অলিভ অয়েল দিয়ে চুল লম্বা করার উপায়
সৌন্দর্য রক্ষায় এ সময়ে তেল হতে পারে আপনার বিশ্বস্ত বন্ধু। চুলের সুরক্ষায়
ব্যব্হার করতে পারেন অলিভ অয়েল। আজকের এই আর্টিকেল অলিভ অয়েল দিয়ে চুল লম্বা
করার উপায় সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। মানুষের সৌন্দর্যের অন্যতম অংশ হচ্ছে
চুল। আমরা সবাই চাই আমাদের চুল লম্বা হোক , সুন্দর হোক এবং শক্তিশালী হোক।
প্রিয় পাঠক, আজকের এই আর্টিকেলটি মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত পড়লে
অলিভ অয়েল দিয়ে চুল লম্বা করার উপায় জানতে পারবেন।
অলিভ অয়েল দিয়ে চুল লম্বা করার উপায়
ঘন কালো মসৃণ চুল কে না চায়। নারীর সৌন্দর্যের অন্যতম এক দিক হচ্ছে তার চুল। চুলে
অলিভ অয়েল ব্যবহার করলে উপকার পাওয়া যাবে। তবে অলিভ অয়েল খুব আস্তে আস্তে কাজ করে
চুলের ঘনত্ব বাড়িয়ে তোলে। চুলের জন্য প্রাকৃতিক কন্ডিশনার হিসেবে কাজ করে অলিভ
অয়েল।
আরো পড়ুনঃ মেকআপ করার জিনিসের নাম ও দাম
চুলের বৃদ্ধিতে সব চাইতে কার্যকরী উপায় হচ্ছে তেলের ম্যাসাজ। চুলের ঘনত্ব দ্রুত
বৃদ্ধির জন্য অলিভ অয়েলের অন্য কোনো বিকল্প নেই। অলিভ অয়েল দিয়ে চুল লম্বা
করার উপায় জেনে নিন।
অলিভ অয়েল ও ডিমঃ
চুলের ঘনত্ব বৃদ্ধির জন্য ডিম ব্যবহার হয়ে আসছে অনেক প্রাচীন কাল থেকেই। ডিমে
রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন যা চুল পড়া রোধ করে। এছাড়াও ডিমে আরো রয়েছে সালফার,
জিংক, আয়রন, সেলেনিয়াম, ফসফরাস ও আয়োডিন যা নতুন চুল গজাতে সাহায্য করে এবং চুলের
ঘনত্ব বাড়ায়।
যেভাবে তৈরী করবেন
একটি বাটিতে একটি ডিমের সাদা অংশ নিন। এতে এক চা চামচ অলিভ অয়েল ও এক চা চামচ মধু
নিন। তার উপকরণগুলো খুব ভালো করে মেশান। যখন এটি মসৃণ পেস্টের আকার ধারণ করবে তখন
তা ব্যবহার উপযোগী হবে। সপ্তাহে অন্তত এক বার ব্যবহার করার চেষ্টা করুন। ভালো
ফলাফল পাবেন।
অলিভ অয়েল এবং কলার হেয়ার মাস্কঃ
একটি পাত্রে একটা কলা চটকে নিন। তার মধ্য়ে ১ টেবিল চামচ অলিভ অয়েল মিশিয়ে দিন। এই
দুই উপকরণ ভালো করে মিশিয়ে ঘন মিশ্রণ তৈরি করুন। আপনার হেয়ার মাস্ক তৈরি। তা
আপনার চুলে লাগিয়ে নিন। এবার ৩০ মিনিট অপেক্ষা করে শ্যাম্পু করে ফেলুন। সপ্তাহে
অন্তত ১-২বার এই হেয়ার মাস্ক ব্যবহার করুন।
অলিভ অয়েল এবং মধুর হেয়ার মাস্কঃ
