রাজশাহী পপুলার হাসপাতালের ডাক্তারদের তালিকা

রাজশাহী পপুলার হাসপাতাল ডাক্তারদের তালিকা ও রাজশাহী পপুলার হাসপাতালের ঠিকানা জানতে অনেকেই আগ্রহ প্রকাশ করে থাকেন। আপনি যদি পপুলার ডায়াগনস্টিক সেন্টার রাজশাহী সম্পর্কে বিস্তারিত জানতে চান তাহলে এই আর্টিকেলটি মনোযোগ দিয়ে পড়বেন। আজকের এই আর্টিকেলে রাজশাহী পপুলার হাসপাতালের ডাক্তারদের তালিকা সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করা হবে।
রাজশাহী পপুলার হাসপাতালের ডাক্তারদের তালিকা
আপনি জানেন যে, পপুলার ডায়াগনস্টিকস রাজশাহী বাংলাদেশের বিখ্যাত হাসপাতাল গুলির মধ্যে একটি, যাতে আপনি বিভিন্ন ক্ষেত্রে অনেক উচ্চ অভিজ্ঞ ডাক্তার পাবেন। 

ভূমিকা

সারা বাংলাদেশ জুড়ে পপুলার ডায়াগনস্টিক সেন্টার যেভাবে বাংলাদেশ জুড়ে যে সুনাম অর্জন করেছে সেরকম আর অন্য কোন ডায়াগনস্টিক সেন্টার এত বেশি সুনাম অর্জন করতে পারিনি। তেমনি বাংলাদেশের বৃহত্তর বিভাগ রাজশাহী পপুলার ডায়াগনস্টিক সেন্টার অনেক সুনাম অর্জন করেছে। রাজশাহী পপুলার ডায়াগনস্টিক সেন্টারে


অনেক বিশেষজ্ঞ ডাক্তার চিকিৎসা সেবা প্রদান করে আসছেন। রাজশাহী পপুলার ডায়াগনস্টিক ডাক্তারেরা চেষ্টা করে থাকে ভালো চিকিৎসা দেওয়ার জন্য। এখান থেকে কঠিন রোগ থেকে নিরাময় লাভ করেছে। তাই তো রাজশাহী পপুলার ডায়াগনস্টিক সেন্টারের দেশ জুড়ে দক্ষ চিকিৎসার মাধ্যমে পরিচিত অর্জন করেছে।

রাজশাহী পপুলার হাসপাতালের ডাক্তারদের তালিকা

রাজশাহী পপুলার হাসপাতালের ডাক্তারদের তালিকা সহ যেকোনো তথ্য পেতে চলে আসুন আমাদের এই ওয়েবসাইটে। আপনারা যারা উন্নত মানের চিকিৎসা গ্রহণ করতে চাইছেন কিন্তু সঠিক ডাক্তার খুঁজে পাচ্ছেন না তারা অবশ্যই আমাদের ওয়েবসাইটে চলে আসুন। আজকে আমরা আমাদের পোষ্টের মাধ্যমে রাজশাহী পপুলার হাসপাতালের ডাক্তারদের তালিকা সম্পর্কে কথা বলব।

ডাক্তারদের তালিকা:

ডাঃ মোঃ রইছ উদ্দিন

এমবিবিএস,এফসিপিএস(মেডিসিন), এমডি(কার্ডিওলজি), WHO ফেলো ইন্টারভেনশনাল কার্ডিওলজি মালয়েশিয়া,মাদ্রাজ,কোচিং- ভারত,সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান,হৃদরোগ বিভাগ,রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতাল, রাজশাহী।
রোগী দেখার সময়ঃবিকাল ৪টা- রাত ১০টা, শুক্রবার বন্ধ।

ডাঃ রাজেশ কুমার ঘোষ

এমবিবিএস,বিসিএস(স্বাস্থ্য),এমডি(কার্ডিওলজী)কনসালটেন্ট(কার্ডিওলজী),রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতাল, রাজশাহী।
রোগী দেখার সময়ঃ বিকাল ৩টা – রাত ১০টা, শুক্রবার বন্ধ।

