মেয়েদের হাত পা ফর্সা করার ক্রিমের নাম

প্রিয় পাঠক, আসসালামু আলাইকুম আমাদের ওয়েবসাইটে আপনাকে স্বাগতম জানাচ্ছি। আজকে আরেকটি নতুন আর্টিকেল নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকের এই আর্টিকেলে মেয়েদের হাত পা ফর্সা করার ক্রিমের নাম সম্পর্কে বিস্তারিতভাবে ভাবে আলোচনা করব। তাহলে চলুন আর্টিকেলটি শুরু করি।
মেয়েদের হাত পা ফর্সা করার ক্রিমের নাম
অনেকে হাত-পা ফর্সা করতে চায়। কারণ হলো অনেকে চেহারা সুন্দর কিন্তু হাত পা চেহারার মত ফর্সা নয়। আপনারা যদি এই আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়েন তাহলে মেয়েদের হাত পা ফর্সা করার ক্রিমের নাম গুলো জানতে পারবেন।

ভূমিকা

হাত-পা ফর্সা করার জন্য বা হাত-পায়ের সাথে মুখের রংয়ের পার্থক্য দূর করার জন্য অনেকে বাহিরের পণ্য ব্যবহার করে। আমরা নিজেদের সুন্দর করার জন্য বিভিন্ন ধরনের সৌন্দর্য বর্ধক জিনিসপত্র ব্যবহার করে থাকি। বাজারে অনেক ধরনের ক্রিম বা লোশন পাওয়া যায়। আপনার ত্বকের ধরন বুঝে এই ক্রিম বা লোশন ব্যবহার করবেন। 


আজকের এই আর্টিকেল পড়লে মেয়েদের হাত পা ফর্সা করার ক্রিমের নাম জানতে পারবেন। এছাড়াও এই আর্টিকেল পড়লে আরো জানতে পারবেন হাত পা ফর্সা করার প্রাকৃতিক উপায়, হাত পা ফর্সা করার লোশন এর নাম, হাত পা ফর্সা করার সাবান, এই সকল বিষয়ে আপনারা বিস্তারিতভাবে জানতে পারবেন। তাহলে কথা না বাড়িয়ে চলুন শুরু করি।

মেয়েদের হাত পা ফর্সা করার ক্রিমের নাম

মেয়েদের হাত পা ফর্সা করার ক্রিমের খুঁজতে নাম গেলে বাজারে অনেক ধরনের ক্রিম পাওয়া যায়। কিন্তু সব ধরনের ত্বকের জন্য উপযুক্ত নয়। তাই অবশ্যই ত্বকের ধরন বুঝে ক্রিম কিনতে হবে। বাজারে অনেক নকল প্রোডাক্ট পাওয়া যায় যা আপনার ত্বকের জন্য ক্ষতিকর। তাই মেয়েদের হাত পা ফর্সা করার কিছু ভালো ক্রিমের নাম নিচে উল্লেখ করা হলো।

Khazana Lotion
দ্রুত সময়ের মধ্যে হাত-পা ফর্সা করার জন্য খাজানা বডি লোশনটি খুবই কার্যকরী। ব্যবহারের মাত্র কয়েকদিনের মধ্যে আপনি ভালো রেজাল্ট পাবেন। লোশনটি নিয়মিত ব্যবহারের মাধ্যমে বিভিন্ন ধরনের দাগ দূর হবে এবং তৈলাক্ত ত্বক উজ্জ্বল হয়ে উঠবে। তাই আপনারা যারা দ্রুত হাত পা ফর্সা করার উপায় খুঁজছেন তার অবশ্যই এই ক্রিমটি নিয়মিত ব্যবহার করবেন।

ব্যবহারবিধিঃ রাতে ঘুমাতে যাওয়ার আগে হাত ও পা পরিষ্কার করে ধুয়ে নিন। পরিমাণ মতো লোশনটি নিয়ে হাতে এবং পায়ে ভালোভাবে মাখুন। সারারাত রেখে দিন। সকালে ঘুম থেকে উঠে হাত এবং পা পরিষ্কার করে ধুয়ে ফেলুন।

