ঠোঁট গোলাপি করার প্রাকৃতিক উপায়

সম্মানিত পাঠক, আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভাল আছেন। আজকের এই আর্টিকেলে ঠোঁট গোলাপি করার প্রাকৃতিক উপায় সম্পর্কে বিস্তারিত ভাবে আলোচনা করা হবে। এই আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়তে থাকলে ঠোঁট গোলাপি করার প্রাকৃতিক উপায় গুলো জানতে পারবেন। মুখের সৌন্দর্যের অন্যতম অঙ্গ ঠোঁট।
ঠোঁট গোলাপি করার প্রাকৃতিক উপায়
কিন্তু অযত্নের কারণে অনেকেরই ঠোঁট কালো হয়ে থাকে। সুন্দর, নরম ও গোলাপি ঠোঁট কে না চায়। কিন্তু পর্যাপ্ত পানির অভাবে ঠোঁট শুষ্ক হয়ে যায়। অনেকেরই ঠোঁট ফেটে যায়। কিন্তু এ থেকে পরিত্রাণ পেতে কিছু ঘরোয়া উপায় রয়েছে।

ভূমিকা

সবাই গোলাপি ঠোঁট পছন্দ করে। ঠোঁট মানেই হাসি সুন্দর। ফলে সুন্দর, নরম ও গোলাপি ঠোঁট নিয়ে আগ্রহ সবার। ঠোঁট কালচে হয়ে গেলে স্বাভাবিকভাবেই সৌন্দর্য কমে যায়। একটু যত্নশীল হলেই ঠোঁটের কালচে ভাব দূর করা সম্ভব। মনের মত রং ব্যবহার করে ঠোঁট রাঙিয়ে নেওয়া যায়। তবে প্রাকৃতিকভাবে গোলাপি ঠোঁট পাওয়া সবার হয়ে ওঠে না।

চলুন তবে আর্টিকেলের এই অংশে এমন কিছু টিপস সম্পর্কে জেনে নেওয়া যাক যেসব টিপস মেনে চললে বেশ দ্রুত সময়ে ঠোঁট গোলাপি বর্ণ ধারণ করবে।

ঠোঁট কালো দূর করার উপায়

সবার স্বপ্ন তার ঠোঁট দুটি হবে গোলাপের পাপড়ির মত কোমল এবং উজ্জ্বল। কিন্তু দিনে দিনে তা কালচে হয়ে যাচ্ছে। এমন হলে মন খারাপ না হয়ে পারেই না। আচ্ছা থাক, মন খারাপ করতে হবে না। আজ বলে দিচ্ছি ঠোঁট কালচে হওয়া ঠেকানো এবং উজ্জ্বল করার প্রাকৃতিক নিয়ম। ঠোঁটের কালচে দাগ থেকে মুক্তি পেতে ভরসা রাখতে পারেন ঘরোয়া কয়েকটি উপায়।

লেবুঃ লেবুতে থাকে প্রাকৃতিক ব্লিচিং এজেন্ট। যা ত্বকের যেকোনো ধরনের দাগ তুলতে সাহায্য করে। লেবু ব্যবহার করলে ঠোঁটের মৃত কোষ উঠে গিয়ে ভেতরের গোলাপি আভা বাহিরে চলে আসবে। ঠোঁটের কালকে ভাব দূর করতে পাতি লেবু দিনে দু'বার করে ঠোঁটে ঘষে নিতে পারেন। লেবু কেটে তাতে সামান্য চিনি ছিটিয়ে নিতে হবে।

টুকরোটি আলতো ভাবে ঠোটে ঘষতে হবে এভাবে দিনে একবার ব্যবহার করলে ভালো ফল পাওয়া যাবে। চিনি এখানে স্ক্রাবারের কাজ করে। চিনি ঠোঁটের মরা চামড়াগুলোকে ঘষে তুলে দিতে সাহায্য করে আর লেবু ঠোঁটের কালো হয়ে যাওয়া চামড়াকে উজ্জ্বল করতে সাহায্য করে।

মধুঃ ত্বকের হারিয়ে যাওয়া উজ্জ্বল্য ফেরাতে ব্যবহার করতে পারেন মধু আর তাই ঠোঁটের ত্বকে ব্যবহার করতে পারেন মধু। কেবল কালচে ভাব দূর করতেই নয় ঠোঁটের কোমলতা বজায় রাখতেও মধু খুব ভালো কাজ করে। ঘুমানোর আগে সামান্য মধু ঠোঁটে লাগিয়ে রেখে দিন সারারাত। কয়েক সপ্তাহের মধ্যেই ঠোঁটের রঙে পার্থক্য চোখে পড়বে।

