটিস শুষ্ক করে এবং তার পুনরুদ্ধার সমর্থতা বজায় রাখে।
- পেপ্টিক অ্যালসারের চিকিৎসা করে।
- জোলিঙ্জার-এলিসন সিন্ড্রোমের লক্ষণগুলি প্রশমিত করে।
- হেলিকোব্যাক্টার পাইলোরি ইনফেকশন এর চিকিৎসা করে।
ম্যাক্সপ্রো ২০ ট্যাবলেট এর দাম কত
ম্যাক্সপ্রো ক্যাপসুল ইসোমিপ্রাজল
২০ মি.গ্রা.
রেনেটা লিমিটেড
Unit Price: ৳ 7.00 (10 x 14: ৳ 980.00)
ম্যাক্সপ্রো ২০ ট্যাবলেট খাওয়ার নিয়ম
ম্যাক্সপ্রো ২০ মি.গ্রা. ট্যাবলেট বা ৪০ মি.গ্রা. প্রতিদিন একবার করে ৪-৮ সপ্তাহ।
বিভিন্ন কারনে ওষুধের মাত্রার তারতম্য হতে পারে।
ডাক্তার যেভাবে পরামর্শ দিয়েছেন ঠিক সেভাবে ওষুধ গ্রহন করুন। আপনার প্রেসক্রিপশনের
নির্দেশাবলী অনুসরণ করুন।
ম্যাক্সপ্রো ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া
মৃদু ও অস্থায়ী পার্শ্বপ্রতিক্রিয়ার মধ্যে রয়েছে
মাথাব্যথা, ডায়রিয়া, বমি বমি ভাব, তলপেটে ব্যথা, কোষ্টকাঠিন্য ইত্যাদি। আপনি যদি উপরে
তালিকার বাইরে কোন পার্শ্ব প্রতিক্রিয়া লক্ষ্য করেন তাহলে আপনার ডাক্তারের সাথে
যোগাযোগ করুন। এছাড়াও আপনি আপনার স্থানীয় খাদ্য ও ড্রাগ প্রশাসন কর্তৃপক্ষকে
পার্শ্বপ্রতিক্রিয়া ঘটনার কথা রিপোর্ট করতে পারেন।
ম্যাক্সপ্রো ঔষধের মিথষ্ক্রিয়া
ম্যাক্সপ্রো ২০ মিঃ গ্রাঃ সাইটোক্রোম পি৪৫০ মনো-অক্সিজেনেজ সিস্টেম এর
কার্যকারিতা কমায়। সেজন্য যকৃতের মাধ্যমে বের হয়ে যাওয়ার ক্ষেত্রে কোন
প্রতিক্রিয়া দেখা দিতে পারে, তবে এখন পর্যন্ত কোন প্রতিক্রিয়ার প্রমাণ পাওয়া
যায়নি।
মুখে খাবার জন্ম নিরোধক বড়ির সাথে ম্যাক্সপ্রো ২০ এর হঠাৎ কোনো প্রতিক্রিয়া
দেখা দিতে হবে। এসিড নিঃসরণ কমে যাওয়ায় ওমিপ্রাজল ব্যবহারে যেসব শারীরবৃত্তীয়
পরিবর্তন দেখা যায়, ম্যাক্সপ্রো ২০ মিঃ গ্রাঃ এর ক্ষেত্রেও তা দেখা দিতে পারে
এবং এর ফলে পাকস্থলী ও ডিওডেনামে ব্যাকটেরিয়ার কলোনাইজেশন ও ভিটামিন বি-১২ এর
পরিশোষন ব্যাহত হতে পারে।
ম্যাক্সপ্রো ২০ ব্যবহারের সময় ফেনিটয়েন, ওয়ারফেরিন, কুইনিডিন,
ক্ল্যারিথ্রোমাইসিন, এমোক্সিসিলিন এর মিথষ্ক্রিয়ার কোন প্রমাণ নাই। তবে
ডায়াজিপামের সাথে এটি ব্যবহারের ক্ষেত্রে ডায়াজিপামের নিঃসরণ প্রক্রিয়া বিলম্ব
হতে পারে। ইসোমিপ্রাজল কিটোকোনাজল, ডিগোক্সিন এবং লৌহ জাতীয় ওষুধের শোষণের
ক্ষেত্রে বাধা সৃষ্টি করতে পারে।
শেষ কথা
প্রিয় পাঠক আজকের এই আর্টিকেলে ম্যাক্সপ্রো ২০ মি.গ্রা. কিসের ঔষধ এই সম্পর্কে
বিস্তারিত জানতে পেরেছেন। যদি আজকে এই আর্টিকেলটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে
অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। এতক্ষণ ধরে আর্টিকেলটি পড়ার জন্য অসংখ্য
ধন্যবাদ। ভাল থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।
Umme Haney'র নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url