আধা কাপ মধু, এক কাপের চার ভাগের এক ভাগ ভার্জিন অলিভ অয়েল, একটি ভিটামিন-ই
ক্যাপসুল একসাথে মিশিয়ে নিন এবং হালকা গরম করুন । এরপর চুলে শ্যাম্পু করে চুল
হালকা শুকিয়ে নিন। এবার এই মিশ্রণটি চুল হালকা ভেজা থাকা অবস্থায়, চুলের গোড়া
থেকে আগা পর্যন্ত লাগান।
সমস্ত চুলে লাগানোর পর, শাওয়ার ক্যাপ দিয়ে চুল ঢেকে ৩০ থেকে ৪৫ মিনিট রেখে দিন।
তারপরে শ্যাম্পু দিয়ে পুনরায় চুল ধুয়ে ফেলুন। এই প্রক্রিয়াটি প্রতি সপ্তাহে ১
বার করা যেতে পারে।
নিমপাতা, তুলসী, অলিভ অয়েলঃ
একমুঠো নিমপাতা ও তুলসীপাতা সংগ্রহ করে ধুয়ে নিন। এবার সেগুলো পিষে পেস্ট
বানিয়ে অলিভ অয়েলের (পরিমাণমতো) সাথে মেশান। মিশ্রণটি মাথার ত্বক ও চুলে ঘসে
লাগান এবং ৩০ মিনিট পর মাথা ধুয়ে ফেলুন।এই মিশ্রণটি মাথায় ব্যবহারের ফলে খুশকি
দূর হয়, চুলের গোড়া মজবুত হয় এবং চুল স্বাস্থ্যজ্জ্বল হয়।
চুলের জন্য কোন অলিভ অয়েল ভালো
অলিভ অয়েল দিয়ে চুল লম্বা করার উপায় গুলো জেনেছিে। এখন আপনাদের জানবো চুলের
জন্য কোন অলিভ অয়েল ভালো। স্কিনে লাগানোর জন্য যে অলিভ অয়েল গুলো পাওয়া যায়,
সেই অলিভ অয়েল কিন্তু কখনোই চুলে ব্যবহারের যোগ্য নয়। যেগুলো অলিভ হেয়ার অয়েল
রয়েছে সেগুলোই চুলের জন্য উপযোগী।
আরো পড়ুনঃ ফর্সা হওয়ার ক্রিম কোনটা ভালো
বাজারে বিভিন্ন ধরনের অলিভ অয়েল পাওয়া যেমন – বাদাম অলিভ অয়েল, জলপাই অলিভ অয়েল
যা চুলের জন্য উপকারী। চুলের যত্নে ও চুল পড়া বন্ধ করার জন্য অলিভ অয়েল অনেক
উপকার দেয়। কিছু জনপ্রিয় ব্র্যান্ড তাদের উন্নত মানের জলপাই তেলের জন্য পরিচিত।
কোলাভিটা: কোলাভিটা একটি সুপরিচিত ব্র্যান্ড যা অতিরিক্ত ভার্জিন অলিভ
অয়েল উৎপাদন করে। তারা মানের প্রতি তাদের প্রতিশ্রুতির জন্য পরিচিত।
লুসিনি ইতালিয়া: লুসিনি আরেকটি ব্র্যান্ড যা উচ্চ-মানের অতিরিক্ত ভার্জিন
অলিভ অয়েলের উপর ফোকাস করে। তারা প্রায়শই ইতালি থেকে জলপাই ব্যবহার করে।
ক্যালিফোর্নিয়া অলিভ রাঞ্চ: এই ব্র্যান্ডটি ক্যালিফোর্নিয়া থেকে জলপাই
সংগ্রহ করে এবং এটি অতিরিক্ত কুমারী জলপাই তেলের জন্য স্বীকৃত।
কার্কল্যান্ড সিগনেচার (কস্টকো): কস্টকোর কার্কল্যান্ড সিগনেচার ব্র্যান্ড
বিভিন্ন ধরনের পণ্য অফার করে এবং তাদের অতিরিক্ত ভার্জিন অলিভ অয়েল প্রায়শই এর
গুণমানের জন্য সমাদৃত হয়।
