১৩০০+ সেরা আধুনিক ভালোবাসার মিষ্টি রোমান্টিক প্রেমের ছন্দ
প্রিয় পাঠক আজকের আলোচনার বিষয় ১৩০০+ সেরা আধুনিক ভালোবাসার মিষ্টি রোমান্টিক প্রেমের ছন্দ এই বিষয় নিয়ে। এই ভালোবাসার ছন্দ গুলো পড়ে আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। আপনাদের প্রিয়জনকে ভালোবাসার প্রেমের ছন্দ গুলো পাঠাতে পারেন। ১৩০০+ সেরা আধুনিক ভালোবাসার মিষ্টি রোমান্টিক প্রেমের ছন্দ গুলো নিয়ে থাকছে আমাদের এই আয়োজন।
প্রিয় পাঠক আজকের এই আর্টিকেলটি মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত পরলে ভালোবাসা ছন্দ সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। তাহলে চলুন তাহলে আর দেরি না করে শুরু করি।
ভূমিকা
প্রেমের ছন্দ নিয়ে সাজানো হয়েছে আজকে এই আর্টিকেল। মনের মানুষকে খুশি করার জন্য অনেকেই ভালোবাসার মিষ্টি রোমান্টিক প্রেমের ছন্দ খুঁজে থাকেন। আপনারা যেরকম খুঁজছেন ঠিক সেই রকম কিছু ছন্দ এখানে দেওয়া হয়েছে। আজকের এই আর্টিকেলটি পড়লে আপনার জানতে পারবেন ভালোবাসার ছন্দ, মিষ্টি রোমান্টিক প্রেমের ছন্দ।এছাড়া এই আর্টিকেলটি পড়লে আরো জানতে পারবেন ভালোবাসার মজার ছন্দ, গভীর ভালোবাসার ছন্দ এই সকল বিষয়ে আপনারা বিস্তারিত ভাবে জানতে পারবেন। এই ছন্দের মাধ্যমে আপনি আপনার মনের কথা সহজেই আপনার প্রিয় মানুষটির কাছে প্রকাশ করতে পারবেন। এবং আপনার বন্ধুবান্ধব এবং ফেসবুক হোয়াটসঅ্যাপে শেয়ার করতে পারেন।
ভালোবাসার ছন্দ
''তুমি আমার কাছে কি তুমি কি জানো?
আমার হৃদয়ে থাকা তুমি এক সুখ পাখি।
আমি হাসি সে পাখি হাসলে আমি কাঁদি সে পাখি কাঁদলে"।
''আমার জীবন ধন্য হলো
তোমায় কাছে পেয়ে
থাকবো মোরা একই সাথে ভালোবাসার সুখ নীড়ে"।
''আকাশ পানে চেয়ে দেখো জ্বলছে
ঠিক তেমন ওই চাঁদ তোমার অবহেলায় জ্বলছে আমার মন
এই দুই আঁখি কাঁদছে ঝরছে দুঃখের ঝরনা"।
''প্রজাপতি হতাম যদি
তোমার কাছে উড়ে যেতাম
বসতাম উড়ে গিয়ে তোমার কপালে আর ভালোবাসার মিষ্টি চুমু একে দিতাম"।
''স্বপ্ন আমার কল্পনায়
তুমি আমার সেই সুখ পাখি
একটু একটু করে যাকে রেখেছি ভালবাসার হৃদয় ক্যানভাসে''।
''জোসনার গান মানে ভালোবাসা
রুপালি উজান মানে ভালোবাসা
দুষ্টু মিষ্টি ঝগড়া মানে ভালোবাসা
অন্যের মাঝে নিজের সুখ খোঁজা মানে ভালোবাসা"।
''তোমাকে দিলাম এই মন যত্ন করে রেখো
ভালোবাসা দিলাম তোমাকে সাদরে গ্রহণ করো
অভিমান করোনা রাগ করে থেকো না"।
''প্রেমের দুরন্ত প্রবাহমান ঝর্ণা মনের মধ্যে
ভালবাসার অবিরাম বন্যা এনে দিল
বিরহের ভেলা ভাসিয়ে নিল
ঘুমহীন রজনী শুরু হলো একাকী"।
''তোমায় ছুঁয়ে দিতাম ভালোবাসায় যদি বৃষ্টি হতাম
তোমায় ছুঁয়ে দিতাম আলতোভাবে যদি সকালের মিষ্টি রোদ হতাম
তোমাকে রাঙিয়ে দিতাম গোধূলির রঙে যদি বিকালের পড়ন্ত বেলায় গোধূলি হতাম
তোমাকে জড়িয়ে নিতাম রাতের একাকি চাদরে যদি রাত্রি হতাম"।