ডাঃ মোঃ কফিল উদ্দিন

এমবিবিএস(ঢাকা),এমসিপিএস(মেডিসিন),এমডি(নিঊরোলজি) ব্রেন,নার্ভ রোগ ও মেডিসিন(বিশেষজ্ঞ), সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান (নিউরোলজি বিভাগ), রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতাল, রাজশাহী ৷
রোগী দেখার সময়ঃ বিকাল ৪টা- রাত ১০টা, শুক্রবার বন্ধ ৷

ডাঃ এম- আহম্মদ আলী

এমবিবিএস,এমডি(নিউরো-মেডিসিন),ডিইউ,স্নায়ুরোগ(ব্রেন,নার্ভ,স্পাইন,স্টোক,প্যারালইিসিস,দুর্বলতা,মাথা,কমরের ব্যাথা ইত্যাদি) ও মেডিসিন বিশেষজ্ঞ। সহযোগী অধ্যাপক (নিউরোলজি বিভাগ), মেম্বার অব ওয়ার্ল্ড ফেডারেশন অব নিউরোলজিষ্ট, রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতাল, রাজশাহী ৷
রোগী দেখার সময়ঃ বিকাল ৪টা- রাত ১০টা ,শুক্রবার বন্ধ।

ডাঃ পীযুষ কুমার কুন্ডু

এমবিবিএস, এমডি (নিউরো মেডিসিন ), ব্রেইন, নার্ভ (স্নায়ূরোগ) ও মেডিসিন বিশেষজ্ঞ, সহযোগী অধ্যাপক (নিউরো মেডিসিন বিভাগ), রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতাল, রাজশাহী ৷
রোগী দেখার সময়ঃ বিকাল ৩টা – সন্ধ্য ৭টা, শুক্রবার বন্ধ।

ডাঃ মোঃ পারভেজ আমিন

এমবিবিএস, এমডি (নিউরো মেডিসিন), সহকারী অধ্যাপক (নিউরোলজি বিভাগ), ব্রেন, নার্ভ (স্নাযুরোগ) ও মেডিসিন বিশেষজ্ঞ, রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতাল, রাজশাহী ৷
রোগী দেখার সময়ঃ বিকাল ৩টা- রাত ৯টা, শুক্রবার বন্ধ।

ডাঃ মোঃ মুনজুর এলাহী

এমবিবিএস, এমডি (নিউরো মেডিসিন), সহকারী অধ্যাপক (নিউরোলজি বিভাগ), ব্রেন, নার্ভ (স্নাযুরোগ) ও মেডিসিন বিশেষজ্ঞ, রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতাল, রাজশাহী ৷
রোগী দেখার সময়ঃ দুপুর ৩টা রাত ১০টা, শুক্রবার বন্ধ।

ডাঃ মুহতারিমা তাবাসসুম নিণু

এমবিবিএস, বিসিএস(স্বাস্থ্য),এমডি( নিউরো মেডিসিন) ব্রেন, নার্ভ, স্পাইন, মৃগী, ষ্টোক,ও প্যারালাইসিস বিশেষজ্ঞ , রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতাল,রাজশাহী।
রোগী দেখার সময়ঃ বিকাল ৩টা- রাত ৯টা, শুক্রবার বন্ধ।
রাজশাহীর পপুলার ডায়াগনস্টিক সেম্টার এর বিশেষজ্ঞ চিকিৎসক

ডাঃ আ ফ ম. মোমতাজুল হক

এমবিবিএস (ডিএমসি) )এমএস (নিউরো সার্জারী), ব্রেন, নার্ভ, মেরুদড বিশেষজ্ঞ ও সার্জন, সহকারী অধ্যাপক (নিউরো সার্জরী বিভাগ)। রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতাল, রাজশাহী ৷
রোগী দেখার সময়ঃ দুপুর ৩টা- রাত ৯টা ৷ শুক্রবার বন্ধ

অধ্যাপক ডাঃ শেখ মুহাম্মদ একরামুল্লাহ

এমবিবিএস, পিএইচডি (নিউরো সার্জারী, জাপান),অধ্যাপক ও বিভাগীয় প্রধান, পেডিয়াট্রিক নিউরো সার্জারী বিভাগ, শিশু ও নিউরো সাইন্স, ঢাকা।
রোগী দেখার সময়ঃ বহস্পতি বার বিকাল ৪টা- রাত্রি ৯টা, শুক্রবারঃ সকাল ৯টা- সন্ধ্যা ৭ টা

