ssc তে golden a+ পাওয়ার উপায়
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের এমন কিছু টিপস শেয়ার করব যা মেনে চলতে
পারলে ssc তে golden a+ পাবে। আজকের এই আর্টিকেলে ssc তে golden a+ পাওয়ার উপায়
সম্পর্কে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। এই পোস্ট পড়ার মাধ্যমে আপনি আরো জানতে
পারবেন পড়ালেখা করার কিছু গোপন টিপস এন্ড ট্রিকস।
এসএসসি পরীক্ষা বাংলাদেশের প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীদের
জন্য একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এই পরীক্ষাটির মধ্যে গোল্ডেন A+ পেতে হলে তোমাকে
ভালো পড়াশোনা করতে হবে।
ভূমিকা
পরীক্ষায় এ প্লাস পাওয়ার জন্য বেশি করে পড়াশুনা করা ছাড়া আর অন্য কোন উপায়
নেই। আজকের এই আর্টিকেল থেকে আপনারা জানতে পারবেন ssc তে golden a+ পাওয়ার
উপায়,A+ পাওয়ার রুটিন,কত ঘন্টা পড়লে a+,পরীক্ষায় a+ পাওয়ার উপায়,এই সকল
বিষয়ে আপনারা বিস্তারিতভাবে জানতে পারবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা
যাক।
ssc তে golden a+ পাওয়ার উপায়
মাধ্যমিক স্কুল জীবন শেষ করার সর্বশেষ ধাপ হল এসএসসি পরীক্ষা। আমাদের সকলের
উদ্দেশ্য থাকে ssc তে golden a+ পাওয়া। আজকের এই পোস্টটি শুধুমাত্র তাদের জন্য
যারা ssc তে golden a+ পাওয়ার উপায় খুজতেছেন। তাহলে চলুন নিজে থেকে জেনে আসি
কিভাবে ssc তে golden a+ পাওয়া যায় তার কিছু টিপস।
আরও পড়ুনঃ পড়াশোনায় মন বসানোর পাঁচটি উপায়
রুটিন তৈরি করে পড়াশোনা করাঃ এসএসসি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে হলে
অবশ্যই আপনাকে রুটিন অনুযায়ী পড়াশোনা করতে হবে। রুটিন অনুযায়ী পড়াশুনা না
করলে আপনি শুধু কঠিন বিষয় গুলো পড়বেন। এবং সহজ বিষয়গুলোর উপর ফোকাস কম থাকায়
সহজ বিষয়গুলো কম পড়া হয়। যার ফলে আপনি সহজ বিষয়গুলোতে ভালো রেজাল্ট না করতে
পারেন।
এতে করে পরীক্ষায় আপনার গোল্ডেন a+ পেতে বড় সমস্যা সৃষ্টি হতে পারে। এজন্য সকল
বিষয় নিয়মিত রুটিন করে পড়াশোনা করতে হবে। সঠিক রুটিন তৈরি করে তা ফলো করতে
পারেন তাহলে আপনি অনেক এগিয়ে থাকতে পারবেন।
পড়ার টেবিলে মনোযোগ দেওয়াঃ এসএসসিতে ভালো রেজাল্ট করার জন্য অবশ্যই
আপনাকে পড়ার টেবিলে মনোযোগ দিতে হবে।যত সময় পড়ার টেবিলে থাকবেন ততক্ষণ
সম্পূর্ণ মনোযোগ বইয়ের মধ্যে দিতে হবে। মনে রাখবেন মনোযোগ দিয়ে একটা বিষয়ে
একবার পড়া আর অমনোযোগ দিয়ে একটা বই দশ বার পড়ার সমান।
নোট তৈরি করাঃ প্রত্যেক ভাল স্টুডেন্ট এর একটি লক্ষণ হল নোট তৈরি করা।
পাঠ্য বইয়ের বিশেষ বিশেষ প্রশ্ন গুলো খাতায় নোট করে রাখলে পরীক্ষার আগে অল্প
