আমলকির হেয়ার প্যাক - চুলের যত্নে আমলকি তেল
প্রিয় পাঠক, আসসালামু আলাইকুম আজকের এই আর্টিকেলে আপনাদের স্বাগতম। আমলকির
হেয়ার প্যাক - চুলের যত্নে আমলকি তেল সম্পর্কে আজকের এই আর্টিকেল আলোচনা করা
হবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে আর্টিকেলটি শুরু করা যাক। আপনারা পুরো
আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়তে থাকুন।
প্রাণহীন ও রুক্ষ চুলের জন্য ভেষজ আমলকি ব্যবহার করতে পারেন। আমলকিতে রয়েছে
ভিটামিন সি ও অ্যামিনো অ্যাসিড যার চুল পড়া কমানোর পাশাপাশি বাড়ায় চুলের
বৃদ্ধি।
ভূমিকা
চুলে যত্নে আমলকি বেশি উপকারী। আমলকি শুধুমাত্র স্বাস্থ্যেরপক্ষে উপযোগী নয়, বরং
চুলের পুষ্টি জোগাতেও সহায়ক। আমলকিতে ভিটামিন সি থাকে, যা কোলাজেন প্রোটিন
উপাদান বাড়ায়। চুলের বৃদ্ধিতেও সাহায্য করে। ঘন চুল পেতে খুব বেশি সময় লাগে
না। চুলের যত্নে আমলকি খাওয়ার পাশাপাশি ব্যবহার করতে পারেন আমলকির ঘরোয়া হেয়ার
প্যাক।
মাথায় তেল দেওয়ার চল প্রায় সব বাড়িতেই উঠে গিয়েছে। বাড়ির ঠাকুমার দিদিমারা
মাথায় নিয়মিত তেল দিতেন ও তারা আমলা তেলে গুরুত্ব জানেন। চুলের স্বাস্থ্য
রক্ষায় আমলা তেলের ভূমিকা দুর্দান্ত। চাইলে আপনিও আমলকির তেল দিয়ে চুলের
হারানো স্বাস্থ্য ফিরিয়ে আনতে পারেন। আমলকি তেল ব্যবহার করলে খুশকি বা মাথার
ত্বকের চুলকানির সমস্যা কমে।
চুলে কাঁচা আমলকির ব্যবহার
আমলকির রসের অন্যতম উপকারিতা হলো এটি চুলের গোড়া শক্ত করতে কার্যকরী। চুলে
আমলকির রস ব্যবহার করলে কোলাজেনের মাত্রা বৃদ্ধি পায়। এর ফলে চুল দ্রুত লম্বা
হয়। আমলকির রস একটি স্বাস্থ্যকর পানীয়, যা আমাদের স্বাস্থ্যের বিভিন্ন সমস্যা
দূর করে। শুধু তাই নয় চুলের যে কোন সমস্যায় আমলকি রস ভালো কাজ করে।
আমলকিতে উপস্থিত ফাইটো নিউট্রিয়েন্ট, ভিটামিন এবং খনিজ মাথার ত্বকের সঞ্চালন
বাড়াতে এবং স্বাস্থ্যকর বৃদ্ধিকে উদ্দীপিত করতে সাহায্য করে। আমলকি আপনার
চুলকেপুষ্ট, মজবুত এবং কন্ডিশন করতে পারে যার ফলে এটিকে চকচকে করে এবং আপনার চুলে
ভলিউম যোগ করে। মাথার স্কাল্প পরিষ্কার করতে আমলকির রস দারুন কার্যকর।
রুক্ষ শুষ্ক চুলের পুষ্টি বা চুলের গ্রোথের জন্য আমলকি রস মাথার ত্বক ও চুলের
লাগাতে পারেন। প্রথমে আমলকি রস নিয়ে মাথার ত্বকে ভালোভাবে লাগান। আঙ্গুলের
সাহায্যে ১০ মিনিট মাথার ত্বকে ম্যাসাজ করুন। এরপর আধা ঘন্টা রেখে দিন। তারপর
হালকা শ্যাম্পু ব্যবহার করে ভালোভাবে মাথা ধুয়ে ফেলুন। সপ্তাহে দুই তিনবার এটি
করতে পারেন।
আরো পড়ুনঃ ঠোঁট গোলাপি করার প্রাকৃতিক উপায়
আমলকির রস কয়েকদিন নিয়মিত মাথায় মাখলে চুল ঝরে পড়া অনেকটাই নিয়ন্ত্রণে রাখা
যায়। বিশেষ করে হরমোনের মাত্রা কম বেশি হলে যে ধরনের চুল পড়ে, তা প্রতিরোধ করতে