অধ্যাপক ডাঃ মোঃ খলিলুর রহমান

এমবিৰিএস, এফসিপিএস ( মেডিসিন),এফএসিপি (আমেরিকা), অধ্যাপক ও বিভাগীয় প্রধান (মেডিসিন বিভাগ), রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতাল, রাজশাহী ৷
রোগী দেখার সময়ঃ প্রতিদিন দুপুর ২টা ৩০ মিঃ- রাত্রি ৯টা, শুক্রবার বন্ধ।

অধ্যপক ডাঃ মেহোম্মদ মাহবুবুর রহমান খান

এমবিবিএস, এমসিপিএস (মেডিসিন), এমডি ইন্টারনাল মেডিসিন), বিএসএমইউ, অধ্যপক(মেডিসিন) ও ইউনিট প্রধান (মেডিসিন ইউনিট-৪), রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল, রাজশাহী।
রোগী দেখার সময়ঃ প্রতিদিন দুপুর ২টা ৩০মিঃ- রাত-১০টা। শুক্রবারঃসকাল ১০টা- দুপুর ১২টা, বিকাল ৫টা- রাত ৮টা।

অধ্যপক ডাঃ মেহোম্মদ হাসান তারিক
এমবিবিএস,এমসিপিএস(মেডিসিন),অধ্যপক(মেডিসিনবিভাগ),রাজশাহীমেডিকেল কলেজ হাসপাতাল, রাজশাহী।

ডাঃ মো জহিরুল হক

এমবিবিএস (ডিএমসি), এফসিপিএস (মেডিসিন) সহযোগী অধ্যপক(মেডিসিন বিভাগ), রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল, রাজশাহী।
রোগী দেখার সময়ঃ প্রতিদিন বিকাল ৫টা – রাত-৯টা , শুক্রবার বন্ধ।

ডাঃ বলাই চন্দ্র সরকার

এমবিবিএস (ডিএমসি), এমসিপিএস(মেডিসিন ) এফসিপিএস(মেডিসিন ), সহযোগী অধ্যপক(মেডিসিন বিভাগ)। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল, রাজশাহী।
রোগী দেখার সময়ঃ প্রতিদিন বিকাল ৪টা – রাত-৯টা । শুক্রবার সকাল ৯টা ৩০ মি- দুপুর ১ টা

ডাঃ প্রবীন মোহন বসাক

এমবিবিএস,বিসিএস(স্বাস্থ্য)এফসিপিএস(মেডিসিন)এমআরসিপি ( ইউকে),সহযোগী অধ্যপক(মেডিসিন বিভাগ), রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল, রাজশাহী।
রোগী দেখার সময়ঃ প্রতিদিন বিকাল ৩টা – রাত-১০টা , শুক্রবার বন্ধ।

ডাঃ মোঃ মহাইমেনুল হক ( আতিক)

এমবিবিএস, বিসিএস(স্বাস্থ্য)এফসিপিএস(মেডিসিন)এমআরসিপি(আমেরিকা),কনসালটেন্ট, মেডিসিন।
রোগী দেখার সময়ঃ প্রতিদিন ২.৩০ মিঃ – রাত-১০টা । শুক্রবার সকাল ৯টা – দুপুর ১২ টা।

ডাঃ মোঃ নুরে আলম সিদ্দিকী

এমবিবিএস, বিসিএস( স্বাস্থ্য) এফসিপিএস(মেডিসিন) এমডি (ইন্টারনাল মেডিসিন), সহযোগী অধ্যপক(মেডিসিন বিভাগ)। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল, রাজশাহী।
রোগী দেখার সময়ঃ প্রতিদিন বিকাল ৪টা – রাত-৮টা। মাসের ২য় ও ৪র্থ শুক্রবার সকাল ৯টা – দুপুর ১২ টা

ডাঃ মো: মতিউর রহমান

এমবিবিএস( রাজ) এফসিপিএস(মেডিসিন) ডিইএম ( বারডেম), স্পেশাল ইন্টারেস্ট – ওবেসিটি, ইনফারলিতি ও থাইরইয়েড রোগ, রেজিস্টার (মেডিসিন বিভাগ। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল, রাজশাহী।
রোগী দেখার সময়ঃ প্রতিদিন বিকাল ৪টা – রাত-৮টা। বৃহস্পতি বার ও শুক্রবার বন্ধ