সময়ের মধ্যে ভালো প্রস্তুতি নেওয়া যায়। এসএসসিতে গোল্ডেন এ প্লাস পাওয়ার জন্য
পাঠ্য বইয়ের কমন কমন প্রশ্ন গুলো নোট আকারে খাতায় লিখে রাখতে হবে।
বোর্ডে আসা প্রশ্ন বারবার রিভিশন করতে হবেঃ বোর্ডে আসা প্রশ্ন বা সৃজনশীল
প্রশ্ন বারবার প্র্যাকটিস করুন বোর্ড প্রশ্ন যেহেতু রিপিট হয় তাই আপনি বোর্ড
প্রশ্ন পড়ার মাধ্যমে অনেক কিছু কমন পেয়ে যাবেন। তাই বার বার বোর্ডে আসা প্রশ্ন
রিভিশন করতে হবে।
সঠিকভাবে রিভিশনঃ তুমি যদি আগে থেকে ভালো হবে সবকিছু শেষ করে থাকো অর্থাৎ
তোমার সিলেবাস যদি শেষ হয়ে থাকে,তাহলে রিভিশন এর কোন বিকল্প নাই। তোমার উচিত হবে
একটা নির্দিষ্ট রুটিন সাজিয়ে প্রতিটা সাবজেক্টের প্রতিটা অধ্যায় খুব ভালোভাবে
পড়া। তুমি যতবার রিভিশন দিবে সে অধ্যায়ের উপর তোমার দখল তত বাড়বে।
খাতায় লেখার অভ্যাস করাঃ শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি যে বিষয়টা সে
পড়ছে সেটা অবশ্যই খাতায় লেখার অভ্যাস তৈরি করতে হবে। কেননা খাতায় লিখে অনেক
সময় সহজে মনে থাকে। একটি বিষয়ে যখন সে মুখস্ত করে সেটিকে খাতায় না লিখে রাখলে
তাহলে সে পরবর্তীতে যখন পরীক্ষায় লিখতে চেষ্টা করে তখন অনেক ক্ষেত্রে সে ভুলে
যায়
এবং ঠিকমতো লিখতে পারে না। তাই শিক্ষার্থীদের অবশ্যই পড়াশোনার পাশাপাশি খাতায়
লেখার অভ্যাস তৈরি করতে হবে। যেটা তাকে পরবর্তীতে পরীক্ষায় ভালো ফলাফল করতে অনেক
বেশি সহায়ক করবে। তাই শিক্ষার্থীদের উচিত পড়াশুনার পাশাপাশি খাতায় লেখার
অভ্যাস তৈরি করা। খাতায় লেখা অভ্যাস তৈরি করলে অনেক ক্ষেত্রে পরীক্ষায় লেখার
ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে।
খাতার সৌন্দর্য বৃদ্ধিঃ হাতে লেখা খারাপ হয়ে থাকলে, খাতায় কাটা কাটি,
ঘষামাজা থাকলে খাতাটা দেখতে আর সুন্দর লাগে না। ফলে শিক্ষক খাতার উপর বিরক্ত হতে
পারেন। তাই খাতা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা খুবই জরুরী। অনেক শিক্ষার্থী খাতায়
সৌন্দর্য বৃদ্ধির জন্য কালার পেন ব্যবহার করে থাকে। তবে এক্ষেত্রে একটা জরুরী
বিষয় মাথায় রাখা উচিত
যে পরীক্ষায় খাতায় নীল কালার বলপেন ব্যবহার করা উত্তম। এছাড়াও খাতার সৌন্দর্য
বৃদ্ধি করার জন্য মার্জিন ভালো হবে দেওয়া, প্রশ্নের নাম্বার ঠিক ভাবে দেওয়া,
প্রশ্নের নাম্বারের নিচে আন্ডারলাইন করা ইত্যাদি করতে পারো। এটা তোমার খাতার আরো
সুন্দর দেখাবে যেটা তোমার ssc তে golden a+ পেতে সহায়তা করবে।
নামাজ পড়াঃ পড়াশোনা দিকে বেশি মনোযোগ দিতে গিয়ে ইবাদত করা ছেড়ে দিলে