''শরতের সাদা কাশফুলের ভালোবাসা প্রিয় তোমাকে দিলাম
বসন্তের বাসন্তী রঙের ভালোবাসা তোমাকে দিলাম
তুমি হৃদয় পেতে নিও আমার ভালোবাসা"।
''আমার জীবনে তুমি আছো
আমার স্বপ্নে তুমি আছো
আমার দু নয়নের পাতায় তুমি আছো
আমার ভাবনাতে তুমি আছো
তোমায় ছাড়া হয় না আমার কবিতা
তোমায় ছাড়া হয় না আমার কবিতা"।
''ফোটা পদ্ম ফুল তোমার ঐ মুখ
তাজা গোলাপ ফুল তোমার ঐ ঠোঁট
নীল নীল তোমার ঐ চোখ তোমার
রুপখানি আছে শুধু এমন একজনই
সে আমার মনের রানী''।
''রক্ত জবা তোমার ওই ঠোঁট
গোলাপি গালে টোল তোমার ওই হরিণী চোখ
পাগল হয়েছি প্রেমে পড়েছি দেখে মরেছি"।
''ফুল ফোটে যার হাসিতে
কোকিলা সুর কথাতে
নূপুরের রুম ঝুম ঝুম পায়েতে
রূপের ঝলক দিয়ে কেড়ে নিলে আমার ঘুম"।
''মনে লেগেছে প্রেমের ঢেউ মোর পূর্ণিমা রাতে
আমি একা বসে আছি নীল শাড়িতে
কবে আসবে আমার কেউ....
''দিনের অহংকার যেমন সূর্যের আলো
রাতের অহংকার তেমন চাঁদের আলো
আমার অহংকার তেমন তোমার মুখের হাসি"।
''ভাবছি তোমায়
চাঁদনী রাতে বসে
ডাকছি তোমায়
এ হৃদয়ের বাতায়ন খুলে"।
''ভিজবো মোরা বৃষ্টি হলে দুজন একসাথে
হৃদয়ে লিখবো তোমার আমার প্রেমের কথা
থাকবো মোরা একসাথে দুজন সুখে দুখে"।
''যদি তুমি আকাশ হও
হব আমি চাঁদ
যদি তুমি ফুল হও
হব আমি প্রজাপতি
তোমায় বলবো তবু আমি তোমায় ভালোবাসি''।
মিষ্টি রোমান্টিক প্রেমের ছন্দ
রাতে লুকাবে দিন গিয়ে
লুকাবো আমি গিয়ে তোমার ওই বুক পাঞ্জরে
আমায় দূরে সেখান থেকে করো না।
আরো কাছে এসো গো
যা কিছু আছে আমার সবই দিবো তোমায়
আমার সবটুকু ভালোবাসা সবই তোমার।
আমি আজ সেজেছি
আমার মনের সবটুকু মাধুরী মিশিয়ে
আমি আজ সেজেছি
আমি আজ সেজেছি
ওগো প্রিয় তোমার লাগি মোর ফুলের সজ্জা পেতেছি।
তোমার হাহাকার হৃদয় মাঝে
এঁকেছি ওগো ছবি
আমি বসে আছি রাত জেগে
তোমার আসার পথ চেয়ে।
তুই হাজার ঝগড়ার মাঝে
তুই হাজার কিন্তুতেও ভাবনাতেও তুই
তুই হাজার প্রশ্নের মাঝেও অভিমানের মাঝে তুই
আমার সবকিছুতেই শুধু তুই।
ওগো বিশ্বাস কর
একটুখানি হাসি তোমার
আমার কাছে মনে হয় সোনার চেয়েও দামি।
যখন তুমি কাছে থাকো হাজার কষ্টের মাঝে সুখ খুঁজে পাই
সুখ খুঁজে পাই দুঃখের মাঝে
তুমি যখন কাছে থাকো শুধু তোমায় ভালোবাসি।
ওগো তোমায়
ওগো তোমায়
যত্ন করে রেখেছি মনের একটি কনে
তোমায় ওগো ভালোবাসি হাজার দুঃখের মাঝে।
তারি মানায় অভিমান
তারি মানায় অভিমান
সত্যি যে ভালোবাসে
ঝগড়া করা যায় তার সাথেই
সত্যি অনুভব করা যায় যাকে
যার দোষ খোঁজা যায় সত্যি তাকে ভালোবাসা যায়।
তোমার মুখের মিষ্টি হাসি সেই ভুলিনি তো
সেই ভালবাসি বলাটা ভুলিনি তোমার
আমার সাথে এসো আমার হাতটা ধরো।
যতটা ভালোবেসেছি তোমাকে
তোমার কাছে তার থেকে বেশি ভালোবাসা পেয়েছি
কি আছে কি জানি তোমার কাছে
জানি কি আছে কি আছে তোমার মধ্যে
তোমার কাছে কেন জানি এই মন আরো বেশি বেশি ভালোবাসা পেতে চায়।
