পেটের ফাটা দাগ দূর করার ঘরোয়া উপায়

আমাদের শরীরের ত্বকের বিভিন্ন অংশে বাড়তি ওজন এবং গর্ভপাত সময় নারীদের তলপেটে চামড়ার টান জনিত কারণে ফাটা দাগ পড়ে থাকে। যারা পেটের দাগের সমস্যায় ভুগছেন তাদের জন্য এই আর্টিকেলটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ আজকের এই আর্টিকেলে পেটের ফাটা দাগ দূর করার ঘরোয়া উপায় সম্পর্কে বিস্তারিত হবে আলোচনা করা হবে।
পেটের ফাটা দাগ দূর করার ঘরোয়া উপায়
আপনি যদি এই আর্টিকেলটি মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত পড়তে থাকেন তাহলে পেটের ফাটা দাগ সম্পর্কে বিভিন্ন অজানা তথ্য জানতে পারবেন। তাহলে আর দেরি কিসের চলন শুরু করা যাক।

ভূমিকা

মাতৃত্ব জনিত কারণে অনেক নারীরই তলপেটে ফাটা দাগ দেখা যায়। আবার অনেকের শরীরে বিভিন্ন অংশে ফাটা দাগ রয়েছে। গর্ভকালীন সময়, হরমোনের সমস্যা কিংবা হঠাৎ করে মোটা হয়ে যাওয়ার কারণে শরীরে ফাটা দাগ পরে। গর্ভাবস্থায় ওজন বেড়ে যাওয়া ও পেট স্ফীত হয়ে যাওয়ার কারণে চামড়ায় টান পড়ে এই দাগের সৃষ্টি হয়।


এই দাগ খুবই বিরক্ত কর, আর দেখতেও বাজে দেখায়। এক্ষেত্রে একটু সচেতন হলেই খুব সহজে এই দাগ দূর করা সম্ভব। সব মেয়ে চায় সুন্দর দাগ হীন পেট। আপনি যদি এই আর্টিকেলটি পড়েন তাহলে এই দাগ নিয়ে আর চিন্তা করতে হবে না। কারণ এই আর্টিকেলের মাধ্যমে পেটের ফাটা দাগ দূর করার ঘরোয়া উপায় গুলো আপনার জানতে পারবেন।

এছাড়াও এই আর্টিকেলটি পড়লে আরো আপনারা জানতে পারবেন মহিলাদের পেটের ফাটা দাগ দূর করার ক্রিমের নাম, বাচ্চা হওয়ার পর পেটের ফাটা দাগ দূর করার উপায়, গর্ভকালীন পেটের ফাটা দাগ দূর করার উপায় এইসব বিষয়ে আপনারা বিস্তারিতভাবে জানতে পারবেন।

পেটের ফাটা দাগ দূর করার ঘরোয়া উপায়

পেটের ফাটা দাগ নিয়ে অস্বস্তিতে ভোগেন অনেকেই। বিশেষ করে নারীদের এই সমস্যাটির মুখোমুখি হতে হয় বেশি। এ ধরনের দাগ কোমরে, পেটে, হাতে-পায়ে এমনকি ঘাড়ে হতে পারে। সহজ কিছু পদ্ধতিতে নিয়মিত যত্ন নিলে দাগগুলো চলে যাবে। এক্ষেত্রে সহায়ক হতে পারে ঘরোয়া কিছু উপায়। চলুন জেনে নেওয়া যাক।

আলুঃ আলুতে রয়েছে ক্যালসিয়াম, প্রোটিন ও আয়রন যা ত্বক উজ্জ্বল করে। প্রাকৃতিকভাবে ব্লিচ করতে পারে আলু। তাই একটি আলু নিয়ে তা দুই টুকরো করে পেটের ফাটা দাগের ওপরে ম্যাসেজ করুন। এর রস ভালো মত লাগলে ১৫ মিনিট অপেক্ষা করুন এবং ধুয়ে ফেলুন। এভাবে কয়েক সপ্তাহ যত্ন নিলেই পেটের ফাটা দাগ উঠে যাবে।

হলুদের ব্যবহারঃ ত্বক ভালো রাখতে হলুদের কার্যকারিতা অনেক। এটি আমাদের শরীরের ফাটা দাগ দূর করতেও সমান কার্যকারী। সেজন্য টক দই ও হলুদ একসঙ্গে মিশিয়ে পেটের ফাটা দাগের উপর ব্যবহার করতে হবে। এতে অনেক উপকার পাবেন। এভাবে প্রতিদিন ব্যবহার করতে হবে এবং শুকিয়ে গেলে হালকা গরম পানিতে ধুয়ে ফেলতে হবে।

লেবু ও চিনিঃ লেবু টুকরো করে কেটে তার ওপর তিনি যোগ করুন। এবার চিনিসহ লেবু টিকে পেটের ফাটা দাগের ওপর ঘষতে থাকুন। চিনি গলে গেলে ভালো করে ধুয়ে নিন। এই প্রক্রিয়াটি সপ্তাহে চার বার করতে পারলে হালকা হয়ে উঠে যাবে আপনার পেটের ফাটা দাগ।