বিটরুটঃ বিটরুটে রয়েছে ভিটামিন সি, যা ত্বকের যে কোনও দাগছোপ নিমিষে দূর করতে পারে। এক টুকরো বিটরুট নিয়ে ঠোঁটে ভালো করে ঘষতে থাকুন। ১৫-২০ মিনিট পর ভালো করে তা ধুয়ে ফেলুন। বিটের রস ঠোঁটের পোড়া ও কালচে ভাব দূর করবে। বিটরুটে থাকা অ্যান্টি-অক্সিডেন্ট ত্বকে সতেজতা এনে দিতে পারে এবং ত্বক সুস্থ রাখে।

গোলাপজলঃ ত্বক কোমল রাখতে গোলাপ জলের জুড়ি নেই। এক চা-চামচ মধুতে দুই তিন ফোটা গোলাপ জল মিশিয়ে নিন। দিনে দুইবার ঠোঁটে ব্যবহার করতে হবে। সরাসরি গোলাপের পাপড়ি বেটেও ঠোঁটে ব্যবহার করতে পারেন। সঙ্গে একটু মাখন মিশিয়ে নিলে ভালো হয়। কালচে ভাব কাটাতে খুব একটা সময় লাগবে না।

দুধ বা টক দইঃ ঠোঁটকে উজ্জ্বল করতে ল্যাকটিক অ্যাসিড খুবই উপকারী। দুধ বা টক দইয়ে রয়েছে প্রচুর পরিমাণে ল্যাকটিক অ্যাসিড। দুধ বা টক দই তুলোয় নিয়ে প্রতিদিন অন্তত দুইবার করে ঠোঁটে মালিশ করুন। এটি ঠোঁটের মরা চামড়া গুলোকে ঘষে তুলে দিতে সাহায্য করে। একই সঙ্গে ঠোঁটের কালচেভাব দূর করতেও সাহায্য করে।

অ্যালোভেরাঃ অ্যালোভেরা জেল ঠোঁটের কালো দাগছোপ তুলতে ব্যবহার করতে পারেন। এমনিতে ত্বকের যে কোনও সমস্যায় অ্যালোভেরা খুবই উপকারী। ঠোঁটের সমস্যা দূর করতে ভরসা হতে পারে এই উপাদান। অ্যালোভেরা ঠোঁটে ভালো করে মালিশ করে নিন। ১৫-২০ মিনিট রাখুন। সপ্তাহে তিন দিন ব্যবহার করলে হাতেনাতে ফল পাবেন।

ঠোঁট গোলাপি করার ক্রিম

Aichun Beauty Pink lips 30- ঠোঁটের যত্নে এই ক্রিম খুবই কার্যকরী। বর্তমানে টিনএজ থেকে শুরু করে বিভিন্ন বয়সের মানুষ এই ঠোঁট ফর্সা করে ক্রিমটি ব্যবহার করে থাকেন। এই ক্রিম ব্যবহারের ফলে ঠোঁটের কালো দাগ দূর করে ঠোঁট গোলাপি করা সহ ঠোঁটের মরা চামড়া তুলে ফেলা এবং ঠোঁট পার্মানেন্ট গোলাপি রাখার চেষ্টা করে।

Cherish Herbal lip Scrub Organic exfoliating suger scrbs- বাজারে ভালো ঠোঁট গোলাপি করা যে সমস্ত ক্রিম পাওয়া যায় তার মধ্যে এই ক্রিমটি অন্যতম। এটি সচরাচর সব জায়গায় পাওয়া যায় ঠোঁটে এলার্জি না থাকলে খুব সহজেই এই ক্রিমটি ব্যবহার করা যায়। এটি ব্যবহার করলে ঠোঁটের মরা চামড়া ওঠা বন্ধ হয়ে ঠোঁট খুব তাড়াতাড়ি গোলাপী করে।

Bioaqua pink cherry 30g- বাইও একুয়া বায়োজিন কোম্পানির অয়েন্টমেন্ট। খুবই কার্যকরী ভূমিকা পালন করে এতে রয়েছে চেরি লাল রং যা ঠোঁটের গোলাপী ভাব ফিরিয়ে নিয়ে আসে। এটি সপ্তাহে দুই থেকে তিনবার ব্যবহার করলে ঠোঁটে সব সময় গোলাপি দেখায়।

Romantic bear lip scrub cream- ঠোঁটের যত্নে এই ক্রিম দেখতে ছোট হলেও এর কার্যকরী ভূমিকা অনেক বড়। এই ক্রিম ব্যবহার করলে ঠোঁটের গোলাপি ভাব খুব দ্রুতই ফিরে আসে এবং খুব সহজে মরা চামড়া উঠে যায়।