আমার কাছে সেই কবিতা
প্রতিদিন আমি যা লিখি
সেই ছবি তুমি আমার
বসন্তের যা রঙিন হাওয়া
সেই ছবি তুমি আমার
কল্পনাতে যা আকি
সেই ভালোবাসা তুমি আমার
কিন্তু তা কখনোই পাই না যা প্রতিদিন যায়।
যদি এই হাতে তুমি
হাত রাখো একবার
কখনো মিটবে না
তোমাকে সেই পাওয়ার স্বাদ।
যদি একবার তুমি
এই নাম লেখ বুকে
মিশে রবে দুটি প্রাণ চিরদিন একসাথে।
দুটি গাল টুকটুক টুকটুকে লাল
রূপের মশাল জ্বালিয়ে
আমায় করেছ বেতাল।
ভালোবাসার মজার ছন্দ
একটি সুন্দর ছন্দ তুমি আমার জীবনের
যদি তুমি না থাকো তবে জীবনে
অধোগতির ছন্দ সেটি একটি''।
চলব দুজন একসাথে ভালোবাসার তালে তালে
মন রাখো আমার মনে, কাছে এসে পাশে বসে
ঘর করছি একসাথে স্বপ্ন দেখবো দুজন মিলে
পৃথিবীতে আর কি লাগে''।
আজ দিলাম তোমায় মন
রেখো যত্ন করে
শুধু আমার তোমার হৃদয়ে
ছবি একো একটা''।
সুন্দর একটি গল্প হলো প্রেম
আমাদের জীবনে যা লেখা হয়।
আমার প্রিয় চরিত্র তুমি
এই গল্প লেখা হয় যার মধ্যে''।
দিলাম চিঠি ভালোবাসার রেখ যতন করে
পড়লে মনে আমার কথা চিঠি খুলে দেখ
চাঁদ দেয় আলো ফুল, ছড়ায় সুবাস
লেগেছে অনেক ভালো, তোমাকে এই জীবনে''।
একবার ছেলেরা যাকে
ভালবাসে মন দিয়ে
তার জন্য নিজের কলিজা টাও হাসতে হাসতে দিতে পারে''।
জানের জান তুমি আমার
অভিমান কোরোনা
অভিমান কোরোনা
তোমায় ভালোবেসে দিতে পারি
এই প্রান আমার''।
অবহেলা করো না
এত জালা দিও না
বলো না থাকিলে আমি
কে পরাবে তোমায় মালা''।
ভালোবাসা আমার অফুরন্ত
তোমার জন্য শুধুই
আমি হব তোমার জন্য পাগল ভালোবেসে আপন করে''।
এত জালা দিও না
বলো না থাকিলে আমি
কে পরাবে তোমায় মালা''।
ভালোবাসা আমার অফুরন্ত
তোমার জন্য শুধুই
আমি হব তোমার জন্য পাগল ভালোবেসে আপন করে''।
আমার এ মন পাগল
পাবার আশায় তোমাকে
যেন উদাস করছে''।
যেন উদাস করছে''।
তুমি আমার চোখে
অপরূপা অপূর্ব রূপবতী পূর্ণিমার চাঁদ
অপরূপা অপূর্ব রূপবতী পূর্ণিমার চাঁদ
আমি তাই তোমায় এত ভালবাসি''।
মনের টান মানে প্রেম
একটু মান থেকে অভিমান মানে প্রেম
ভালোবাসা এর নাম দুটি মনের একটি আশা''।
রূপালী তারা হচ্ছে ভালোবাসার
যত আলো সূর্যের মাঝে
সবকিছু হার মেনে গেলে গেল তোমার প্রেমের কাছে''।
যত আলো সূর্যের মাঝে
সবকিছু হার মেনে গেলে গেল তোমার প্রেমের কাছে''।
আমার ভালোবাসা সেই বকুল ফুল তুমি
সুবাস ফুরায় না যেমন বকুল ফুলের
সুবাস থাকে ফুল যেমন শুকিয়ে গেলে
তেমন আমার কাছে সারা জীবন থাকবে তোমার ভালোবাসা''।
ফুল দিয়ে চুলে
শাড়ি পরে নীল রঙের
লাল টিপ পড়ে কপালে
আমার কাছে এসো হে প্রিয় এ নিঝুম রাতে''।
গভীর ভালোবাসার ছন্দ
''তোমায় রাখবো
আমার দুটি চোখেতে
কভু দেবনা যে তোমায় হারাতে।
কভু দেবনা যে তোমায় হারাতে।
''বুকের মধ্যে আমার
যেমন করে প্রাণ থাকে
আমার জান তেমনি তুমি থেকো বুকে''।
''একলা বসে আছি নিশি রাতে
যদি দোকলা হতাম মনে বড় ইচ্ছা জাগে''।
