৬ রকম উপায়ে আর্টিকেল লেখার নিয়ম গুলো জেনে নিন

প্রিয় পাঠক আজকের এই আর্টিকেলে আমরা আপনাদের জানাবো ৬ রকম উপায়ে আর্টিকেল লেখার নিয়ম গুলো জেনে নিন এই সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। এই আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়লে এবং নিয়মগুলো ফলো করে আর্টিকেল লিখলে আপনিও ভাল মানের আর্টিকেল রাইটার হতে পারবেন।
৬ রকম উপায়ে আর্টিকেল লেখার নিয়ম গুলো জেনে নিন
এই আর্টিকেলের মধ্যে আর্টিকেল স্পিনিং ও স্ক্রাপিং বিশ্লেষণ, Buying কিওয়ার্ড র‍্যাঙ্ক করে টাকা ইনকাম করা যায়, লং টেলই কিওয়ার্ড বিশ্লেষণ, আর্টিকেল রাইটিং এর স্ট্যাটেজি, টপিক খোঁজা, কিওয়ার্ড অ্যানালাইসিস সম্পর্কে আলোচনা করা হয়েছে।

ভূমিকা

আপনি যদি ব্লগিং করে অনলাইন থেকে টাকা আয় করতে চান তাহলে আপনাকে অবশ্যই সঠিক নিয়মে আর্টিকেল লেখার কৌশল জানতে হবে। আপনাকে জানতে হবে আর্টিকেল লেখার নিয়মগুলো। একটি প্রফেশনাল ও সেরা আর্টিকেল লেখার নিয়ম ও কৌশল কেবল একদিনে আপনি শিখতে পারবেন না। এক্ষেত্রে কিছু সময় অবশ্যই লাগবে।

আর্টিকেল লেখার নিয়ম গুলো জেনে রাখলে আপনার লেখা আর্টিকেল গুলো লোকেরা কিন্তু অবশ্যই পছন্দ করবেন। তাহলে চলুন নিচে ৬ রকম উপায়ে আর্টিকেল লেখার নিয়ম গুলো জেনে নিন।

আর্টিকেল স্পিনিং ও স্ক্র্যাপিং বিশ্লেষণ

আর্টিকেল স্পিনিং হলো একটি সাংবাদিক কার্যক্রম বা সাহিত্যিক প্রযুক্তি, যা একটি মৌলিক লেখা বা আর্টিকেল থেকে একটি নতুন আর্টিকেল তৈরি করে তার ভাষার পরিবর্তন, উপাদান পরিবর্তন, ও সংরক্ষণ করে। এই প্রযুক্তিতে ব্যবহৃত হয় টেকনোলজি বা সফটওয়্যার যা মূল আর্টিকেল থেকে ভিন্ন উপাদান প্রস্তুত করতে সাহায্য করে।

মনে করেন কোন একটি আর্টিকেল ২০০০ শব্দে লেখা আছে। এখন সেখান থেকে ১০০০ শব্দগুলো পরিবর্তন করে তার সামর্থক শব্দগুলো দিয়ে। এই পরিবর্তন করার কাজকে আর্টিকেল স্পিনিং বলা হয়। আশা করি আর্টিকেল স্পিনিং কি সেটা বুঝতে পেরেছেন।

তাহলে এবার আর্টিকেল স্ক্রাপিং কি সেটা নিয়ে আলোচনা করি। আর্টিকেল স্ক্রাপিং হলো যে আপনার ওয়েবসাইটে যে কোন একটা কিওয়ার্ড দিয়ে পোস্ট লিখে নেওয়া। অনেকেই আছে আর্টিকেল স্ক্যাপিং করে পোস্ট লিখে। এমন অনেক ওয়েবসাইট আছে যেগুলো আপনি স্ক্যাপিং আর্টিকেল লিখতে পারেন। ওয়েবসাইটের মধ্যে শুধু আপনার কিওয়ার্ড দিয়ে দিলেই কি কিওয়ার্ড উপর ভিত্তি করে একটি পোস্ট লিখে দিবে।