Due Special Care Body Lotion
কোন পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই আপনি যদি হাত এবং পা ফর্সা করতে চান তাহলে এই বডি লোশন টি আপনার জন্য অসাধারণ কাজ করবে। এই লোশন টি ব্যবহারের ফলে ত্বকের বিভিন্ন ধরনের সমস্যা থাকলে তা দূর হয়ে যাবে। নিয়মিতই লোশনটি ব্যবহারের ফলে হাত ও পা ফর্সা হয়ে উঠবে। যারা অতীতে এই লোশনটি ব্যবহার করেছে তারা সবাই ভালো রিভিউ দিয়েছে।


ব্যবহারবিধিঃ রাতে ঘুমাতে যাওয়ার আগে হাত ও পা পরিষ্কার করে ধুয়ে নিন। পরিমাণ মতো লোশনটি নিয়ে হাতে এবং পায়ে ভালোভাবে মাখুন। সারারাত রেখে দিন। সকালে ঘুম থেকে উঠে হাত এবং পা পরিষ্কার করে ধুয়ে ফেলুন।

Crystal White Milk Body Lotion
হাত ও পা এতে ফর্সা করার জন্য কোরিয়ান এই বডি লোশন ব্যবহার করা যেতে পারে। এই বডি লোশন ব্যবহার করার মাধ্যমে খুব অল্প সময়ের মধ্যেই আপনার হাত এবং পা উজ্জ্বল হয়ে উঠবে। আপনারা যারা দ্রুত হাত পা ফর্সা করার সমাধান খুঁজছেন তারা এই লোশনটি অনায়াসে ব্যবহার করতে পারেন। এই এই লোশনে তেমন কোন পার্শ্ব প্রতিক্রিয়া নেই।

ব্যবহারবিধিঃ রাতে ঘুমাতে যাওয়ার আগে হাত ও পা পরিষ্কার করে ধুয়ে নিন। পরিমাণ মতো লোশনটি নিয়ে হাতে এবং পায়ে ভালোভাবে মাখুন। সারারাত রেখে দিন। সকালে ঘুম থেকে উঠে হাত এবং পা পরিষ্কার করে ধুয়ে ফেলুন।

হাত পা ফর্সা করার প্রাকৃতিক উপায়

অনেকেই আছেন যাদের মুখে তুলনায় হাত পা কম ফর্সা থাকে। মুখের সামনে হাত তখন দেখতে বেমানান লাগে। এজন্য হাত ও পা এর যত্ন নিতে হবে। আপনি যদি চান হাত ও পায়ের রং মুখের মতে উজ্জ্বল হোক তবে বেছে দিতে পারেন প্রাকৃতিক উপায় গুলো। প্রাকৃতিক উপায়ের মাধ্যমে হাত ও পায়ের রং ফর্সা করা সম্ভব। তাহলে চলুন হাত পা ফর্সা করার প্রাকৃতিক উপায় গুলো জেনে নেই।

লেবুর রসঃ আমরা সবাই জানি লেবুর রসে এমন এক ধরনের সাইট্রিক এসিড যা ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে সাহায্য করে। লেবুর রস বের করে তুলোয় করে হাতে আর পায়ে লাগিয়ে নিন আর রেখে দিন প্রায় ১০ থেকে ১৫ মিনিটের মত। তারপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। এই কাজটি অবশ্যই রাতে করবেন। কারণ লেবুর রস লাগিয়ে আপনি রোদের মধ্যে গেলে ত্বকের রং ফর্সা হওয়ার বদলে উল্টো কালো হয়ে যেতে পারে।

বেসনঃ ত্বককে পরিষ্কার করে লাবণ্য ফিরিয়ে আনতে বেসনের জুড়ি নেই। বেসনের মাস্ক ব্যবহার করে আপনি পেতে পারেন সুন্দর হাত ও পা। এটি তৈরি করতে প্রথমে দুই টেবিল চামচ বেসন, এক টেবিল চামচ হলুদের গুড়ো, দুই টেবিল চামচ কাঁচা দুধ বা গোলাপজল এবং তার সঙ্গে কয়েক ফোটা লেবুর রস মিশিয়ে ঘন পেস্ট তৈরি করে নিন। 

এবার হাতে ও পায়ে লাগিয়ে নিন এরপর ১৫ মিনিট পরে হাতপা ধুয়ে ফেলুন। সপ্তাহে দুইবার ব্যবহার করলে হাত ও পায়ের কালো রং দূর হবে এবং খুব দ্রুত হাত পা ফর্সা হবে।