অ্যালোভেরা জেলঃ নানা ওষুধি গুণসম্পন্ন এই অ্যালোভেরা জেল। পেটের ফাটা দাগ দূর করার জন্য অ্যালোভেরা জেল সরাসরি লাগানো যায়। একটি অ্যালোভেরার পাতা নিয়ে চা চামচ দিয়ে এর জেল বের করে নিয়ে তা পেটের ফাটা দাগের উপর লাগাতে হবে। ২০ মিনিট পর হালকা গরম পানিতে ধুয়ে নিলেই হবে। এটা কয়েক সপ্তাহ করলে দাগ অবশ্যই কমে আসবে।

লেবুর রস ও বেকিং সোডাঃ ত্বক থেকে ফাটা দাগ দূর করতে সাহায্য করবে লেবুর রস ও বেকিং সোডা। সমপরিমাণ লেবুর রস ও বেকিং সোডা একসঙ্গে মিশিয়ে পেস্ট তৈরি করে নিন। তারপর যেখানে ফাটা দাগ আছে সেখানে ব্যবহার করুন এই পেস্ট। এই পেস্টটি পেটের ফাটা জায়গায় কিছুক্ষণ রেখে হালকা গরম পানি ধুয়ে ফেলুন। এতে অনেক উপকার পাবেন।

মহিলাদের পেটের দাগ দূর করার ক্রিমের নাম

মেয়েদের বাচ্চা হওয়ার পর দেখা যায় পেটে নানা রকম দাগ বা ফেটে গেছে এরকম কিছু দাগ লক্ষ্য করা যায় আর এই বিষয়টি নিয়ে অনেক চিন্তিত হয়ে পড়ে কারণ তার সৌন্দর্যের একটি অংশ নষ্ট হয়ে যায়। আপনাদের সুন্দর স্বাভাবিক চামড়ার উপর এই ধরনের দাগ সত্যিই আপনাদেরকে হতাশ করে তোলে। প্রিয় পাঠক পেটের ফাটা দাগ নিয়ে হতাশ হওয়ার কিছুই নেই।


কারণ যারা আমার এই আর্টিকেলটি পড়ছেনে তার ইতিমধ্যে জেনে গেছে ঘরোয়া উপায়ে পেটের ফাটা দাগ দূর করার উপায়। কিন্তু অনেকেই ঘরোয়া উপায়ের পাশাপাশি ক্রিমের নাম জানতে চায়। তাদের জন্য কিছু ক্রিমের নাম বলে দেওয়া হলো। পেটের ফাটা দাগ দূর করার বিশেষভাবে উল্লেখযোগ্য কয়েকটি ক্রিমের নাম হলো-
  • Mesotech Reoil Skin Nutrition
  • Scarsilc Advanced Silicone Gel for Scars
  • Dermedic Melumin Depigmenting Anti Dark Spot Night Cream

বাচ্চা হওয়ার পর পেটের দাগ দূর করার উপায়

নারীদের ক্ষেত্রে বাচ্চা হওয়ার পর পেটের ফাটা দাগ দেখা দেয়।বাচ্চা হওয়ার পর পেটের ফাটা দাগ দূর করা যায় নিমিষেই। দাগ দূর করার উপায় খুঁজে থাকে অনেকেই। কেউবা আবার জানতে চান এটা কি আসলেই দূর করা সম্ভব কিনা। সেই আলোচনা নিয়ে হাজির আমরা। আসুন জেনে নেওয়া যাক প্রাকৃতিক উপায়ে পেটের দাগ দূর করার উপায়-

ক্যাস্টর অয়েলঃ ত্বকের বলিরেখা দূর করতে বা যে কোন দাগ দূর করতে এই তেল ব্যবহার করা হয়। পেটের দাগ দূর করতে ক্যাস্টর অয়েল দিয়ে পেট ম্যাসেজ করে একটি পাতলা কাপড় দিয়ে ত্বক ঢেকে দিতে হবে। এরপর একটি হট ওয়াটার ব্যাগ তার উপর রেখে ৩০ মিনিট রাখতে হবে। এরপর গোসল করে নিতে হবে। এটা অন্তত এক মাস করলে পেটের দাগ বিলুপ্ত হয়ে যাবে।

ডিমের সাদা অংশঃ ডিমের সাদা অংশ ত্বকের জন্য খুবই উপকারী উপাদান। প্রোটিন এবং অ্যামাইনো অ্যাসিডে ভরপুর ডিমের সাদা অংশ ত্বকের জন্য সুপার ফুড। ত্বকের ফাটা দাগে নিয়মিত ডিমের সাদা অংশ ব্যবহার করলে ত্বক দ্রুত টাইট হতে থাকে। ফলে ধীরে ধীরে ত্বকের ফাটা দাগ দূর হবে।