তবে এভাবে পোস্ট লিখার চেয়ে না লেখাই ভালো। কারণ google যদি জানতে পারে যে এই আর্টিকেল স্ক্রাপিং করে লেখা। তাহলে সেই পোস্টের র‍্যাংকিং করা বন্ধ করে দেয়। এমন কি গুগল এডসেন্স বাতিল করে দেয়। আশা করি আর্টিকেল স্ক্রাপিং বিষয়টি জানতে পেরেছেন।

Buying কিওয়ার্ড র‍্যাঙ্ক করে ইনকাম করা

Buying কিওয়ার্ড র‍্যাঙ্ক হলো আপনার ওয়েবসাইট থেকে কোন কিছু বা কোন প্রোডাক্ট বিক্রি করাকে বোঝায়। মনে করুন আপনার কোন ব্যবসায়ী প্রতিষ্ঠান রয়েছে যেখানে বিভিন্ন পণ্য বা সেবা বিক্রি করা হয় এখন আপনি চাচ্ছেন সেই পণ্যগুলোর বেচার বিক্রি যেন বৃদ্ধি পায়।

সে ক্ষেত্রে আপনি সে পণ্য সম্পর্কে ওয়েবসাইটে পোস্ট লিখে সে পণ্য বা সেবাটি বিক্রি কয়েকগুণ বাড়িয়ে দিতে পারেন ঠিক এভাবে আপনি আপনার ব্যবসার প্রচারপ্রসার ঘটাতে পারেন এর সাথে আপনার আয় ইনকামও কয়েক গুণ বৃদ্ধি করতে পারেন। চলুন বিষয়টি উদাহরণ সহকারে একটু ভালোভাবে বুঝিয়ে বলি।

সামনে শীত অনেকেই শরীর গরম রাখার জন্য বাজার থেকে মধু কিনে থাকে বর্তমান প্রযুক্তি নির্ভর স্বাস্থ্য সচেতন মানুষগণ কোন সেবা বা পণ্য ক্রয় করার পূর্বে অনলাইনে সে সম্পর্কে জেনে নেই। এখন আপনি মধু সম্পর্কে একটি পোস্ট ওয়েবসাইটে পাবলিশ করলেন পোষ্টের মধ্যে বলে দিলেন অমুক জায়গা থেকে এই পণ্য বা সেবাটি ক্রয় করতে পারেন।

কারণ তারা ভালো কোন বিক্রি করে ক্রেতা সেই সম্পর্কে জেনে সেই অমুক জায়গা থেকে পণ্য টি কিনতে ইচ্ছা পোষণ করবে। আর এটাকেই বলা হয়েছে Buying কিওয়ার্ড র‍্যাঙ্ক করে টাকা আয় করা।

লং টেলই কিওয়ার্ড বিশ্লেষণ

আমরা যারা আর্টিকেল নিয়ে লেখালেখি করি তার অবশ্যই কিওয়ার্ড কি জানি। কিওয়ার্ড হলো কোন এক আর্টিকেলের টাইটেল। একই কিওয়ার্ড আবার অনেক ধরনের হয়ে থাকে যেমন ফোকাস কিওয়ার্ড, লং টেলই কিওয়ার্ড, শর্ট টেল কিওয়ার্ড, সাব কিওয়ার্ড ইত্যাদি আরো কয়েক ধরনের কিওয়ার্ড আছে। এর মধ্যে লং টেলই কিওয়ার্ড নিয়ে আজকের আলোচনা।

লং টেলই কিওয়ার্ড রিসার্চ যে কোনো বিষয়বস্তু নির্মাতা, বিপণনকারী বা এসইও পেশাদারদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। লং টেল কিওয়ার্ড হলো কোন পোস্ট এর টাইটেল টা বড় হওয়া। আপনি যদি আর্টিকেল রাইটার নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাকে লং টেল কিওয়ার্ড নিয়ে আর্টিকেল লিখতে হবে।