ডাঃ সুজন আল আল হাসান

এমবিবিএস, এমসিপিএস( ফিজিক্যাল মেডিসিন), স্নায়ু ও হ্রদরোগ পুনর্বাসন প্রশিক্ষণ প্রাপ্ত ( মাদ্রাজ), বাত – ব্যাথা, প্যারালাইসিস, সহযোগী অধ্যপক ও বিভাগীয় প্রধান ফিজিক্যাল মেডিসিন বিভাগ। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল, রাজশাহী।
রোগী দেখার সময়ঃ প্রতিদিন বিকাল ৫টা – রাত-৯টা, শুক্রবার বন্ধ

অধ্যপক ডাঃ মোঃ দায়েম উদ্দিন

এমবিবিএস, এমসিপিএস, এফসিপিএস (রেডিওথেরাপী), এফআরসিপি (এডিন), ফেলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা- চীন, ভারত, থাইল্যান্ড ও ফ্রান্স , ব্লাড ক্যান্সার চিকিৎসাই বিশেষ প্রশিক্ষণ প্রাপ্ত , অধ্যপক ও বিভাগীয় প্রধান, ক্লিনিক্যাল অনকোলজী (ক্যান্সার)বিভাগ । বারিন্দ মেডিকেল কলেজ ও হাসপাতাল , রাজশাহী , অধ্যপক ও বিভাগীয় প্রধান, রেডিয়েশন অনকোলজী বিভাগ ও উপাধাক্ষ(এক্স ), রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল, রাজশাহী।
রোগী দেখার সময়ঃ প্রতিদিন বিকাল ৪টা – রাত-১০টা বহস্পতি বার ও শুক্রবার বন্ধ।

ডাঃ মোঃ হারুন অর রশিদ

এমবিবিএস, এমসিপিএস(মেডিসিন), এমডি(লিভার),সহযোগী অধ্যপক, লিভার বিভাগ, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল, রাজশাহী।
রোগী দেখার সময়ঃ প্রতিদিন বিকাল ৪টা – রাত-৮টা শুক্রবার বন্ধ। 

ডাঃ মোঃ খালেকুজ্জামান সরকার

এমবিবিএস (ঢাকা মেডিকেল কলেজ), এমডি( গ্যাস্ট্রাএন্টারোলজী) পরিপাকতন্ত্র, লিভার ও মেডিসিন বিশেষজ্ঞ,ইন্টারভেনশনাল,গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট,হেপাটোলজিস্ট,সহকারীঅধ্যাপক(গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগ)রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল, রাজশাহী।
রোগী দেখার সময়ঃ প্রতিদিন দুপুর ৩ টা – রাত-৮টা শুক্রবার বন্ধ।

ডাঃ মো মাহাফুজ্জামান

এমবিবিএস এমডি( গ্যাস্ট্রাএন্টারোলজী), পরিপাকতন্ত্র, ও লিভার বিশেষজ্ঞ, কনসালটেন্ট পপুলার ডায়াগনস্টিক সেন্টার লিমিটেড,
রোগী দেখার সময়ঃ প্রতিদিন সকাল ১০টা -দুপুর ২টা , দুপুর ৩ টা – রাত-৯টা শুক্রবার সন্ধ্যা ৬ টা- রাত ৮ টা।

ডাঃ মোঃশফিকুল ইসলাম

এমবিবিএস,এমডি(গ্যাস্ট্রাএন্টারোলজী),পরিপাকতন্ত্র,লিভার বিশেষজ্ঞ, রেজিস্টার গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগ, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল, রাজশাহী,
রোগী দেখার সময়ঃ প্রতিদিন দুপুর ৩ টা – রাত-৯টা।শুক্রবার বন্ধ।

ডাঃ মোঃ রফিকুল ইসলাম

এমবিবিএস,বিসিএস(স্বাস্থ্য),এমডি,হেপাটোলজি(বিএসএমএমইউ),এন্ডোসকপিস্ট এন্ড হেপাটোলজিস্ট, পরিপাকতন্ত্র, ও লিভার বিশেষজ্ঞ, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল, রাজশাহী
রোগী দেখার সময়ঃ প্রতিদিন দুপুর ৩ টা – রাত-৯টা শুক্রবার বন্ধ।