বি:দ্রঃ চেষ্টা করবেন ডাক্তারের পরামর্শ অনুযায়ী এই ক্রিমগুলো ব্যবহার করা অনেক সময় বংশগত কারণে কিন্তু ঠোঁটের কালো ভাব থাকে আবার অনেকেরই বিভিন্ন কারণে দেখা দিতে পারে ঠোঁটের কালো ভাব তাই অবশ্যই যদি মারাত্মক আকারে এ বিষয়গুলো দেখা দেয় তাহলে ডাক্তারের পরামর্শ নিয়ে ট্রিটমেন্ট করা উচিত।

ঠোঁট গোলাপি করার লিপবাম

শীতকালে রুক্ষ শুষ্ক আবহাওয়ার কারণে হাত পায়ের ত্বকের পাশাপাশি ঠোঁটেও ফাটে।ঠোঁটের ত্বক ভালো রাখতে আমরা লিপবাম ব্যবহার করি। তবে কেমিক্যালযুক্ত লিপবাম ব্যবহারের ফলে অনেক সময় ঠোঁট কালো হয়ে যায় ও বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে। তাই ঘরে তৈরি করতে পারেন লিপবাম। আসুন জেনে নেই কিভাবে তৈরি করবেন লিপবাম।

গোলাপের লিপবাম

উপকরণঃ ১ চা চামচ গ্লিসারিন, ১ চা চামচ পেট্রোলিয়াম জেলি, ১ চা চামচ গোলাপের পাপড়ি ফুটানো পানি।

পদ্ধতিঃ সব উপকরণ একটি বাটিতে নিয়ে নিন। আরেকটি পাতিলে পানি নিন। এবার উপকরণসহ বাটিটি পানির মধ্যে বসিয়ে দিন। পানি এবং উপকরণের বাটিসহ পাতিলটি চুলার ওপর দিন। কিছুক্ষণ জ্বাল দিয়ে সব কটির উপকরণ ভালোভাবে মিশিয়ে নিন। গরম পানিতে বসিয়েও কাজটি করা যায়। ঠান্ডা করে কাচের বয়ামে রাখুন। ফ্রিজে সংরক্ষণ করুন।

বিটরুটের লিববাম

উপকরণঃ দুই চা চামচ নারকেল তেল, এক চা চামচ শিয়া বাটার, এক চামচ মধু, আধা চামচ বিটরুট পাউডার, এসেনশিয়াল অয়েল এবং এক চা চামচ ক্যাস্টর অয়েল নিন।

পদ্ধতিঃ এবার একটি প্যানে নারকেল তেল, শিয়া বাটার, এবং ক্যাস্টর অয়েল গরম করে মিশিয়ে নিন। এই মিশ্রণটিতে মধু, বিটরুট পাউডার এবং এসেনশিয়াল অয়েল দিন। একটি ছোট কৌটায় বা জারে রাখুন। তারপর এটি ফ্রিজে রাখুন। এই লিপপাম ব্যবহার করতে পারেন। ঘরের তৈরি লিপবাম আর্দ্রতা বজায় রাখে।

ছেলেদের ঠোঁটের কালো দাগ দূর করার উপায়

ছেলেদের ঠোঁটের রং নানা কারণে কালচে হয়ে যেতে পারে। সূর্যের অতি বেগুনি রশ্মি, ধূমপান, চা কফি পান এবং বয়স ইত্যাদি বিভিন্ন কারণের ছেলেদের ঠোঁটে কালচে ভাব চলে আসে। কিন্তু এই সমস্যারও সমাধান রয়েছে। আমি যে পদ্ধতি ব্যবহার করার কথা বলব আপনি সেটা ঘরে বসেই করতে পারবেন। চলুন জেনে নেওয়া যাক কি করতে হবে আপনাকে।

বরফঃ যে কোন দাগের ওপর বরফ ঘষলে দাগ হালকা হয়ে যায়। ঠোঁটে এক টুকরো বরফ ঘষুন প্রতিদিন। এটা আপনার ঠোঁটের কালচে ভাব দূর হবে। বরফ ঠোঁটের আদ্রতার পরিমাণ ঠিক রেখে ঠোঁটকে রুক্ষতার হাত থেকেও পরিত্রাণ দেবে।

তেলঃ নারকেল তেল এবং অলিভ অয়েল ঠোঁটের উজ্জ্বলতা ফিরিয়ে আনতে চমৎকার কাজ করে। এক চা চামচ নারকেল তেল অথবা অলিভ অয়েল সামান্য চিনি মিশিয়ে গুলিয়ে নিন। স্ক্রাব যেভাবে ব্যবহার করেন ঠিক সেভাবে ঠোঁটে ঘষুন। সপ্তাহে একবার এ পদ্ধতিতে ঠোঁটের যত্ন নিলেই হবে দূর হবে কালচে ভাব।