শিয়া বাটারঃ শিয়া বাটার ফাটা দাগ দূর করতে দারুন কাজ করে। এজন্য এক টেবিল চামচ শিয়া বাটার নিন। গরম পানির ওপরে শিয়া বাটারের বাটি রেখে গলিয়ে নিন। তারপর একটু ঠান্ডা করে শরীরের ফাটা দাগগুলোতে ব্যবহার করে ম্যাসেজ করুন আঙ্গুল দিয়ে। এটি ত্বকে ২০-৩০ মিনিটের জন্য রেখে দিন। এরপর একটি ভেজা তোয়ালে দিয়ে মুছে ফেলুন।


নিয়মিত শিয়া বাটার ব্যবহারের মাধ্যমে দেখবেন ধীরে ধীরে ফাটা দাগ ভরাট হয়ে যাবে। এছাড়া ভালো ফলাফলের জন্য শিয়া বাটার দিয়ে প্যাকও তৈরি করতে পারেন। এজন্য ব্যবহার করতে পারেন শিয়া বাটার, ক্যাস্টর অয়েল ও লেবুর রসের মিশ্রণ। এজন্য আধা কাপ শিয়া বাটার গলিয়ে নিন। এরপর লেবুর রস ও কয়েক ফোটা ক্যাস্টর অয়েল ভালো করে মিশিয়ে নিন।

আমন্ড অয়েলঃ আমাদের ত্বক থেকে দাগ সব দূর করতে বেশ সাহায্য করে আমন্ড অয়েল। পেটের ফাটা দাগ দূর করতে চাইলে শরীরে ব্যবহার করা যায় এমন যেকোন উপাদানের সঙ্গে আমন্ড অয়েল মিশিয়ে নিন। এরপর সেই মিশ্রণ পেটের ফাটা দাগের ওপর লাগিয়ে নিন। এভাবে রেখে দিন কয়েক মিনিট। তারপর ধুয়ে নিন। পেটের ফাটা দাগ দূর হবে।

অলিভ অয়েলঃ যুগ যুগ ধরে ত্বকের যত্নে অলিভ অয়েল ব্যবহৃত হয়ে আসছে। এর কারণ অলিভ অয়েলে আছে পরিমাণ মতো ভিটামিন আর অ্যান্টি-অক্সিডেন্টস। অলিভ অয়েল হালকা গরম করে দাগের জায়গায় নরম করে ম্যাসেজ করতে হবে। এই তেল ধুয়ে ফেলার কোন প্রয়োজন নেই। এটি ত্বকের সাথে যতক্ষণ মিশে থাকবে ততক্ষণই ত্বকের জন্য ভালো।

গর্ভকালীন পেটের ফাটা দাগ দূর করার উপায়

গর্ভাবস্থায় একজন মা পেটে প্রায় দুই লিটার পানি বহন করে। শিশুসহ প্রায় ৪০ সপ্তাহ এই পেট বহন করে থাকে। শিশুর সাথে পেটও বড় হতে থাকে। স্বাভাবিকভাবে পেটে টান পড়ে এর ফলে দাগের সৃষ্টি হয়। প্রথমে লালচে পরে কালো বা সাদা হয়ে যায়। তবে একটু সচেতন হলেই এই দাগ পড়া ভাব কমিয়ে আনা সম্ভব হয়।

গর্ভাবস্থায় খাদ্য তালিকায় যোগ করুন মাছ, সবজি এবং নানা রকম শস্য দানা। ভিটামিন ই ও সি যুক্ত খাবার গাজর বা ব্রকলি চিনি ছাড়া চা খেতে পারেন এবং প্রচুর পরিমাণে পানি পান করুন। এছাড়াও পেটের ফাটা জায়গায় ভিটামিন ই ক্যাপসুল দিয়ে দিনে দুইবার মালিশ করুন। এটা ত্বক খুব ভালোভাবে আদ্র রাখে এবং দ্রুত দাগ সারাতে সাহায্য করে।


অলিভ অয়েল উপকারিতা সম্পর্কে নিশ্চয়ই জানেন। দাগ দূর করতে এটি বেশ কার্যকরী। তাই গর্ভকালীন অবস্থায় দুই বেলায় অলিভ অয়েল পেটে ভালোভাবে লাগান। এটা দাগ পড়ার ভয় থাকবে না। গর্ভাবস্থায় প্রথমে হালকা গরম পানি দিয়ে এবং পরে ঠান্ডা পানির গোসল নিলে রক্ত চলাচল ভালো হয়। গর্ভধারণের শুরু থেকেই এটি করলে দাগ পড়া সম্ভাবনা কম থাকে।

উপসংহার

প্রিয় পাঠক পেটের ফাটা দাগ দূর করার ঘরোয়া উপায় সম্পর্কে এতক্ষণে আপনারা নিশ্চয়ই জেনে গেছেন। আপনার যদি এই আর্টিকেলটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করবেন। এতক্ষণ আমাদের সাথে থেকে আর্টিকেলটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ। এরকম আরো নতুন নতুন আর্টিকেল পেতে আমাদের ওয়েবসাইটে নিয়মিত ভিজিট করুন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

Umme Haney'র নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url