পারে আমলকি। আমলকির রস ত্বকও চুল উভয়ের জন্যই উপকারী টনিক হিসেবে কাজ করে। চলুন
জেনে নিই চুলে কাঁচা আমলকির ব্যবহার।
- আমলকির রস ও সমপরিমাণ লেবুর রস মিশিয়ে চুলের গোড়ায় লাগান। মিনিট পাঁচেক ম্যাসাজ করে অপেক্ষা করুন ২০ মিনিট। কুসুম গরম পানি ও ভেষজ শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।
- আমলকি রস, শিকাকাই, নারকেল তেল এবং অ্যালোভেরা জেল মিশিয়ে পেস্ট তৈরি করে নিন। এবার পুরো চুল ২৫ মিনিট রেখে শ্যাম্পু করে নিতে হবে। এতে চুল হবে নরম, খুশকি কমে যাবে এবং চুল ঝলমলে হয়ে যাবে।
- সপ্তাহে দুই তিন দিন আমলকির রস দিয়ে চুল পরিষ্কার করলে চুলের পাকা ভাব কমে যায়। চুল পড়া কমে যায়। আমলকির রস চুলের ফলিকল গুলো শক্তিশালী করে চুলকে মজবুত করে।
- চুলের যত্ন ভিটামিন সি অপরিহার্য। এ ভিটামিন সি এর উৎস হল আমলকি। কাঁচা আমলকি খেলে বা আমলকির রস মাথায় মাখলে চুলের গোড়া মজবুত হবে।
চুলের যত্নে আমলকি ও মেথি
চুল সুন্দর থাকুক এই প্রত্যাশা থাকে সবার। আমরা সবাই লম্বা ঘন চুলে স্বপ্ন দেখি।
চুল ভালো রাখার জন্য আমাদের যত্নশীল হওয়া প্রয়োজন। বাঙ্গালীদের কেশচর্চার
ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, নানা কৌশলে সুবিন্যস্ত কেশই ছিল তাদের
শিরোভূষণ। চুলের জন্য উপকারী দুটি উপাদান হল মেথিদানা ও আমলকি।
আমলকিতে রয়েছে চুল কালো করার গুণ। আর তার সাথে মেথি যোগ হলে তো কোন কথাই নেই।
চুল পড়াও যেমন কমবে, তেমনি চুল কালোও হবে।
১ টেবিল চামচ আমলকি পেস্ট ও ১ চামচ মেথি পেস্ট। চাইলে গুড়োও একই পরিমাণে ব্যবহার
করতে পারেন। দুটো উপকরণ ভালো হবে মিশিয়ে নিন। পুরো চুলে লাগিয়ে রাখুন আধাঘন্টা।
তারপর শ্যাম্পু করে ফেলুন। সপ্তাহে তিন দিন করুন ভালো ফল পাবেন।
আমলকির তেল তৈরির নিয়ম
চুল পড়া বন্ধ করতে অনন্য আমলকির তেল। এটি চুলের বৃদ্ধি বাড়ানোর পাশাপাশি চুল
ঝলমলে করতেও অতুলনীয়। আমলকির তেল আপনি চাইলে ঘরোয়া পদ্ধতিতে তৈরি করতে পারেন।
ঘরে তৈরি এই তেল কাঁচের বয়ামে ভরে এক বছর পর্যন্ত সংরক্ষণ করতে পারেন। জেনে নিন
কিভাবে তৈরি করবেন-
যা যা লাগবে
- আমলকি- ১৫ টি
- কারি পাতা- ১/৪ কাপ
- নারকেল তেল- ১/৪ কাপ
- নারকেল তেল বা তিলের তেল- ২/৩
- ভিটামিন ই ক্যাপসুল- ৫টি
প্রস্তুত প্রণালী
আমলকি ধুয়ে শুকনো কাপড় দিয়ে ভালো করে মুছে নিন। ছুরি দিয়ে শাঁস আলাদা করে
কেটে ভেতরে থাকা বিচি ফেলে দিন। কারিপাতা ও ১/৪ কাপ নারকেল তেল দিয়ে মিহি করে
ব্লেন্ড করে তৈরি করুন মিশ্রণ। চুলায় মোটা তলযুক্ত প্যান বা কড়ায় চাপিয়ে দিন।
২/৩ কাপ নারকেল তেল বা তিলের তেল দিয়ে আমলকির মিশ্রণ দিয়ে দিন।
কম আঁচে অনবরত নাড়তে থাকুন। ৪০ থেকে ৪৫ মিনিট পর রং বদলে গেলে নামিয়ে ঢেকে