অলিও কার্লি: এই ব্র্যান্ডটি তার ইতালীয় অতিরিক্ত ভার্জিন অলিভ অয়েলের
জন্য পরিচিত এবং অলিভ অয়েল উৎপাদনের দীর্ঘ ইতিহাস রয়েছে।
চুলে অলিভ অয়েল তেলের উপকারিতা
চুলের জন্য অলিভ অয়েলের কিছু উপকারিতা নিচে দেওয়া হল-
চুল পড়া কমায়ঃ
শরীরের স্বাভাবিক নিয়ম অনুযায়ী প্রতিদিন মাথা থেকে সর্বোচ্চ ১০০ টি চুল পড়ে
যেতে পারে। প্রতিনিয়ত নতুন চুল গজায় বলে মাথায় চুলের ঘাটতি হয় না। তবে যাদের
অতিরিক্ত পরিমাণে চুল পড়ে যায় তাদের ক্ষেত্রে মাথায় টাক দেখা দেয়।
অলিভ অয়েল ব্যবহার অতিরিক্ত চুল পড়া কমানোর ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করে।
অতিরিক্ত চুল পড়া রোধ করার জন্য মাথার ত্বকে অলিভ অয়েল ভালোভাবে ম্যাসাজ করতে
হবে।
প্রাকৃতিক কন্ডিশনারের কাজ করেঃ
অলিভ অয়েল কন্ডিশনিং এর কাজও করে। কারণ এতে রয়েছে মনো আনস্যাচুরেটেড ফ্যাট যা
আপনার চুলকে পরিপূর্ণ পুষ্টি দেয়। সিল্কি, সফট চুল পেতে এবং ফ্রিজিনেস কমিয়ে আনতে
আপনার হেয়ার কেয়ার রুটিনে অ্যাড করুন অলিভ অয়েল। আমরা জানলাম যে অলিভ অয়েল চুলের
জন্য কতটা উপকারী।
চুলের পুষ্টি যোগায়ঃ
অলিভ অয়েল চুলের জন্য অত্যন্ত কার্যকরী উপাদান। অলিভ অয়েলের অ্যান্টিঅক্সিডেন্ট
চুলের সংক্রামক রোগ রোধে কাজ করে। এতে করে চুলের গোঁড়া থেকে পুষ্টি যোগায় ও চুলের
আগা ফাটা রোধ করে এবং চুলের ভঙ্গুরতা কমায়।
খুশকির সমস্যা তাড়ায়ঃ
অলিভ অয়েলে রয়েছে অ্যান্টি-ফাঙ্গাল বৈশিষ্ট্য, যা একটি প্রাকৃতিক কন্ডিশনার
হিসেবে কাজ করে। মাথার ত্বকে খুশকি ও শুষ্কতা দূর করতেও সাহায্য করে। অলিভ অয়েলে
থাকা কিছু অ্যান্টি-অক্সিডেন্ট খুশকির কারণে যে জ্বালাভাব, চুলকানি ও প্রদাহ তৈরি
হয়, তা প্রশমন করতে সাহায্য করে।
চুলে অলিভ অয়েল তেলের দাম
আপনি যদি অলিটালিয়া ব্র্যান্ডের এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল এক লিটার তেল ক্রয়
করতে চান তাহলে এর দাম হবে ১০৭০ টাকা। তবে কিছুটা দাম পরিবর্তন হতে পারে আপনার
নিকটস্থ বাজারের দোকান অনুযায়ী। এবং ২৫০ মিলি লিটারের একটি অলিভ অয়েল তেলের
বোতলের দাম ৩৫০ টাকা। তবে আপনার এলাকার বাজারে এর দাম কিছুটা কম হতে পারে।
এছাড়াও Orkide Olive Oil-250 ml এর দাম ২৫০ টাকা।
চুলে অলিভ অয়েল ব্যবহারের নিয়ম
চুলের বিশেষ যত্নের জন্য চুলের দৈর্ঘ্য অনুযায়ী অলিভ অয়েল নিয়ে এতে ১টি ভিটামিন ই