''নিশি রাতে বসে আছি একলা
মনে বড় ইচ্ছা জাগে হতাম যদি দোকলা।
মনে বড় ইচ্ছা জাগে হতাম যদি দোকলা।
''ফুরিয়ে যাবে না কখনো যাবেনা
ভালোবাসা আমার
পেয়েছি তোমাকে
বাঁচার নতুন আশা পেয়েছি আবারো
''তোমায় রাখবো
প্রাণ করে এ বুকে
তুমি হারিয়ে যেতে যেন না পারো''।
''যৌবন দিলাম জীবন দিলাম
কিছু নাই যে বাকি
তোমার স্বপন দিবানিশি
আকি আমার মনে।
''রংধনুর সাতটি রং এর মতন ভালোবাসা শব্দটা
ধূসর হয় না কিংবা কখনো মলিন
রঙিন হয় সব সময়''।
''প্রথম যেদিন তোমায় দেখি
আমি একি সেদিন থেকে
পাগল হয়ে গেলাম তোমার প্রেমে
প্রেমের আগুন জালাইলা বুকে জালাইলা আগুন বুকে''।
''লক্ষ তারার মেলা যেমন নীল আকাশে
তেমনি তোমার আমার ভালোবাসা গুনা যায় না
কোনোদিন শেষ হবে না তোমার আমার ভালোবাসা''।
''কেন আসলে এত পরে
আসলে না কেন আগে
মনের ঠিকানা আমার কি।
আগে খুঁজে পাওনি''।
''তোমাকে আমি ভালোবাসি
এ তো বড় কথা নয়
তুমি যদি আমায় ভালো না বাসো
আমার প্রাণ না টানো''।
''তুমি আমায় যদি ভালোবাসো
তোমার বুকটা তবে চিরে
চিরতরে মোরে টেনে নিও''।
''আমি বুঝেছি ভালোবেসে
ভালোবাসার সাধ ভরবে না এ জীবনে
আমি জানিনা জীবনটা কেন এত ছোট''।
''ভালোবাসা জিনিস বড় অদ্ভুত
শয়নে স্বপনে মনে করিয়ে দেয়
দিবানিশি ক্ষণে ক্ষণে
ভালো থাকতে না দেয়
ভুলে থাকতে না দেয়''।
''আমি বসতি করেছি তোমার হৃদয়ে
সব সময় থাকতে মন চায়
তোমার নাম রক্ত দিয়ে বুকটা খোদাই করে লিখেছি''।
''এক হয় যখন দুটি মন
যখন এক জ্বালাপোড়া হয় দুটি বুকে
প্রেম হয় এরই নাম''।
''দুনিয়া থেকে নিয়ে ওগো প্রিয় আমায় তুমি
রেখো যদি তোমার বুকের মাঝে
আমি কোথায় আছি কেউ না জানতে আপন করে নাও মোরে''।
''ঝরে যাব ফুলের মত তুমি দূরে গেলে
বন্ধু আমায় চিরদিনের তরে
তোমার বাহু ডরে বেঁধে রেখো আমায়''।
''তুমি আমার কাছে কি তুমি কি জানো
আমার হৃদয়ে থাকা তুমি এক সুখের প্রদীপ শিখা।
সুখের অপূর্ণ ইচ্ছা যেখান থেকে
উপলব্ধিত করতে পারি বারবার খুব কাছ থেকে।
''দুটি চোখের মনি হয়ে তুমি আমার
মাঝে থাকো দুটি চোখের
আমি কিছুই দেখতে চাই না তো এই জীবনে তুমি ছাড়া''।
''আমার ছোট্ট মনের ঘরে
তুমি বাঁধো ওগো প্রিয়
যুগে যুগে তোমার নীড় বাসা
কিছু বুঝিনা তুমি ছাড়া দুনিয়াতে''।
''এমন কোন খন নাই ।
এমন কোন দিন নাই যে
ভাবি নাই তোমায় নিয়ে
নাই যে আপনজন তুমি ছাড়া''।
''তুমি আমার ওগো প্রিয়
এমন আপনজন যাকে
খুঁজে নিয়েছি হাজার লোকের মাঝে
এই মন তোমায় দিয়েছি চিরতরের মাঝে''।
''তুমি আর আমি ও জান
শুধুই থাকবো মোরা এমন এক পৃথিবীতে
ভরে যাবে বুক মিলনের সুখে''।
শুধুই থাকবো মোরা এমন এক পৃথিবীতে
ভরে যাবে বুক মিলনের সুখে''।
''কিছুই তো চাইনা
যদি দেখি তোমার মুখটা''।
''করেছ এ জীবন মধুর
সুর আর সুর হৃদয় করেছো
ভালোবাসা তোমারই দিয়ে''।
Umme Haney'র নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url