হবে না। পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার চেষ্টা করবেন। মনে রাখবেন,
নামাজ পড়া ভালো স্টুডেন্টদের লক্ষণ। তাই নিয়মিত নামাজ আদায় করা উচিত।
A+ পাওয়ার রুটিন
ছাত্র জীবনে পরীক্ষা একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। পরীক্ষা না দিয়ে থাকলে আপনি
ছাত্র হতে পারবেন না। শুধু পরীক্ষা দিলে হবে না পরীক্ষাতে ভালো রেজাল্টও করতে
হবে। কিছু টেকনিক হতে হবে অন্যদের থেকে একটু বেশি চালাক। তাই আজ আমি সহজে
পরীক্ষায় A+ পাওয়ার রুটিন শেয়ার করব।
নিয়মিত হওঃ পরীক্ষায় A+ পাওয়ার ক্ষেত্রে নিয়মিত হওয়ার কোন বিকল্প
নেই। আমি জীবনে এমন কাউকে দেখিনি যে, অনিয়মিত কিন্তু পরীক্ষায় A+ পেয়েছে। ভাল
ছাত্র-ছাত্রীরা প্রতিদিনের পড়া প্রতিদিন শেষ করে এজন্য তাদের কাছে পড়াশোনা তেমন
কঠিন মনে হয় না। তারা পরীক্ষায় ভালো ফলাফল করে। যারা নিয়মিত পড়াশোনা করে
তারাই পরীক্ষায় A+ পায়।
স্টাডি প্ল্যান তৈরি করাঃ আগামীকাল কি পড়বেন তা আগের দিন পরিকল্পনা করে
নোট করে রাখুন এবং পরের দিন সেই পরিকল্পনা অনুযায়ী পড়ুন। পড়া ভাগ ভাগ করে
পড়লে পড়তে ভালো লাগে, একঘেয়েমি আসে না। এভাবে প্ল্যান অনুযায়ী প্রতিদিনের
পড়া প্রতিদিন পড়লে পরীক্ষায় A+ পাওয়া খুব সহজ হয়ে যায়।
নিয়মিত ক্লাস করাঃ নিয়মিত ক্লাস না করে বাড়িতে বসে আর কোচিং করে ভালো
রেজাল্ট করা যাবে না। বাড়িতে একটা জিনিস দশবার পড়া আর ক্লাসে একবার পড়া এক
সমান। তাই নিয়মিত ক্লাস করবেন। পরীক্ষায় A+ পাওয়ার জন্য নিয়মিত ক্লাস করা
অত্যন্ত জরুরী।
ক্লাস লেকচার ফলো করাঃ ক্লাসে নিয়মিত উপস্থিত হতে হবে ও মনোযোগ দিয়ে
লেকচার শুনতে হবে। কেননা পরীক্ষায় কিভাবে আসবে বা কি আসতে পারে তা নিয়ে
শিক্ষকরা ক্লাসে কিছু না কিছু ধারনা দিয়ে থাকেন। এছাড়া কঠিন বিষয়গুলো ক্লাসে
শিক্ষকের কাছ থেকে বুঝিয়ে নিলে তা অনেকদিন পর্যন্ত মনে থাকে। তাই নিয়মিত ক্লাস
লেকচার ফলো করলে পরীক্ষায় প্রস্তুতি নেওয়ার সহজ হয়।
ইতিবাচক চিন্তা করুনঃ আজই নেতিবাচক চিন্তা-চেতনার মানুষদের পরিহার করুন
এবং যতটুকু পারেন ইতিবাচক মানুষদের সংস্পর্শে থাকার চেষ্টা করুন। যার ফলে আপনার
ভেতরে ভালো কিছু করার প্রেরণা পাবেন। তাই সবসময় ইতিবাচক চিন্তা করুন।
নিজেকে যাচাই করাঃ পরীক্ষার পূর্বে নিজেই নিজে ছোটখাটো টেস্ট দিয়ে নিন।
নিজেই তাতে মাকিং করুন। এতে করা পড়া ভালোমতো হয়েছে কিনা তা যেমন বোঝা যায়
তেমনি আত্মবিশ্বাসও বাড়ে। এই আত্মবিশ্বাস পড়া মনে রাখতে ও পরীক্ষা ভালো করতে
সাহায্য করে। উপরের পয়েন্ট গুলো ফলো করলে অবশ্যই পরীক্ষায় A+ পাওয়া সম্ভব।
কত ঘন্টা পড়লে a+