অধ্যপক ডাঃ এ কে এম মনোয়ারুল ইসলাম

এমবিবিএস, ডিসিএম, এমডি(নেফ্রোলজী), এফএসিপি (আমেরিকা)
অধ্যপক ও বিভাগীয় প্রধান, কিডনী বিভাগরাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল, রাজশাহী
রোগী দেখার সময়ঃ প্রতিদিন দুপুর ৩ টা – সন্ধ্যা-৬টা। শুক্রবার বন্ধ।

ডাঃ মোঃ সিদ্দিকুর রহমান(সোহেল)

এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য), এমডি( নেফ্রোলজী) রেজিস্টার কিডনি বিভাগ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল, রাজশাহী
রোগী দেখার সময়ঃ প্রতিদিন দুপুর ২টা – রাত ১০টা। শুক্রবার বন্ধ

ডাঃ মোঃ তফিকুল ইসলাম তৌফিক

এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য), এফসিপিএস(সার্জারি) এমএস (ইউরোলজি)
ইউরোলজিস্ট এন্ডোসকপিষ্ট ও সার্জারি বিশেষজ্ঞ কনসালটেন্ট, ইউরোলজিস্ট
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল, রাজশাহী,
রোগী দেখার সময়ঃ বিকাল ৪টা – রাত-৯টা শুক্রবার বন্ধ

নিউরো মেডিসিন বিশেষজ্ঞ রাজশাহী পপুলার

আপনারা আমাদের ওয়েবসাইট থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল এবং রাজশাহী অবস্থিত ডায়াগনস্টিক সেন্টারে বসেন এমন নিউরো মেডিসিন বিশেষজ্ঞদের সকল তথ্য পাবেন। যারা নিউরো মেডিসিন সম্পর্কে বোঝেন না তারা এই পোষ্টটি পড়লে বুঝতে পারবেন।

মস্তিষ্কের নানা সমস্যার কারণে নিউরো মেডিসিন বিশেষজ্ঞ এর প্রয়োজন হয়। আমাদের মস্তিষ্কের ভারসাম্যহীনতা আরো মস্তিষ্ক সংক্রান্ত আরো নানাবিধ সমস্যার কারণে,আমরা যে চিকিৎসা নিকট দ্বারস্থ হই তা হল নিরোলজিস্ট। মানবদেহের প্রতিটি অংশ আলাদা আলাদা নামে বিভক্ত। মানবদেহের মস্তিষ্কে ব্রেন এর অংশকে বলা হয় নিউরোলজি।

আমরা মস্তিষ্কের সমস্যা নিয়ে রাজশাহীতে যারা বিশেষজ্ঞদের কাছে যায় তাদের মধ্যে সেরা কয়েকটি বিশেষজ্ঞদের নাম দেওয়া হলো। আশা করি এতে আপনাদের উপকৃত হবে ইনশাল্লাহ।

ডাঃমঞ্জুর এলাহি

ডাঃমঞ্জুর এলাহি স্যারের যোগ্যতা এবং ডিগ্রী এমবিবিএস,এমডি (নিউরো মেডিসিন)। তিনি রোগী দেখার জন্য আমানা হাসপাতাল লিমিটেডে বসেন। সেখানে মঞ্জুর এলাহী স্যারের রোগী দেখার সময় বিকালঃ ৩টা - ৫টা পর্যন্ত।

ডাঃমোঃ আমজাদ হোসেন প্রামানিক

ডাঃমোঃ আমজাদ হোসেন প্রামানিক স্যারের অর্জিত ডিগ্রী এমবিবিএস, বিসিএস( স্বাস্থ্য ) এমডি (নিউরো মেডিসিন)। তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিউরো মেডিসিন বিভাগের একজন সহকারী অধ্যাপক। তিনি ইউনিল্যাব ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারে ২টা থেকে ৮টা পর্যন্ত রোগী দেখার উদ্দেশ্যে বসেন।

ডাঃ প্রসাদ কুমার সরকার

ডাঃ প্রসাদ কুমার সরকার রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতালের একজন বিশিষ্ট নিউরো মেডিসিন বিশেষজ্ঞ। স্যার যে সকল ডিগ্রি অর্জন করেছেন সেগুলো হল এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য) এমডি (নিউরোলজি) বিএসএমএমইউ। স্যার নিয়মিতভাবে ল্যাব এইড ডায়াগনস্টিক রাজশাহীতে বসেন। সন্ধ্যা ৭টা থেকে রাত ৯ টা পর্যন্ত রোগী দেখার জন্য বসেন।   