ক্যাপস্যুল ভেঙ্গে নিন। এরপর একে হালকা গরম করে মাথার ত্বকে ভালোভাবে লাগান। ৩০
মিনিট রেখে চুল ধুয়ে ফেলুন। সবচেয়ে ভালো ফলাফলের জন্য পুরোরাত এই মিশ্রণটি মাথায়
লাগিয়ে রেখে সকালে চুল ধুয়ে ফেলুন। সপ্তাহে ২/৩ দিন ব্যবহার করুন।
নতুন চুল গজাতে অলিভ অয়েল
চুলের যত্নে অলিভ অয়েল দারুণ উপকারী। ফ্রিজি চুলের সমস্যা দূর করা থেকে শুরু করে
নতুন গজাতে সাহায্য করে অলিভ অয়েল। রসুনের সালফার হেয়ার ফলিকলকে উদ্দীপিত করে।
অলিভ অয়েলের সঙ্গে এক কোয়া রসুন থেঁতো করে হালকা গরম করে চুলের গোঁড়ায় লাগান।
আরো পড়ুনঃ Ielts ছাড়া ইউরোপের কোন কোন দেশে যাওয়া যায়
চুল মজবুত ও নতুন চুল গজাবে। সপ্তাহে ২ দিন লাগাতে হবে। এক্সটা ভার্জিন অলিভ অয়েল
বেছে নিতে হবে। চুলের যত্নে ব্যবহার করতে পারেন অলিভ অয়েল, অ্যালোভেরা ও মধু ।
এসব মিশ্রণ দিয়ে হেয়ারপ্যাক বানিয়ে নিন। চুলের আগা থেকে গোড়া পর্যন্ত লাগিয়ে
রাখুন ২৫ মিনিট। এর পর ভেষজ শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।
ছেলেদের চুলে অলিভ অয়েল
ছেলেদের সৌন্দর্যের একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে সুন্দর চুল। আসুন জেনে নিই
ছেলেদের চুলের যত্নে করণীয় কী?
রাতে ঘুমাতে যাওয়ার আগে চুলে অলিভ অয়েল গরম করে ম্যাসাজ করে নিতে পারেন। বাজারের
কন্ডিশনার এ সময় ব্যবহার না করাই ভালো। চায়ের লিকার, লেবুর রস ও অলিভ অয়েল ভালো
করে মিশিয়ে নিয়ে চুলে ব্যবহার করতে পারেন। এটা হেয়ার ট্রিটমেন্টেরও কাজ করবে। এটা
চুলের জন্য খুবই উপকারী ট্রিটমেন্ট। পাশাপাশি চুল হেলদি করতে সাহায্য করে। চুলের
খুশকি দূর করার জন্য মাথায় গরম তেল ম্যাসাজ করাও বেশ উপকারী।
শেষ কথাঃ অলিভ অয়েল দিয়ে চুল লম্বা করার উপায়
প্রিয় পাঠক, আজকের এই আর্টিকেলে অলিভ অয়েল দিয়ে চুল লম্বা করার উপায় সম্পর্কে
বিস্তারিতভাবে জানতে পেরেছেন। যেকোনো ধরনের চুলের জন্য অলিভ অয়েল উপযোগী হবে।
তাই চুলের যত্নে অলিভ অয়েল ব্যবহার করার কথা ভাবতে পারেন। এতক্ষণ সময় ধরে
আমাদের এই পোস্টটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এরকম আরো নতুন নতুন
আর্টিকেল পেতে আমার ওয়েবসাইটটি নিয়মিত ভিজিট করুন।
Umme Haney'র নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url