যারা পড়াশোনা করে তারা সবাই পরীক্ষায় ভালো রেজাল্ট করতে চায়। কিন্তু
প্রত্যেকেই পরীক্ষায় একবারে ভালো ফলাফল অর্জন করতে পারে না। যারা সঠিক নিয়ম
অনুসারে সারা বছর পড়াশোনা করে থাকে তারা পরীক্ষা ভালো রেজাল্ট করতে পারে। দিনে
২৪ ঘন্টার মধ্যে ৭ থেকে ৮ ঘন্টা অধ্যয়ন করা একবারেই প্রয়োজনীয়।
পড়াশোনা করাটা একটা অভ্যাসের মতোই, নিয়মিত পড়ার অভ্যাস তৈরি করলে ধীরে ধীরে
পড়াশোনার প্রতি আগ্রহ তৈরি করা সম্ভব। প্রথমে ঘড়ি নিয়ে এক ঘন্টা পড়ুন এবং
পড়ার মাঝে অবশ্যই বিরতি নিন। অন্যথায় একঘেয়েমি চলে আসবে। এভাবে আপনার সুবিধা
অনুযায়ী পরবর্তীতে পড়ার সময় এক ঘন্টা বাড়িয়ে দিন।
আপনি যদি এই ৭ ঘন্টা থেকে ৮ ঘন্টা অধ্যয়নের সময়কে দিন এবং রাতে ভাগ করতে পারেন
তবে আপনার পড়াশোনা করার সময় আপনি বিরক্ত বোধ করবেন না। তবে পরীক্ষায় a+
পাওয়ার জন্য নিয়মিত পড়াশোনা করে যেতে হবে।
পরীক্ষায় a+ পাওয়ার উপায়
পরীক্ষার এ প্লাস পাওয়ার জন্য বেশি পড়লেখার থেকে ভাল কোন উপায় নেই।তাও কিছু
টেকনিক এবং ট্রিকস কাজে লাগালে পরীক্ষায় ভালো রেজাল্ট করা যায়। পরীক্ষায় এ
প্লাস পেতে হলে আপনাকে বছরের প্রথম থেকে ভালো করে পড়াশোনা করতে হবে।একজন এসএসসি
শিক্ষার্থীকে এ প্লাস পাওয়ার জন্য নিয়মিত পড়াশোনার পাশাপাশি অবশ্যই রুটিনমাফিক
পড়াশোনা করতে হবে।
রুটিন ছাড়া নিয়মিত পড়াশোনা করা সম্ভব নয়। আর একজন শিক্ষার্থীর নিকট তার সকল
বই ভালোমতো পড়াশোনা করার জন্য একটি রুটিন অবশ্যই প্রয়োজন। কারণ একটি রুটিন করার
মধ্য দিয়েই একজন শিক্ষার্থী তার প্রতিদিনের পড়া প্রতিদিন শেষ করতে পারে। তাই
ভালো শিক্ষার্থীরা অবশ্যই তাদের পড়াশোনার রুটিন মাফিক করে চালিয় যায়।
আর এসএসসি পরীক্ষায় ভালো ফলাফলের পাশাপাশি এ প্লাস পেতে হলে অবশ্যই একজন
শিক্ষার্থীকে রুটিন মাফিক তার পড়াশোনা চালিয়ে যেতে হবে। তাই বলা হয় এসএসসি
পরীক্ষায় এ প্লাস পাওয়ার ক্ষেত্রে আরেকটি পদ্ধতি হলো নিয়মিত পড়াশোনা করা এবং
প্রতিদিনের পড়া প্রতিদিন শেষ করা।পরীক্ষায় এ প্লাস পাওয়ার জন্য আপনাকে দৈনিক
৭-৮ ঘন্টা পড়তে হবে।
উপসংহার
আপনারা যারা ssc তে golden a+ পাওয়ার উপায় খুজতেছেন আশা করি এই পোস্টটি
তাদের অনেক কাজে এসেছে। এই পোস্ট করার ফলে আপনি golden পেতে যা যা করতে হবে বা
মানতে হবে সে বিষয়ে একটি সঠিক গাইডলাইন পেয়েছেন। আজকের আর্টিকেল থেকে আমরা
জানলাম কিভাবে ssc তে golden পাওয়া যায়। আপনি যদি উপরের নিয়ম মেনে নিয়মিত
পড়াশোনা করেন তাহলে অবশ্যই ssc তে golden a+ পাবেন।
Umme Haney'র নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url