ডাঃ রেজা নাসিম আহমেদ রনি

ডাঃ রেজা নাসিম আহমেদ রনি একজন নিউরো মেডিসিন ও মেডিসিন বিশেষজ্ঞ। তার অর্জিত ডিগ্রি হলো এমবিবিএস,এমডি (নিউরো মেডিসিন )এফসিপিএস আমেরিকা,এফআরএসএম লন্ডন। তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে একজন সহকারী অধ্যাপক। আর চেম্বার হল ল্যাবএইড ডায়াগনস্টিক রাজশাহী।


সেখানে তার রোগী দেখার সময় সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত। তাছাড়া তিনি রাজশাহী সেন্টার হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে বিকাল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত রোগী দেখেন। তিনি সপ্তাহে কিছু কিছু দিন সেইলর ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারে বিকাল ২.৩০ থেকে রাত পর্যন্ত বসেন।
ডাঃ মোঃ সারওয়ার

ডাঃ মোঃ সারওয়ার মেডিকেল কলেজ হাসপাতালে একজন ফরমার ডেপুটি ডাইরেক্টর। তাছাড়া তিনি একজন নিউরো মেডিসিন এবং সি মেডিসিন বিশেষজ্ঞ। তার যোগ্যতা এবং ডিগ্রি হল এমবিবিএস, এমপিএইচ (সি. মেডিসিন)। তিনি মাঝে মাঝে বৈশাখী মেডিকেল সার্ভিসেস এ অন কলে রোগী দেখেন।

গাইনি ডাক্তারের তালিকা রাজশাহী পপুলার

আপনি কি রাজশাহীতে একজন অভিজ্ঞ গাইনি ডাক্তারের সন্ধান করছেন? তাহলে আপনি সঠিক জায়গায় এসেছেন।রাজশাহীতে অনেক গাইনি ডাক্তার রয়েছে সে ডাক্তার গুলো তুলে ধরার চেষ্টা করা হয়েছে এই আর্টিকেলে। আজকে আমি আমার পোষ্টের মাধ্যমে রাজশাহীর পপুলারের গাইনি ডাক্তারের তালিকা তুলে ধরব। 

যাতে করে আপনারা আমাদের এই পোস্টটি থেকে উপকৃত হতে পারেন এবং সুচিকিৎসা নিতে পারেন। তাহলে চলুন জেনে নেওয়া যাক।

ডক্টর রাখি দেবী

এমবিবিএস( ডিএমসি), এফসিপিএস (ওবিজিওয়াইএন) প্রশিক্ষণ( বন্ধ্যাত্ব)
স্ত্রীরোগ, বন্ধ্যাত্ব বিশেষজ্ঞ এবং ল্যাপরোস্কোপিক সার্জন
রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতাল
চেম্বার: পপুলার ডায়াগনস্টিক সেন্টার, রাজশাহী
রোগী দেখার সময়: সকল ১১ টা থেকে দুপুর ২টা এবং বিকাল পাঁচটা থেকে রাত দশটা (প্রতিদিন)

ডাঃ হাসিনা আক্তার

MBBS,FCPS (OBGYN)
স্ত্রীরোগ, প্রসূতি বিশেষজ্ঞ এবং ল্যাপরোস্কোপি সার্জন
রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতাল
চেম্বার: পপুলার ডায়াগনস্টিক সেন্টার, রাজশাহী
রোগী দেখার সময়: প্রতিদিন বিকাল তিনটা থেকে রাত দশটা (বন্ধ: শুক্রবার)

ডক্টর শিপ্রা চৌধুরী

MBBS,FCPS (OBGYN)
স্ত্রী রোগ ও প্রসূতি বিশেষজ্ঞ
রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতাল
চেম্বার: পপুলার ডায়াগনস্টিক সেন্টার,রাজশাহী
রোগী দেখার সময়: বিকাল ৫টা থেকে রাত ৯ টা ( শনি থেকে বৃহস্পতি) এবং রাত ১০টা থেকে ১২টা  