আর্টিকেল রাইটিং এর স্ট্র্যাটেজি, টপিক খোঁজা, কিওয়ার্ড অ্যানালাইসিস

আর্টিকেল রাইটিং এর স্ট্র্যাটেজিঃ

আর্টিকেল রাইটিং এর স্ট্যাটেজি হল কিওয়ার্ড নির্বাচন করা। আপনার ওয়েবসাইটে আর্টিকেল লিখবেন কিন্তু কি নিয়ে লিখবেন ভেবে পাচ্ছেন না এর জন্য আপনাকে গুগল সার্চ ইঞ্জিনিয়ার চার্জ করে দেখতে হয় পাঠ করে কি নিয়ে বেশি পড়তে আগ্রহী।

আর্টিকেল রাইটিং এর টপিক খোঁজাঃ

আমরা অনেকেই টপিক নিয়ে জেনে থাকি আর্টিকেল রাইটিং এর টপিক কি আর্টিকেল রাইটিং এ টপিক কেন প্রয়োজন হয় তার সম্পর্কে আমরা এখানে বিস্তারিত আলোচনা করব। আপনি যদি ছোট্ট একটা জিনিস নিয়ে গুগলে সার্চ দেন।

তাহলে সেখান থেকে আরো বড় বড় টপিক খুঁজে বের করা সম্ভব। তাই আপনি এই টপিক খুঁজে বের করে অনেকগুলো পোস্ট লিখতে পারবেন। আপনি এমন কোন টপিক নেই যে সেখান থেকে আপনি খুঁজে বের করতে পারবেন না

আর্টিকেলের কিওয়ার্ড অ্যানালাইসিসঃ

আপনি কিভাবে কিওয়ার্ড রিসার্চ করবেন বা এনালাইসিস করবেন গুগলে আপনি যেকোন বিষয় নিয়ে যদি সার্চ দেন তাহলে তার সম্পর্কে আরো অনেকগুলো সাজেশন আপনাকে দেবে। মনে করেন আপনি গুগলের সার্চ দিচ্ছেন যে কিভাবে মেথি দিয়ে চুল বড় করবেন। যখন আপনি সার্চ দিচ্ছেন তখন এই মেথি সংক্রান্ত আরো অনেকগুলো সাজেশন আপনাকে দিয়ে থাকে।

যেমন মেথি দিয়ে চুলের প্যাক, চুলের যত্নে ডিম ও মেথি, মেথি ও নারকেল তেল এরকম অনেকগুলো তথ্য আপনার সামনে চলে আসবে তখন আপনি লং টেল কিওয়ার্ড দেখে পোস্ট লেখার জন্য বেছে নিবেন। আপনি যদি ওয়েবসাইটের একবারে নিচের দিকে যাবেন

তখন আপনাকে অনেকগুলো সাজেশন দেওয়া হবে আপনি এই সাজেশন এর ভেতর থেকে কিওয়ার্ড বেছে নিতে পারেন। এবং ওখান থেকে আপনি যেকোনো একটি সাজেশন নিয়ে আপনি পোস্ট লিখতে পারেন। যখন আপনি নতুন পোস্ট দিতে যাবেন বা নতুন ওয়েবসাইট তৈরি করতে যাবেন তখন আপনাকে অবশ্যই কিওয়ার্ড এনালাইসিস করে পোস্ট লিখতে হবে।

লেখকের মন্তব্য

প্রিয় পাঠক আপনারা যারা আমাদের এই পোস্টটি পড়েছেন। তারা নিশ্চয়ই আর্টিকেল লেখার নিয়ম গুলো জানতে পেরেছেন। আপনাকে বিষয়গুলো জানাতে পেরে আমরা সত্যিই অনেক আনন্দিত। আপনার এবং আপনার পরিবারের সুস্থতা কামনা করছি। আজকের মত এখানেই শেষ করছি ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

Umme Haney'র নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url