অ্যালোভেরা ও মধুঃ ত্বকের যত্নে অ্যালোভেরা বেস পুরনো। এতে থাকে প্রচুর এন্টিঅক্সিডেন্ট। হাত ও পায়ের উজ্জ্বলতা ধরে রাখতে চাইলে অ্যালোভেরা ব্যবহার করতে পারেন। দুই টেবিল চামচ এলোভেরা জেল ও দুই টেবিল চামচ মধু একসঙ্গে মিশিয়ে নিন। এই মিশ্রণটি হাতে ও পায়ে লাগিয়ে নিন। শুকিয়ে গেলে পরিষ্কার পানিতে ধুয়ে ফেলুন।

কাঁচা দুধঃ হাত ও পায়ের কালচে ভাব দূর করে ফর্সা করে তুলতে কাঁচা দুধের কোন বিকল্প নেই। কাঁচা দুধ তুলোর টুকরায় মাখিয়ে তা হাতে পায়ে মেখে বসে থাকুন অন্তত ১০ মিনিট। সেটি শুকিয়ে গেলে ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিন। প্রতিদিন এভাবে ব্যবহার করলে খুব অল্প দিনের মধ্যেই হাত ও পা দ্রুত ফর্সা হয়ে যাবে।


টকদইঃ দইয়ের মধ্যে রাইবো ফ্লেবিন বিদ্যমান। এটি ত্বকে নতুন কোষের গ্রোথ বাড়িয়ে দেয় যার ফলে ত্বক ইয়াং হয়ে ওঠে। এ ছাড়া টক দইয়ে ল্যাকটিক অ্যাসিড আছে যা এটি হাত ও পায়ের দাগ দূর করে দিয়ে ত্বক ফর্সা করে তুলবে। প্রতিদিন গোসল করার আগে হাতে ও পায়ে টক দই দিয়ে  ম্যাসাজ করুন। ভালো ফল পেতে  সাথে দইয়ের লেবুর রস মিশিয়ে নিন।

শসা ও হলুদঃ ত্বক ফর্সা করার জন্য প্রাকৃতিক উপাদান হিসেবে শসার রস দূষণ কার্যকারী। হলুদ ত্বককে কোমল ও মসৃণ করে তোলে। একটি ছোট শশা থেকে রস বের করে সেই রসের সঙ্গে দুই চামচ হলুদ গুঁড়া মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করে নিন। এ মিশ্রণটি পুরো হাত ও পায়ে লাগিয়ে নিন। শুকিয়ে গেলে হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। সপ্তাহে তিনবার ব্যবহার করলে হাত বা ফর্সা হয়ে যাবে।

টমেটোঃ রূপচর্চায় টমেটোর ব্যাপক ব্যবহার হয়ে আসছে। টমেটো রসে আছে প্রাকৃতিক ব্লিচিং উপাদান। তাই হাত ও পায়ের কালচে ভাব দূর করতে এবং হাত ও পা উজ্জ্বল ও চকচকে করে তুলতে টমেটো খুবই দরকারী একটি উপাদান। প্রথমে একটি টমেটোকে ভালো করে পেস্ট করে নিন অথবা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন।

এবার এই পেস্টটি হাতে ও পায়ে লাগিয়ে রাখুন ১৫ মিনিট। শুকিয়ে গেলে ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে নিন। এভাবে নিয়মিত ব্যবহারের ফলে খুব অল্প কয়েকদিনের মধ্যেই পরিবর্তনটা দেখে আপনি নিজেই হয়তো অবাক হবেন।

পাকা পেঁপেঃ কালো হাত-পা থেকে মুক্তি পেতে পাকা পেঁপে বেশ উপকারী। পাকা পেঁপে রোদে পোড়া ভাব ও হাত পা এর কালচে দাগ দূর করে। তাই ফর্সা হাত পা পেতে পাকা পেঁপে ভালোভাবে হাত দিয়ে চটকিয়ে নিন। এরপর চটকানো পেঁপে হাতে ও পায়ে ভালো হবে লাগিয়ে রাখুন। শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন। শুকিয়ে গেলে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।

হাত পা ফর্সা করার লোশনের নাম

অনেকেই হাত পা ফর্সা করার জন্য ভালো লোশন এর সন্ধান করে থাকেন। যে লোশন গুলো ব্যবহার করলে আপনার হাত পা কয়েক সপ্তাহের মধ্যে ফর্সা হবে এবং আপনাকে আরো স্মার্ট ও আকর্ষণীয় দেখাবে সে লোশন গুলো সম্পর্কে আজকে আপনাদেরকে জানাবো। নিজে কয়েকটি হাত পা ফর্সা করার লোশন এর নাম উল্লেখ করে দেওয়া হল।