রাখুন ৮ ঘন্টা। এরপর স্টেইনারের উপর একটি পাতলা কাপড় বিছিয়ে ছেঁকে নিন। কাঁচের
বয়ামে ভরে এক বছর পর্যন্ত সংরক্ষণ করতে পারেন এই তেল।
নতুন চুল গজাতে আমলকি
আদিকাল থেকেই আমাদের চুলের যত্নের একটি প্রধান উপাদান হিসেবে ব্যবহৃত হয়ে আসছে
আমলকি। চুলের বৃদ্ধির জন্য আমলকিতে রয়েছে অসাধারণ সব উপাদান। স্বাস্থ্যকর এবং
চকচকে চুল পেতে অনেকেই আমলকি ব্যবহার করে থাকেন। স্কাল্প পরিষ্কার রাখার জন্যেও
আমলকি রস ব্যবহার করতে পারেন। আমলকি রস স্কাল্পের আদ্রতা ধরে রাখে
আরো পড়ুনঃ ফর্সা হওয়ার ক্রিম কোনটা ভালো
আমলকতি থাকে ফাইটো- নিউট্রিয়েন্ট, ভিটামিন ও মিনারেল এর মত জরুরী পুষ্টি উপাদান।
এসব উপাদান স্কাল্পে রক্ত সঞ্চালন বাড়াতে কাজ করে। আমলকি থেঁতো করে রস বের করে
নিতে হবে। এরপর সেই রস চুলের গোড়ায় লাগালে কোলাজেনের মাত্রা বৃদ্ধি পাবে। সেই
সঙ্গে চুল লম্বাও হবে দ্রুত। নিয়মিত এভাবে ব্যবহার করলে উপকার পাবেন।
চুলের যত্নে আমলকি তেল
চুল পড়া সমস্যা থেকে মুক্তি কে না চায় ! চুল পড়া বন্ধ বা চুলের যত্ন নিতে
অবশ্যই তেল দিতে হবে। তেল থেকেই আমাদের চুল ও স্কাল্প বেশি পুষ্টি পায়। চুলের
যত্নে বাজার থেকে কেনা তেলের পরিবর্তে, ঘরে তৈরি তেল ব্যবহার করতে পারেন। নিয়মিত
যত্ন নিলে চিরতরে রোধ করা যাবে চুল পড়া। চুল ঝরে যাওয়া ও অকালে নষ্ট হয়ে
যাওয়ার মত সমস্যা হলে আমলকি ব্যবহার করতে পারেন।
চুলের ফলিকল মজবুত করতে ও চুল পড়া কমাতে আমলকির জুড়ি নেই। এর জন্য আমলা তেল
মাথার তালু এবং চুলের গোড়ায় নিয়মিত মালিশ করতে হবে। আমলকির তেল ব্যবহার অকালে
চুল পেকে যাওয়া এবং চুল পড়া ঠেকানো যায়। আমলকি তেল ব্যবহার করার আগে সামান্য
গরম করে নিতে হবে। এরপর ভালোভাবে ম্যাসাজ করুন। সপ্তাহে অন্তত দুইদিন ব্যবহার
করবেন।
উপসংহার
চুলের যত্নে সচেতন যারা, তাদের কাছে পরিচিত নাম আমলকি। কারণ বাড়তি পুষ্টির জন্য
বিভিন্ন তেলে যোগ করা হয় আমলকির রস। আমলকির তেল চুলের যত্নে ভীষণ কার্যকরী। গোসল
করার আগে প্রতিদিন আমলকির হেয়ার অয়েল ব্যবহার করলে পাতলা ও শুষ্ক চুল থেকে
মুক্তি মিলবে। এছাড়া আমলার তেল চুলে কন্ডিশনারিং এর কাজ করে, উজ্জ্বলতা বাড়ায়
প্রাকৃতিক গুনে।
এই ওয়েবসাইটের আর্টিকেলটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ওয়েবসাইটটি
নিয়মিত ভিজিট করুন। প্রিয় পাঠক আমলকির হেয়ার প্যাক ও চুলের যত্নে আমলকি তেল
সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন। এরকম আরো নতুন নতুন আর্টিকেল দেখতে চাইলে এই
ওয়েবসাইটের সাথে থাকুন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।
Umme Haney'র নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url