শসার রসঃ শসার রসে আছে অ্যান্টি-অক্সিডেন্ট। এটা দ্রুত পিগমেন্টেশন কমাতে পারে। শসা কেটে ব্লেন্ডারে পেস্ট বানিয়ে নিন। দুই ঠোঁটে লাগিয়ে শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন। এরপর ঠান্ডা পানিতে ধুয়ে ফেলুন। শসার রস নিয়মিত ব্যবহার করলে ঠোঁটের কালচে ভাব দূর হবে।

মধু চিনি আর বাদামের তেলঃ মধু, চিনি আর বাদামের তেল একসঙ্গে মিশিয়ে নিন। এবার এই মিশ্রণটি দিয়ে নিয়মিত ঠোঁটে মালিশ করুন। এই মিশ্রণ আপনার ঠোঁটের উজ্জ্বলতা বাড়ার সঙ্গে সঙ্গে তার কোমলতাও বাড়াবে।

ঠোঁট গোলাপি করার উপায় কি

গোলাপি ঠোঁট পেতে চাইলে ঠোঁটের বাড়তি যত্ন নিতে হবে। কি কি করলে ঠোঁটের কালচে ভাব দূর হবে এবং ঠোঁট গোলাপি হবে চলুন জেনে নেই।

  • ঠোঁটে প্রতিদিন সামান্য পরিমাণ চিনি দিয়ে আলতোভাবে স্ক্রাবিং করুন। এতে ঠোঁট সতেজ থাকবে।
  • পরিষ্কার টুথব্রাশ দিয়েও ঠোঁট স্ক্রাবিং করা যেতে পারে। এর ফলে ঠোঁটে রক্ত সঞ্চালনের পরিমাণ বাড়ে। । এতে ঠোঁট হয়ে উঠবে গোলাপি ও আকর্ষণীয়।
  • ত্বক উজ্জ্বল করার একটি সুপরিচিত উপাদান হলো হলুদ। আধা চা চামচ হলুদের সাথে আধা চা চামচ দুধ মিশিয়ে একটি পেস্ট তৈরি করুন। এই মিশ্রণটি ঠোঁটে নিয়মিত ম্যাসাজ করলে কালচে ভাব দূর করে গোলাপি আভা ফুটিয়ে তুলে।
  • ঠোঁটে বেদানার রস ব্যবহার করলে উপকার পাবেন। বেদানার রস মেলানিন উৎপাদন কমিয়ে ঠোঁটের কালচেভাব দূর করে।
  • ভিটামিন ই ক্যাপসুল ফাটিয়ে ঘুমাতে যাওয়ার আগে সারা ঠোঁটে লাগিয়ে নিন। এতে ঠোঁট নরম হবে।
  • নিস্তেজ, শুষ্ক ঠোঁটকে জীবিত করে পুদিনা। হাইড্রেটিং বৈশিষ্ট্য থাকায় এটি ঠোঁটের স্বাভাবিক আভা ফিরিয়ে দেয়। এজন্য ৫ থেকে ৬ টি পুদিনা পাতা গুঁড়ো করে তাতে অর্ধেকটা লেবু মেশান। এ ছাড়া কিছুটা মধুও মেশাতে পারেন। তারপর ঠোঁটে লাগান।
  • গাজরের রস তুলো দিয়ে ঠোঁটে লাগান। আপনি এতে একটি সামান্য জাফরান মিশ্রণ করতে পারেন। এটি ঠোঁটের আদ্রতা ফিরিয়ে দিবে, একই সাথে ঠোঁটের গোলাপী ভাব ফিরে আসবে।
  • লেবুর রসের সাথে কিছুটা গ্লিসারিন মিশিয়ে দিনে অন্তত দুইবার ঠোঁটে লাগান। দশ দিনের মধ্যেই উপকার দেখতে পারবেন।
  • রাতে ঘুমানোর আগে আপনার ঠোঁটে বাদামের তেল লাগান। এতে আপনার ঠোঁটের উজ্জ্বলতার পাশাপাশি ঠোঁটের কোমলতা বাড়িয়ে তুলবে।

শেষ কথা

আজকে আমরা ঠোঁট গোলাপি করার প্রাকৃতিক উপায় গুলো বিস্তারিতভাবে আলোচনা করেছি।আপনার নিশ্চয়ই ইতিমধ্যে আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ে জেনে নিয়েছেন ঠোঁট গোলাপি করার প্রাকৃতিক উপায় গুলো। আশা করি এই আর্টিকেলটি পড়ে আপনারা প্রাকৃতিকভাবে ঠোঁট গোলাপি করতে পারবেন।

আজকের এই আর্টিকেলটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন।এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এরকম নিত্যনতুন টিপস পেতে আমাদের ওয়েবসাইট ভিজিট করে রাখুন। আজকের মত এখানেই শেষ করছি। ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ''আল্লাহ হাফেজ''

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

Umme Haney'র নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url