BoroPlus Aleovara & Milk Moisturising Lotion

হাত পা ফর্সা করার  নাম বলবো সেটি হচ্ছে বোরো প্লাস ব্র্যান্ডের যার নাম BoroPlus Aleovara & Milk Moisturising Lotion। বর্তমানে এই লোশনটি খুবই জনপ্রিয়তা লাভ করেছে। কারণ এই লোশন অনেক কোয়ালিটি ফুল এবং জেনুইন পণ্য। ত্বকের কোনো ক্ষতি করে না। প্রাকৃতিকভাবেই যেকোনো ত্বককে মশ্চারাইজ বা আদ্র করে।

Oliva Whitening Body Lotion

হাত পা ফর্সা করার জন্য যারা ভালো মানের লোশন খুঁজছেন তারা Oliva Whitening Body Lotion লোশনটি ব্যবহার করতে পারেন। এই লোশনটি আপনারা দিনে এবং রাতে যেকোন সময় ব্যবহার করতে পারেন। এই লোশন টি ত্বকের কোন ক্ষতি ছাড়াই হাত ও পা কে ফর্সা করে তুলে। তাই যারা দ্রুত সময়ের মধ্যে হাত ও পা ফর্সা করতে যায় তাদের জন্য এই লোশন টি ব্যবহার করার পরামর্শ রইলো।

Whitening Body Lotion

হাত ও পা ফর্সা করার আরেকটি কার্যকরী লোশন এর নাম হচ্ছে Cinci Oliva Whitening Body Lotion। এটি খুব জনপ্রিয় বডি লোশন। এই বডি লোশনের সাথে হয়তো সবাই পরিচিত আছে কারণ এর জনপ্রিয় অনেক বেশি এবং সর্বাধিক ব্যবহার করা হয়। এটি ত্বকের যেকোন কালো স্পট দূর করতে সাহায্য করে। যেকোনো ধরনের ত্বকের জন্য এটি উপযুক্ত।

হাত পা ফর্সা করার সাবান

আপনি যদি প্রাকৃতিকভাবে আপনার ত্বককে উজ্জ্বল, ফর্সা ও সতেজ করতে চান তাহলে জাফরান হানি হোয়াইটনিং সোপ হতে পারে আপনার সবচাইতে পছন্দের পণ্য। কারণ এটি আপনার ত্বককে গভীরভাবে পরিষ্কার করার পাশাপাশি নিত্যদিনের নিস্তেজতার সঙ্গে লড়াই করবে। বিভিন্ন উপকারী প্রাকৃতিক উপাদান দিয়ে জাফরান হানি হোয়াইটিং তৈরি করা হয়।


গোসলের সময় এই সাবানটি হাত ও পায়ের ব্যবহারের পাশাপাশি পুরো শরীরে ব্যবহার করতে পারবেন। এছাড়াও হাত-পা ফর্সা হওয়ার আরও কয়েকটি সাবানের নাম নিচে উল্লেখ করে দেয়া হলো। এই সাবানগুলো হাত পায়ের জন্যও ভালোভাবে কাজ করে।
  • Gold 24k Whitening soap
  • Snal White Gold
  • Kojic Gulta Papaya Arbutin
  • Black Soap

আমাদের শেষ কথা

প্রিয় পাঠক মেয়েদের হাত পা ফর্সা করার ক্রিমের নাম সম্পর্কে বিস্তারিতভাবে জানতে পেরেছেন। এই লোশন গুলো ব্যবহারের মাধ্যমে খুব দ্রুত সময়ের মধ্যে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে হাত ও পা ফর্সা করে তুলবে। আপনাদের ত্বকের ধরন বুঝে উপরে যে কোন একটি লোশন নিয়মিত ব্যবহার করলে হাত ও পা ফর্সা হয়ে।


এ আর্টিকেলটি পড়ে আপনি যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করবেন। এরকম আরো নতুন নতুন আর্টিকেল পেতে আমাদের ওয়েবসাইটটি নিয়মিত ভিজিট করুন। এতক্ষণ সময় ধরে আমাদের এই আর্টিকেলটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ। ভাল থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

Umme Haney'র নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url