ডঃ মনোয়ারা বেগম

MBBS,DGO,FCPS (OBGYN), FIGO ফেলো (ইতালি)
রাজশাহী মেডিকেল কলেজে ও হাসপাতাল
চেম্বার: পপুলার ডায়াগনস্টিক সেন্টার, রাজশাহী
রোগী দেখার সময়: প্রতিদিন বিকাল ৩টা হতে রাত ৯টা (বন্ধঃ শুক্রবার)

ডক্টর ফাতেমা সিদ্দিকা

MBBS,DGO,(OBGYN),FCPS (OBGYN)
স্ত্রীরোগ,বন্ধ্যাত্ব বিশেষজ্ঞ এবং ল্যাপারোস্কোপিক সার্জন
ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতাল
চেম্বার:মাতৃভূমি বন্ধ্যাত্ব কেন্দ্র ও হাসপাতাল রাজশাহী
রোগী দেখার সময়: দুপুর ২টা থেকে রাত ৯ টা( শনি থেকে বৃহস্পতি) এবং সকাল ১১টা থেকে বিকাল ৩টা
ডক্টর নাসরিন বেগম

MBBS,DGO ( DHAKA)
স্ত্রী রোগ ও প্রসূতি বিশেষজ্ঞ
সলামি ব্যাংক মেডিকেল কলেজ ও হাসপাতাল
চেম্বার: ইসলামী ব্যাংক হাসপাতাল, রাজশাহী

ডক্টর নূর-ই-আতিয়া লাভলী

এমবিবিএস, বিসিএস স্বাস্থ্য, এফসিপিএস ( ওবিজিওয়াইএন)
স্ত্রী রোগ, প্রসূতি বিশেষজ্ঞ এবং সার্জন
রাজশাহী মেডিকেল কলেজে ও হাসপাতাল
চেম্বার:ইসলামী ব্যাংক হাসপাতাল, রাজশাহী
রোগী দেখার সময়:2.30pm থেকে 8pm( বন্ধ: শুক্রবার)

বক্ষব্যাধি বিশেষজ্ঞ ডাক্তার পপুলার রাজশাহী

বক্ষব্যাধি বিশেষজ্ঞ ডাক্তারের তালিকা জানতে আমাদের এই অংশটুকু আপনাদের মনোযোগ সহকারে পড়তে হবে। বক্ষব্যাধি এখন ব্যাপক আকার ধারণ করেছে।বক্ষব্যাধি চিকিৎসার জন্য আপনারা অনেক জায়গায় যেয়ে থাকেন। আজকে আপনাদের সঙ্গে রাজশাহী পপুলারের বক্ষব্যাধি ডাক্তার সম্পর্কে আলোচনা করব। আশা করি এই আর্টিকেল থেকে কিছু উপকৃত হবেন।


ডাক্তারের তালিকাঃ
  • অধ্যাপক ডাঃসমীর মজুমদার
  • ডাঃ আহমেদ যায়নুদ্দিন সানী
  • ডাঃ মোঃ মাসুদুর রহমান
  • ডাঃ চিত্তরঞ্জন পাল
  • ডাঃ মোঃ রেজাউল ইসলাম
  • ডাঃ মোহাম্মদ জান্নাতুল রায়হান
  • ডাঃ মোঃ মোকাদ্দেস হোসেন মিনু
  • ডাঃ মোঃ ফারুক হোসেন

শেষ কথা

সম্মানিত পাঠক, আশা করি আপনি রাজশাহী পপুলার হাসপাতালের ডাক্তারদের তালিকা সম্পর্কে জানতে পেরেছেন। আমাদের মাঝে রোগবালাই হলে যেমন বিশেষ গুরুত্ব দিতে হয় তেমনি সমস্যা নির্বাচন করে সমাধানের জন্য নির্দিষ্ট বিষয়ে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ গ্রহণ করুন। এতক্ষণ আমাদের আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভাল থাকবেন সুস্থ থাকবেন। ‘’আল্লাহ হাফেজ’’

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
1 জন কমেন্ট করেছেন ইতোমধ্যে
  • Happy
    Happy ৫ মে, ২০২৪ এ ৯:১৩ PM

    Apni Onek sundor article likhsen.

মন্তব্য করতে এখানে ক্লিক করুন

Umme Haney'র নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url